আজ, মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

Admission Circular At Chittagong University of Engineering & Technology (CUET)

জুন ১, ২০২২, ৭:০০ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Combined CUET KUET RUET Admission Circular, Combined CUET KUET RUET Admission Circular 2021

চুয়েট, কুয়েট ও রুয়েট এর স্নাতক লেভেল-১ (শিক্ষাবর্ষ: ২০২১-২২) ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয়সমূহের নামঃ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)

Click here: Circular and prospectus

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যােগ্যতা :

(ক) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

(খ) প্রার্থীকে ২০২১ইং সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে অথবা ২০২০ইং সালের সেপ্টেম্বর থেকে ২০২১ইং সালের আগস্ট এর মধ্যে GCE ‘A’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।

(গ) বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীকে ২০১৮ইং অথবা ২০১৯ইং | সালের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেতে হবে অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেতে হতে হবে।

(ঘ) বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড থেকে উচ্চ মাধ্যমিক/আলীম/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে গ্রেড পয়েন্ট ৫.০০ পেতে হবে অর্থাৎ গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয়ে মােট গ্রেড পয়েন্ট ২০.০০ পেতে হবে। ইংরেজী ভার্সন/বিদেশী শিক্ষা বাের্ড থেকে সমমানের পরীক্ষায় উক্ত বিষয়সমূহে কমপক্ষে সমতুল্য গ্রেড পেতে হবে। এছাড়া বায়ােমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ পেতে হবে।

(উ) প্রার্থী GCE “O” এবং GCE “A’ লেভেল পাশ করে থাকলে, তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য GCE “O” লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয়ে আলাদাভাবে ‘A’ গ্রেড পেতে হবে। GCE “A’ লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ে আলাদাভাবে ‘A’ গ্রেড পেতে হবে। এছাড়া বায়ােমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে GCE ‘A’ লেভেল পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে B গ্রেড পেতে হবে।

(চ) প্রার্থীকে কমপক্ষে ১২ শিক্ষাবর্ষ অধ্যয়নকাল থাকা সাপেক্ষে বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২১ইং সালের উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে কমপক্ষে ৮০% বা সমমানের গ্রেড পেতে হবে। প্রার্থীকে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় গড়ে কমপক্ষে ৭০% বা সমমানের গ্রেড পেতে হবে।

(ছ) যােগ্য আবেদনকারীর মধ্য হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজী বিষয়ের মােট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ৩০,০০০ (ত্রিশ হাজার) প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযােগ দেয়া হবে।

(জ) ন্যূনতম যােগ্যতা পূরণ সাপেক্ষে GCE “O” লেভেল ও GCE “A’ লেভেল এবং সংরক্ষিত আসনের জন্য সকল আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য যােগ্য বলে বিবেচিত হবে।

আবেদন করার পদ্ধতি :

প্রথম চুয়েট, কুয়েট ও রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://admissionckruet.ac.bd) প্রদত্ত নির্দেশনা মােতাবেক আবেদন ফরম পূরণ ও নিম্নবর্ণিত ছক অনুযায়ী ভর্তি পরীক্ষার ফি প্রদান করে অনলাইনে Submit করতে হবে। গ্রুপ।

Combined CUET, KUET & RUET Admission Circular 2022

বিশেষ দ্রষ্টব্য :

  • ১৯/০৬/২০২২ ইং বিকাল ৫.০০ টায় অনলাইনে আবেদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। এরপর অনলাইনে আর কোন আবেদনপত্র Submit করা যাবে না।
  • MCQ পরীক্ষায় ভুল উত্তরের জন্য মােট প্রাপ্ত নম্বর থেকে সংশ্লিষ্ট প্রশ্নসমূহের জন্য বরাদ্দ নম্বরের ২৫% কাটা হবে।
  • OMR Sheet এ শুধুমাত্র কালাে কালির বলপয়েন্ট কলমের মাধ্যমে বৃত্ত ভরাট করা যাবে। বৃত্ত ভরাটের জন্য পেন্সিল, জেল পেন বা ফাউন্টেন পেন ব্যবহার করা যাবে না। মুক্তহস্ত অংকনের জন্য পেন্সিল ব্যবহার করা যেতে পারে।
  • বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতির প্রেক্ষিতে ৪নং অনুচ্ছেদের ছকে বর্ণিত তারিখ ও সময়সূচীর পরিবর্তন হতে পারে। এ বিষয়ে সংশােধনী অথবা প্রয়ােজনীয় তথ্যাদি সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://admissionckruet.ac.bd) প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যাবলী : সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://admissionckruet.ac.bd) ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তি নির্দেশিকা এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী পাওয়া যাবে।

Combined CUET, KUET & RUET Admission Circular 2022

If you want to see CUET KUET RUET Undergraduate Admission Test Circular, i think you have right choice to visit our website. Our website published latest all admission circular, Result & Job news in Bangladesh.

According to the notice, the online application for admission will start from 9.00 AM on 24 April 2021. Let’s know in more detail adobe in Bangla.

CUET KUET RUET Undergraduate Admission Test Circular has been published on the official website https://admissionckruet.ac.bd.  You can Download the admission circular in pdf from this website.

 

CUET, KUET and RUET a bachelor’s degree 1st year) Level -1 (Academic Year: 2020-21) Notification regarding Integrated Admission Test

Eligibility to apply for participation in the admission test:

(a) The candidate must be a citizen of Bangladesh.

(B) Candidates must have passed the Higher Secondary or equivalent examination in 2020 or have the between September 2019 and August 2020 obtained GCE ‘A’ level certificate. Students who have passed any of the Secondary and Higher Secondary Education Baird / Madrasa Education Baird / Technical Education Baird in Bangladesh will be awarded in 2018 or 2018. Must have a minimum GPA of 4.00 in the secondary or equivalent examination of the year or at least an equivalent grade in the equivalent examination.

(D)who have passed the Higher Secondary / Alim / equivalent examination from any Secondary and Higher Secondary Education Baird Madrasa Education Baird / Technical Education Baird in Bangladesh Students should get a separate grade point 5.00 in each of the subjects of Mathematics, Physics, Chemistry and English i.e. Mathematics, Physics. , Chemistry and English Matte Grade Point 20.00. At least equivalent grade in the said subject in English equivalent examination from English Version / Foreign Education Baird. In addition, in order to be admitted in the Department of Biomedical Engineering, the concerned candidate has to get at least grade point 4.00 in Biology in the Higher Secondary or equivalent examination. If the candidate has passed GCE “O” and GCE “A” level, in order to participate in the admission test, he / she will have to get separate ‘A’ grade in Mathematics, Physics, Chemistry and English in GCE “O” level examination. GCE “A’ level exams require separate ‘A’ grades in Physics, Chemistry and Mathematics

. In addition, in order to be admitted in the Department of Biomedical Engineering, the concerned candidate has to get at least B grade in Biology in GCE ‘A’ level examination. (F) Candidates must subjects of Mathematics, in the Higher Secondary / Equivalent Examination 2020 from a foreign educational institution subject to having at least 12 academic years of study period

obtain at least 60% or equivalent grade in each of the Physics, Chemistry and English. Candidates should get an average of at least 60% or equivalent grade in the secondary / equivalent examination. The first on the basis of matriculation marks in Mathematics, Physics, Chemistry and English in the Higher Secondary or equivalent examination from among the eligible applicants

30,000 (thirty thousand) candidates will be given the opportunity to participate in the admission test. (H) All applicants for GCE “O” level and GCE “A’ level and reserved seats participate in the admission test subject to fulfillment of minimum qualifications will be considered eligible to.

How to apply:

First fill the application form as instructions given on the integrated admission test website of CUET, CUET and RUET (https://admissionckruet.ac.bd) and submit per the online by paying the admission test fee as per the table below.

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen