আজ, মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

BSMR Maritime University Admission Circular

ফেব্রুয়ারি ৩, ২০২৪, ৯:৪৮ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


BSMR Maritime University Admission Circular, BSMR Maritime University Admission Circular  2024

BSMR Maritime University Admission Circular

২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি,বাংলাদেশ-এর মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি, শিপিং এ্যাডমিনিস্ট্রেশন, আর্থ এন্ড ওশান সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনােলজি ফ্যাকাল্টিসমূহের বিভিন্ন বিভাগে স্নাতক (সম্মান) শ্রেণিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুক বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

যে সকল শিক্ষার্থী ২০১৭ বা ২০১৮ সালে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় এবং ২০১৯ বা ২০২০ সনের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল সে সকল শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

১। ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স।

২। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনােলজি।

৩। ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি |

৪। ফ্যাকাল্টি অব শিপিং এ্যাডমিনিস্ট্রেশন।

অনলাইনে আবেদনের সময়সীমা: ০১ এপ্রিল – ৩০ এপ্রিল ২০২১

উপযুক্ত পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ: ০৬ মে ২০২১ গুরুত্বপূর্ণ |•

Admit Card উত্তোলনের সময়সীমা: ২৫ মে – ০২ জুন ২০২১ তারিখসমূহ |•

ভর্তি পরীক্ষা: ০৪ – ০৫ জুন ২০২১

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: ২০ জুন ২০২১ •

ভর্তি: ২৭ জুন – ২৯ জুলাই ২০২১ •

ক্লাস শুরু: ০৮ আগস্ট ২০২১

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়ঃ 

ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি ০৪ জুন ২০২১ খ্রি, শুক্রবার সকাল ১০:০০ ঘটিকা থেকে ১১:৩০ ঘটিকা ভর্তি পরীক্ষার |

ফ্যাকাল্টি অব শিপিং এ্যাডমিনিস্ট্রেশন ০৪ জুন ২০২১ খ্রি, শুক্রবার বিকাল ০৩:৩০ ঘটিকা থেকে ০৫:০০ ঘটিকা তারিখ ও সময়

ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স ০৫ জুন ২০২১ খ্রি, শনিবার সকাল ১০:০০ ঘটিকা থেকে ১১:৩০ ঘটিকা।

ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনােলজি  ০৫ জুন ২০২১ খ্রি, শনিবার বিকাল ০৩:৩০ ঘটিকা থেকে ০৫:০০ ঘটিকা।

আবেদন ফি

প্রতি ফ্যাকাল্টি-এর জন্য আবেদন ফি ৭০০/- (প্রসেসিং ফি সহ টাকা সাতশত মাত্র)। নির্ধারিত আবেদন ফি মােবাইল ব্যাংকিং (নগদ/বিকাশ/রকেট/মাই ক্যাশ/টি- ক্যাশ ইত্যাদি) এবং ডেবিট/ক্রেডিট কার্ড (VISA, Master Card) এর মাধ্যমে প্রদান করা যাবে।

ভর্তি পদ্ধতি

আবেদনকারীকে নির্ধারিত ওয়েবসাইট (applyonline.bsmrmu.edu.bd) এর মাধ্যমে ০১ এপ্রিল ২০২১ থেকে ৩০ এপ্রিল ২০২১  তারিখের মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে (www.bsmrmu.edu.bd)। | ভর্তি পরীক্ষার |

ভর্তি পরীক্ষা কেন্দ্র

নিম্নবর্ণিত ০৪ টি কেন্দ্রে একযােগে অনুষ্ঠিত হবে (ভর্তি আবেদন ফর্মে পছন্দের কেন্দ্র উল্লেখ করতে হবে)।

(ক) ঢাকা

(খ) চট্টগ্রাম

(গ) রংপুর ।

(ঘ) খুলনা

সংশ্লিষ্ট তথ্যের জন্য যােগাযােগ

মােবাইল: ০১৭৪৬৬৪২৬৬৯ (প্রভাষক, ওশানােগ্রাফি), ০১৮৩৭৮২৪৪৭০ (প্রভাষক, মেরিন ফিশারিজ), ০১৮২৯৯০৯৭৩৬ (সহকারী অধ্যাপক, পাের্ট ম্যানেজমেন্ট এন্ড লজিসটিকস), ০১৩১৪৩১৯৬১৬ (প্রভাষক, এলএলবি), ০১৯২১০৩৪২৮৯ (প্রভাষক, নেভাল আর্কিটেকচার এন্ড অফশাের ইঞ্জিনিয়ারিং)। 

সার্বিক যােগাযােগে: ০১৭৬৯৭২১০১৫ (কম্পিউটার প্রােগ্রামার), ০১৭১৬৯৪৩৫৭৯ (সহকারী রেজিস্ট্রার)

ইমেইল: admissioninfo@bsmrmu.edu.bd,

ওয়েবসাইট: www.bsmrmu.edu.bd

 

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি তে মাস্টার্স ও এমবিএ প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি।

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen