আজ, বুধবার, ১৭ই জুলাই, ২০১৯ ইং | ২রা শ্রাবণ, ১৪২৬ বঙ্গাব্দ

sarkariniyog.com

চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন এ “নার্স” পদে নিয়োগ বিগিপ্তি | Job circular at Child Health Research Foundation

জুলাই ১৫, ২০১৯, ১০:৩৪ অপরাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


পদঃ এইড নার্স

খালি পদঃ ৩
জব কনটেক্সট
  • চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সি.এইচ.আর.এফ)একটি বেসরকারি অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান যা এনজিও বিষয়ক ব্যুরো এর অধীনে নিবন্ধনকৃত। অত্র প্রতিষ্ঠান ২০০৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন ধরণের গবেষণামূলক কাজ করে আসছে, যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো শিশু স্বাস্থ্যের উন্নয়ন গুণগত গবেষণা এবং সংক্রামক রোগ প্রতিরোধের উপযুক্ত নীতিগত সিদ্ধান্তগুলি সহজতর করে শিশু স্বাস্থ্যের উন্নয়নে কাজ করা। আমরা চারটি হাসপাতালে গবেষণামূলক কাজ পরিচালনা করে থাকি (ঢাকা শিশু হাসপাতাল, ডা: এম.আর খান শিশু হাসপাতাল, চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতাল এবং কুমুদনী মহিলা মেডিক্যাল কলেজ)। দেশে আমাদের পাঁচটি মাইক্রোবায়োলজি ল্যাব রয়েছে। আমরা আন্তর্জাতিক সংস্থাWorld Health Organization, Edinburgh University, Stanford University, Johns Hopkins University, Centre for Disease Control (CDC), Bill & Melinda Gates Foundation (BMGF) সাথে কাজ করে আসছি।
  • চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সি.এইচ.আর.এফ )-এ অতি শীঘ্রই Metabolic Gestational Age Assessment in Low Resource Setting নামক একটি প্রকল্পের কাজ শুরু করতে যা”েছ। এই প্রকল্পের জন্য কিছু সংখ্যক Aid Nurse নিয়োগ প্রদান করা হবে। উক্ত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করছি ।
  • কর্মস্থল : মির্জাপুর, টাঙ্গাইল, বাংলাদেশ।
  • চাকুরীর ধরণ : চুক্তি ভিত্তিক (১৪ মাস)
  • বেতন : (পনের হাজার টাকা)
চাকরির দায়িত্বসমূহ
  • ০-৬০ দিনের এবং তদূর্ধ্ব বয়সের নবজাতক রোগীরদের নমুনা (রক্ত) সংগ্রহ করতে হবে ।
  • রোগীর নাম, তারিখ সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে।
  • রোগীরদের বাড়ীতে গিয়ে রোগীর রক্ত এবং পরিবারে ব্যবহারকৃত পানি থেকে ১ লিটার পরিমাণ পানি সংগ্রহ করে CHRF কুমুদিনী ল্যাবরেটরিতে জমা দিতে হবে।
  • নমুনা সংগ্রহের সরঞ্জাম পরিষ্কার-পরি”ছন্ন রাখতে হবে।
  • প্রতিটি নমুনা সংগ্রহনের সময় অবশ্যই যথাযথ নির্দেশিকা মেনে চলতে হবে।
চাকরির ধরনঃ চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা
  • ন্যূনতম এস.এসসি পাস এবং অবশ্যই নার্সিং এ ১৮ (আঠার) মাসের পূণাঙ্গ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
  • পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল ঃ টাঙ্গাইল (মির্জাপুর)
বেতনঃ টাকা. ১৫০০০ (মাসিক )
কোম্পানীর সুযোগ সুবিধাদি
  • কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং উৎসব ভাতা (ঈদ, পূজা, খ্রিষ্টমাস, বৈশাখী ভাতা)

আবেদনের পূর্বে পড়ুন

উপরক্ত বর্ণনার সাথে সামঞ্জস্যপূর্ণ হলে নিম্নোক্ত ঠিকানাই অনলাইনে আপনার বায়োডাটা (CV) ১-৩ পৃষ্ঠা’র মধ্যে পাঠাতে হবে।
Email : [email protected]
শুধুমাত্র যোগ্যপ্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে।

রিজিউমি গ্রহণের উপায়

আপনার জীবনবৃত্তান্ত যেখানে পাঠাবেন [email protected]
আবেদনের শেষ তারিখ: জুলাই ১৭, ২০১৯

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen