ডিবিকেপি-কমিউনিটি হাসপাতালে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি | Job Circular At DBKP-Community Hospital
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রতিষ্ঠিত ডেমরা বাজার সংলগ্ন চনপাড়ায় ২৫০ শয্যা বিশিষ্ট ডিবিকেপি-কমিউনিটি হাসপাতালে চিকিৎসক ও অ্যাকাউন্টেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
১) পদের নাম: ডাক্তার (মহিলা)
যোগ্যতা: এমবিবিএস। অবস্ গাইনিতে ট্রেনিংপ্রাপ্ত ও সিজারিয়ানে অভিজ্ঞ।
২) পদের নাম: ডাক্তার (মহিলা)
যোগ্যতা: এমবিবিএস। আলট্রাসনোগ্রাফি ও গাইনিতে অভিজ্ঞ।
৩) পদের নাম: অ্যাকাউন্টেন্ট
যোগ্যতা: সিএ পাস।
ফ্রি আবাসনের ব্যবস্থা আছে। বেতন ও অন্যান্য সুবিধাদি আলোচনা সাপেক্ষে। দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, বায়োডাটা ও অভিজ্ঞতার সনদসহ ২৩ মার্চ, ২০১৯ তারিখ সকাল ১০টা থেকে ১টার মধ্যে ‘ডিবিকেপি-কমিউনিটি হাসপাতাল, চনপাড়া (বটতলা মোড়), ডেমরা বাজার সংলগ্ন, রূপগঞ্জ, নারায়নগঞ্জ’ ঠিকানায় উপস্থিত হতে হবে। সুত্র: বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞপ্তি:

