মা আমিরান মেডিকেল কলেজ ও হাসপাতাল (প্রস্তাবিত) এ “সহকারী নার্স” পদে নিয়োগ বিজ্ঞপ্তি | Job circular at Maa Amiran medical college hospital
পদ সংখ্যাঃ ০৩
জব কনটেক্সটঃ
ঢাকা শহরের সন্নিকটে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মালখানগরে ব্যাংক এশিয়া ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ২৫০ শয্যা বিশিষ্ট (প্রস্তাবিত) আন্তর্জাতিক মানের ব্যাংক এশিয়া - মা আমিরান মেডিকেল কলেজ ও হাসপাতালের বহিঃবিভাগ ও ডায়াগনষ্টিক সেন্টারের জন্য উল্লেখিত পদে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
শিক্ষাগত যোগ্যতাঃ ৩ অথবা ৪ বছরের নার্সিং ডিপ্লোমা/ ডিগ্রী ও নার্সিং কাউন্সিল রেজিষ্ট্রেশন প্রাপ্ত।
কর্মস্থলঃ মুন্সিগঞ্জ (সিরাজদিখান)
বেতনঃ আলোচনা সাপেক্ষ
আবেদনের শেষ তারিখ: নভেম্বর ২১, ২০১৯
রিজিউমি গ্রহণের উপায়ঃ
১। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্ত (CV); তৎসহ শিক্ষা ও অভিজ্ঞতার সনদপত্র, ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ফটো, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও মোবাইল নং উল্লেখ করে কাগজপত্র আবেদনের সাথে জমা দিতে হবে।
২। অবসরপ্রাপ্ত যোগ্য প্রার্থীগন আবেদন করতে পারবেন।
৩। আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
৪। অসম্পূর্ণ আবেদন বাতিলযোগ্য।
৫। কর্তৃপক্ষের যেকোন সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে।
৬। ইন্টারভিউতে আসার জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবেনা।
আবেদনপত্র নির্বাহী পরিচালক, ব্যাংক এশিয়া ফাউন্ডেশন, র্যাংগস ভবন, (২য় তলা), ১১৭/এ, পুরাতন বিমানবন্দর রোড, বিজয় স্মরনী, তেজগাঁও, ঢাকা-১২১৫ ঠিকানায় ডাকযোগে/ কুরিয়ার সার্ভিসে আগামী ২১ শে নভেম্বর ২০১৯ ইং তারিখে বা তার আগে জমা দেবার জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্র সরাসরি অফিসেও জমা দেয়া যাবে।
উল্লেখিত e-mail address: [email protected] এ আবেদনপত্র জমা দেয়া যাবে
কোম্পানির তথ্যাবলী
ব্যাংক এশিয়া - মা আমিরান মেডিকেল কলেজ ও হাসপাতাল (প্রস্তাবিত)
ঠিকানা: Rangs Bhaban, 117/A, Old Airport Road, Tejgaon, Dhaka-1215.
