আজ, শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

সড়ক ও জনপথ অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি | Roads and Highways Department Job Circular

ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ৯:৪৫ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Roads and Highways Department Job Circular 2024, Roads and Highways Department Job Circular

চাকরির বর্ণনাঃ

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর এ বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

পদ সমুহঃ

ইন্টার্ন

আবেদন করার প্রক্রিয়াঃ

আবেদনের শেষ তারিখ: ১৫ মার্চ, ২০২৪।

 

বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)





ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩-এর আওতায় সড়ক ও জনপথ অধিদপ্তরে ইন্টার্ন হিসেবে কয়েকজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

সড়ক ও জনপথ অধিদপ্তরে পুরকৌশল বিষয়ে ডিগ্রিধারীদের ইন্টার্ন হিসেবে নিয়োগ দেওয়া হবে। তিন মাস মেয়াদে চারজনকে ইন্টার্নশিপ দেওয়া হবে। আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিভাগে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) প্রার্থী হতে হবে।

Department of Roads and Highways is a Bangladeshi state department that is responsible for the construction and maintenance of highways and bridges and is located at the industrial area of Tejgaon in Dhaka, the capital city.

The Roads and Highways Department (RHD) was created in 1962 when the old ‘Construction & Building (C&B) organisation was split into 2 separate bodies (the other being Public Works Department). RHD is responsible for the construction and the maintenance of the major road and bridge network of Bangladesh.

Since the Department was established the size of the major road network in Bangladesh has grown from 2,500 kms to the present network of 22,362.821 kms.

১৯৪৭ সনে ভারত ও পাকিস্তান বিভক্তির পর কেন্দ্রীয় পাকিস্তানের সকল নির্মাণ কার্যাদি সম্পাদনের ভার গণপূর্ত বিভাগের উপর ন্যাস্ত হয়। যোগাযোগ ব্যবস্থা ও পূর্ত নির্মাণ(C & B) পূর্ব পাকিস্তানের সরকার দ্বারা পরিচালিত হয় পরবর্তীতে ১৯৬২ সনে (C & B) দুই ভাগে বিভক্ত হয়ে ১টি গণপূর্ত অধিদপ্তর ও অন্যটি সড়ক ও জনপথ অধিদপ্তর হয়। বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক জাতীয়, আঞ্চলিক ও জেলা সড়ক সমূহ সহ গুরুত্বপূর্ণ ব্রিজ ও কালভার্ট উন্নয়ন ও রক্ষনাবেক্ষন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় প্রায় ২২,৩৬২.৮২১ কিঃমিঃ সড়ক, ৩,৫৪৮ টি ব্রিজ, ৮৫৬ টি বেইলী ব্রিজ , ১৪,৮১৪ টি কালভার্ট রয়েছে।

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen