সাহাবউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে “সিনিয়র স্টাফ নার্স” সহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি | Job Circular At Shahabuddin Medical College & Hospital http://www.shahabuddinmedical.org/
চাকরির বর্ণনাঃ
রাজধানীর গুলশানে অবস্থিত বেসরকারি সাহাবউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে শিক্ষক, পরিচালকসহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদ সমুহঃ
১) অধ্যাপক
বিষয়: সার্জারি, এনাটমি, প্যাথলজি, ফরেসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, ফার্মাকোলজি।
যোগ্যতা: বিএমঅ্যান্ডডিসি ও পিএসসি’র নিয়ম অনুযায়ী।
২) সহযোগী অধ্যাপক
বিষয়: নিউরোসার্জারি, নেফ্রলজি, প্যাথলজি
৩) সহকারী অধ্যাপক
বিষয়: সার্জারি, প্যাথলজি, নেফ্রলজি
৪) উপ-পরিচালক (হাসপাতাল)
যোগ্যতা: হাসপাতাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তরসহ অভিজ্ঞতাসম্পন্ন।
৫) সহকারী পরিচালক (হাসপাতাল)
যোগ্যতা: হাসপাতাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তরসহ অভিজ্ঞতাসম্পন্ন।
৬) রেজিষ্ট্রার/ সহকারী রেজিষ্ট্রার
বিষয়: মেডিসিন, সার্জারি, কার্ডিওলজি, ইএনটি, চক্ষু।
যোগ্যতা: বিএমঅ্যান্ডডিসি ও পিএসসি’র নিয়ম অনুযায়ী।
৭) সিনিয়র স্টাফ নার্স (হাসপাতাল)
যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং এবং মিউওয়াইফারী পাস। উপজাতি ও কম্পিউটার জানা প্রার্থীদের অগ্রাধিকার।
৮) সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার (হাসপাতাল)
যোগ্যতা: কমপক্ষে স্নাতক। বিবিএ/এমবিএ (মার্কেটিং) প্রার্থীদের অগ্রাধিকার। ১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
৯) ফ্রন্ট ডেস্ক অফিসার (পুরুষ/ মহিলা)
যোগ্যতা: এম.কম (হিসাব বিজ্ঞান), বিবিএ/ এমবিএ ও কম্পিউটারে দক্ষ।
আবেদন করার প্রক্রিয়াঃ
আবেদনের শেষ তারিখ: ২০/০৫/২০১৯।
If you think you are right person for above post, Please apply in confidence with full C.V, and attached all Educational & Experience certificate with 2 copy of recent passport size color photograph to The Director, Shahabuddin Medical College & Hospital, House No-12, Road No-113/A, Gulshan-2, Dhaka - 1212.
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)


