আজ, রবিবার, ৩০শে জুন, ২০১৯ ইং | ১৬ই আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ

sarkariniyog.com

সাহাবউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে “সিনিয়র স্টাফ নার্স” সহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি | Job Circular At Shahabuddin Medical College & Hospital http://www.shahabuddinmedical.org/

মে ৮, ২০১৯, ১:৪৬ অপরাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


চাকরির বর্ণনাঃ

রাজধানীর গুলশানে অবস্থিত বেসরকারি সাহাবউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে শিক্ষক, পরিচালকসহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পদ সমুহঃ

১) অধ্যাপক
বিষয়: সার্জারি, এনাটমি, প্যাথলজি, ফরেসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, ফার্মাকোলজি।
যোগ্যতা: বিএমঅ্যান্ডডিসি ও পিএসসি’র নিয়ম অনুযায়ী।

২) সহযোগী অধ্যাপক
বিষয়: নিউরোসার্জারি, নেফ্রলজি, প্যাথলজি

৩) সহকারী অধ্যাপক
বিষয়: সার্জারি, প্যাথলজি, নেফ্রলজি

৪) উপ-পরিচালক (হাসপাতাল)
যোগ্যতা: হাসপাতাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তরসহ অভিজ্ঞতাসম্পন্ন।

৫) সহকারী পরিচালক (হাসপাতাল)
যোগ্যতা: হাসপাতাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তরসহ অভিজ্ঞতাসম্পন্ন।

৬) রেজিষ্ট্রার/ সহকারী রেজিষ্ট্রার
বিষয়: মেডিসিন, সার্জারি, কার্ডিওলজি, ইএনটি, চক্ষু।
যোগ্যতা: বিএমঅ্যান্ডডিসি ও পিএসসি’র নিয়ম অনুযায়ী।

৭) সিনিয়র স্টাফ নার্স (হাসপাতাল)
যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং এবং মিউওয়াইফারী পাস। উপজাতি ও কম্পিউটার জানা প্রার্থীদের অগ্রাধিকার।

৮) সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার (হাসপাতাল)
যোগ্যতা: কমপক্ষে স্নাতক। বিবিএ/এমবিএ (মার্কেটিং) প্রার্থীদের অগ্রাধিকার। ১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

৯) ফ্রন্ট ডেস্ক অফিসার (পুরুষ/ মহিলা)
যোগ্যতা: এম.কম (হিসাব বিজ্ঞান), বিবিএ/ এমবিএ ও কম্পিউটারে দক্ষ।

আবেদন করার প্রক্রিয়াঃ

আবেদনের শেষ তারিখ: ২০/০৫/২০১৯।

If you think you are right person for above post, Please apply in confidence with full C.V, and attached all Educational & Experience certificate with 2 copy of recent passport size color photograph to The Director, Shahabuddin Medical College & Hospital, House No-12, Road No-113/A, Gulshan-2, Dhaka - 1212.

বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen