আজ, মঙ্গলবার, ১৮ই জুন, ২০১৯ ইং | ৪ঠা আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ

sarkariniyog.com

ইউনাইটেড হাসপাতাল লিমিটেড, ঢাকা এ “স্টাফ নার্স” নিয়োগ বিজ্ঞপ্তি | Job circular at United Hospital Limited

জুন ১৭, ২০১৯, ৯:৫১ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


চাকরির বর্ণনাঃ

ইউনাইটেড হাসপাতাল লিমিটেড, ঢাকা এ “স্টাফ নার্স” নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছে।

পদ সমুহঃ

পদঃ “স্টাফ নার্স”

খালি পদঃ ২০

শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা / বি.এসসি (নার্সিং) কোন স্বীকৃত কলেজ / প্রতিষ্ঠান থেকে সম্পন্ন

অভিজ্ঞতাঃ সর্বনিম্ন ৫ বছর

চাকরির দায়িত্বসমূহ

  • আমাদের হাসপাতালের জটিল এলাকার নার্সিং যেমন আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, জেনারেল আইসিইউ, কার্ডিয়াক ওটি এবং ইআর (জরুরী কক্ষ) ।
  • আবেগী, মনোবিজ্ঞানিক ও রুগীকে আদ্ধত্বিক সহায়তা, বন্ধু ও পরিবারকে আদ্ধত্বিক সহায়তা প্রদান করে একটি সহানুভুতিশীল পরিবেশ নিশ্চিত করা।
  • থেরাপিউটিক স্টান্ডার্ড এর সাথে থেকে যত্নের মান নিশ্চিত করা, পেশেন্ট কেয়ার গোল ও স্টান্ডার্ড এর বিপরীতে হেল্থ আউটকাম পরিমাপ করা, প্রয়োজনীয় সমন্বয়ের সুপারিশ করা, হাসপাতাল বা নার্সিং বিভাগের নিয়মনীতি পর্যবেক্ষন ও স্টেটবোর্ড অব নার্সিং এর নির্ধারিত সেবার মান, স্টেট নার্স প্র্যাকটিস এ্যাক্ট ও অন্যান্য গভার্নিং এজেন্সির নিয়মকানুন নিশ্চিত করা।
  • মাল্টি ডিসিপ্লিনারি দল কৌশল ব্যবহার করে রুগীর সমস্যার ও প্রয়োজন সমাধান করা।
  • নীতিমালার, নিয়ম ও কানুন এর সম্মতি রেখে নিরাপদ ও পরিষ্কার পরিবেশ রক্ষা করা, হেল্থ কেয়ার সহায়তা প্রদানকারী ব্যাক্তিদের থেকে সেবার জন্য সহায়তা চাওয়া।
  • ডকুমেন্টিং ও যোগাযোগ কাজ করার মাধ্যমে, ইরিগুলারিটি ও কনটিনিউইং নিড এর মাধ্যমে নার্সিং দলের কনটিনুইটি রক্ষা করা।
  • রুগীর গোপনীয়তা রক্ষা করা এবং তথ্য গোপন রাখার মাধ্যমে কাজের রক্ষা করা।

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ

  • উভয় পুরুষ এবং নারীরা আবেদন করতে পারবেন
  • কোন স্বনামধন্য হাসপাতাল এর নার্সিং বিভাগের জটিল এলাকার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
  • প্রার্থীকে মাইক্রোসফট অফিস ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
  • ইংরেজী ও বাংলায় উত্তম দখল থাকতে হবে।
  • অবশ্যই উদ্দমী, সক্রিয়, উৎসর্গ, নিয়মিত ও কঠোর পরিশ্রমি হতে হবে।
  • উত্তম ব্যাক্তিগত যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

কর্মস্থলঃ ঢাকা

বেতনঃ আলোচনা সাপেক্ষ.

কোম্পানীর সুযোগ সুবিধাদিঃ কোম্পানির নীতি অনুসারে

আবেদন করার প্রক্রিয়াঃ

আবেদনের শেষ তারিখ: জুন ৩০, ২০১৯
অনুগ্রহপূর্বক কাজের বিবরনী আগে পড়ে নিন। আপনি যদি আত্মবিশ্বাসী হন এবং আপনি যদি নিজেকে সঠিক ব্যাক্তি মনে করেন আমাদের প্রফেশনালদের একটি অংশ হতে চান, ধৈর্যশীল ও কমিটেড দলের অংশ হতে চান, তাহলে পূর্নাঙ্গ জীবনবৃত্তান্ত প্রদানের মাধ্যমে আপনার আগ্রহের প্রকাশ করুন, সাথে দিতে হবে সাম্প্রতিক ছবি, কাভার লেটার জুন ৩০, ২০১৯ এর পূর্বে প্রেরন করুন বরাবর মানব সম্পদ প্রধান, ইউনাইটেড হাসপাতাল লিমিটেড, প্লট ১৫, রোড ৭১, গুলশান ঢাকা ১২১২ ।

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen