ইউনাইটেড হাসপাতাল লিমিটেড, ঢাকা এ “স্টাফ নার্স” নিয়োগ বিজ্ঞপ্তি | Job circular at United Hospital Limited
চাকরির বর্ণনাঃ
ইউনাইটেড হাসপাতাল লিমিটেড, ঢাকা এ “স্টাফ নার্স” নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছে।
পদ সমুহঃ
পদঃ “স্টাফ নার্স”
খালি পদঃ ২০
শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা / বি.এসসি (নার্সিং) কোন স্বীকৃত কলেজ / প্রতিষ্ঠান থেকে সম্পন্ন
অভিজ্ঞতাঃ সর্বনিম্ন ৫ বছর
চাকরির দায়িত্বসমূহ
- আমাদের হাসপাতালের জটিল এলাকার নার্সিং যেমন আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, জেনারেল আইসিইউ, কার্ডিয়াক ওটি এবং ইআর (জরুরী কক্ষ) ।
- আবেগী, মনোবিজ্ঞানিক ও রুগীকে আদ্ধত্বিক সহায়তা, বন্ধু ও পরিবারকে আদ্ধত্বিক সহায়তা প্রদান করে একটি সহানুভুতিশীল পরিবেশ নিশ্চিত করা।
- থেরাপিউটিক স্টান্ডার্ড এর সাথে থেকে যত্নের মান নিশ্চিত করা, পেশেন্ট কেয়ার গোল ও স্টান্ডার্ড এর বিপরীতে হেল্থ আউটকাম পরিমাপ করা, প্রয়োজনীয় সমন্বয়ের সুপারিশ করা, হাসপাতাল বা নার্সিং বিভাগের নিয়মনীতি পর্যবেক্ষন ও স্টেটবোর্ড অব নার্সিং এর নির্ধারিত সেবার মান, স্টেট নার্স প্র্যাকটিস এ্যাক্ট ও অন্যান্য গভার্নিং এজেন্সির নিয়মকানুন নিশ্চিত করা।
- মাল্টি ডিসিপ্লিনারি দল কৌশল ব্যবহার করে রুগীর সমস্যার ও প্রয়োজন সমাধান করা।
- নীতিমালার, নিয়ম ও কানুন এর সম্মতি রেখে নিরাপদ ও পরিষ্কার পরিবেশ রক্ষা করা, হেল্থ কেয়ার সহায়তা প্রদানকারী ব্যাক্তিদের থেকে সেবার জন্য সহায়তা চাওয়া।
- ডকুমেন্টিং ও যোগাযোগ কাজ করার মাধ্যমে, ইরিগুলারিটি ও কনটিনিউইং নিড এর মাধ্যমে নার্সিং দলের কনটিনুইটি রক্ষা করা।
- রুগীর গোপনীয়তা রক্ষা করা এবং তথ্য গোপন রাখার মাধ্যমে কাজের রক্ষা করা।
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
- উভয় পুরুষ এবং নারীরা আবেদন করতে পারবেন
- কোন স্বনামধন্য হাসপাতাল এর নার্সিং বিভাগের জটিল এলাকার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
- প্রার্থীকে মাইক্রোসফট অফিস ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
- ইংরেজী ও বাংলায় উত্তম দখল থাকতে হবে।
- অবশ্যই উদ্দমী, সক্রিয়, উৎসর্গ, নিয়মিত ও কঠোর পরিশ্রমি হতে হবে।
- উত্তম ব্যাক্তিগত যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
কর্মস্থলঃ ঢাকা
বেতনঃ আলোচনা সাপেক্ষ.
কোম্পানীর সুযোগ সুবিধাদিঃ কোম্পানির নীতি অনুসারে
আবেদন করার প্রক্রিয়াঃ



