আজ, বৃহস্পতিবার, ১৮ই জুলাই, ২০১৯ ইং | ৩রা শ্রাবণ, ১৪২৬ বঙ্গাব্দ

sarkariniyog.com

ওয়াই কে কে বাংলাদেশ এ “নার্স” পদে নিয়োগ বিজ্ঞপ্তি | Job circular at YKK Bangladesh Pte Ltd

জুন ২৭, ২০১৯, ১২:০৮ অপরাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


চাকরির বর্ণনাঃ

ওয়াই কে কে বাংলাদেশ এ “নার্স (কারখানা ভিত্তিক - সাভার)” পদে নিয়োগ বিজ্ঞপ্তি। “নার্স (কারখানা ভিত্তিক - সাভার)” এর জন্য উল্লেখিত পদে দক্ষ ও অভিজ্ঞ কর্মী আবশ্যক।

পদ সমুহঃ

পদের নাম: “নার্স (কারখানা ভিত্তিক - সাভার)”

পদ সংখ্যা: ০১ টি

যোগ্যতা: নার্সিং সাইন্স ও মিডওয়াইফারিতে ডিপ্লোমা। বিএনসি এর অধীনে নিবন্ধিত হতে হবে।

কর্মস্থল: কারখানা ভিত্তিক - সাভার

চাকরির দায়িত্বসমূহ

  • রোগীর স্যাম্পল, পালস, টেম্পারেচার ও ব্লাড প্রেশার নেয়া।
  • রেকর্ড লেখা।
  • রোগীদের আবেগময় সহায়তা প্রদান করা।
  • নিরাপদ ও পরিচ্ছন্ন কাজের পরিবেশ বজায় রাখা।
  • স্বাস্থ্য রক্ষা ও রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা প্রদান করা।
  • নিরাপদ কাজের অভ্যাস অনুশীলন করা এবং অন্যান্যদের তা করতে উৎসাহিত করা।

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ

  • উভয় পুরুষ এবং নারীরা আবেদন করতে পারবেন
  • চমৎকার যোগাযোগ দক্ষতা
  • ইংরেজি ভাষা দক্ষতা
  • শিফটিং ডিউটি করতে হবে।

কোম্পানীর সুযোগ সুবিধাদি

  • Provident fund, Insurance, Gratuity, Over time allowance
  • লাঞ্চ সুবিধা: সম্পূর্ণ ভর্তুকি
  • বেতন পর্যালোচনা: বার্ষিক
  • উৎসব ভাতা: ২টি ( বার্ষিক )
  • পরিবহন কোম্পানী দ্বারা সরবরাহ করা হবে।
  • মোট বেতনের দুটি উত্স বোনাস।
  • কর্মক্ষমতার উপর ভিত্তি করে বার্ষিক বৃদ্ধি।
  • কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড।
  • গ্র্যাচুইটি।
  • খাদ্য কোম্পানী দ্বারা সরবরাহ করা হবে।
  • অর্জিত ছুটি নগদীকরণ।
  • সরকার ও ওয়াইকেকে ক্যালেন্ডার অনুসারে সাপ্তাহিক ছুটির দিন এবং বন্ধের দিন

আবেদন করার প্রক্রিয়াঃ

আবেদনপত্র ও খামের উপর প্রার্থীত পদ ও কর্মস্থলের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। মেরী স্টোপস বাংলাদেশ এ কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

মেরী স্টোপস বাংলাদেশ কর্মক্ষেত্রে সুষ্ঠু ও সহায়ক কর্ম পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। N:B: যে কোন ধরনের তদ্বির প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে।

আবেদনের শেষ তারিখ: জুলাই ৩, ২০১৯

কোম্পানির তথ্যাবলী

YKK Bangladesh Pte Ltd.ঠিকানা: বে’স এজওয়াটার, ৫ম তলা, ১২ নর্থ এভিনিউ, গুলশান - ২, ঢাকা - ১২১২ব্যবসা: World Famous Japan based Zipper Manufacturing Company

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen