আজ, বৃহস্পতিবার, ২৭শে জুন, ২০১৯ ইং | ১৩ই আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ

sarkariniyog.com

ইয়াংওয়ান গার্মেন্টস এ “নার্স/প্যারামেডিক” পদে নিয়োগ বিজ্ঞপ্তি | Job circular at Youngone

জুন ২৭, ২০১৯, ১২:১৭ অপরাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


চাকরির বর্ণনাঃ

ইয়াংওয়ান গার্মেন্টস এ “নার্স/ প্যারামেডিক” পদে নিয়গের এর জন্য উল্লেখিত পদে দক্ষ ও অভিজ্ঞ কর্মী আবশ্যক।

পদ সমুহঃ

পদের নাম: “নার্স/ প্যারামেডিক”

পদ সংখ্যা: নির্দিষ্ট নয়

যোগ্যতা: বাংলাদেশ নার্সিং কাউন্সিল হতে ডিপ্লোমা সম্পন্ন নার্সিং এন্ড মিডওয়াইফরি সম্পন্ন

কর্মস্থল: ঢাকা (সাভার)

চাকরির দায়িত্বসমূহ

  • মেডিকেল সেন্টারে রোগীদের ভর্তি ও রোগীদের ফলো আপ করা।
  • ফার্স্ট এইড বক্স এবং ইহার রক্ষণাবেক্ষনের জন্য পর্যায়ভিত্তিক পরিদর্শন করা।
  • বিভিন্ন হাসপাতালে কনসাল্টেনশনের জন্য রোগীদের সহায়তা করা।
  • রোগী ও মেডিসিনের মেডিকেল রেকর্ডসমূহের নথিপত্রকরন করা

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ

  • উভয় পুরুষ এবং নারীরা আবেদন করতে পারবেন
  • চমৎকার যোগাযোগ দক্ষতা
  • ইংরেজি ভাষা দক্ষতা

কোম্পানীর সুযোগ সুবিধাদি

  • Provident fund, Insurance, Gratuity, Over time allowance
  • লাঞ্চ সুবিধা: অর্ধেক ভর্তুকি
  • বেতন পর্যালোচনা: বার্ষিক
  • উৎসব ভাতা: ২টি ( বার্ষিক )
  • নির্দিষ্ট যাতায়াত পথে যানবাহন সুবিধা।

আবেদন করার প্রক্রিয়াঃ

আবেদনপত্র ও খামের উপর প্রার্থীত পদ ও কর্মস্থলের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। N:B: যে কোন ধরনের তদ্বির প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে।

আবেদনের শেষ তারিখ: জুলাই ২৫, ২০১৯

কোম্পানির তথ্যাবলী

ইয়াংওয়ানঠিকানা: ঢাকা ও চট্টগ্রাম ইপিজেড এ এন্টারপ্রাইজ এবং এককভাবে পরিচালিত একমাত্র বেসরকারী ইপিজেড এর মালিক।ওয়েব: www.youngone.co.kr

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen