Join Bangladesh Air Forces, Join Bangladesh Air Forces BD, Bangladesh Air Force Job Circular 2025
Bangladesh air force job circular has been published today by
www.baf.mil.bd . New job circular published in BAF (Bangladesh Air Forces). Bangladesh air force is on of biggest military forces in BD. You can find latest job news update from
https://bangladeshwiki.com/. Stay with us to get all types of job news in BD. Please see below article here you get latest Bangladesh air force job circular.
বাংলাদেশ বিমানবাহিনীতে এমওডিসি (এয়ার) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এমওডিসি (জিডি) ও এমওডিসি (ক্লার্ক) ট্রেডে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে। ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর তারিখে বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। চোখের ক্ষমতা ৬/৬ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে। বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়। ওজন হতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী। অবিবাহিত হতে হবে।
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশের পর ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী নিবন্ধন করে আবেদন ফি বাবদ ১৫০ টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দিলে নিবন্ধন করা মুঠোফোনে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৩০/০৪/২০২৫ ইং থেকে ১০/০৪/২০২৫ ইং
আবেদনের শেষ তারিখ : ০১/১১/২০২৪ ইং থেকে ০৫/০৪/২০২৫ ইং

বাংলাদেশ বিমান বাহিনীতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি) নিয়োগের নিমিত্তে প্রচলিত বিধি মোতাবেক নিম্নবর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী পুরুষ নাগরিকদের (বিবাহিত/অবিবাহিত) নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ
পদের নাম, বেতন ও সর্বোচ্চ বয়সসীমা: মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি)
বেতনঃ সর্বসাকুল্যে মাসিক প্রদেয় বেতন ২২,৫০০/= (বাইশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
বয়সঃ প্রার্থীর বয়স আবেদনপত্র জমাদানের শেষ তারিখে সর্বনিম্ন ২১ ও সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। (বয়স নির্ধারণের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদপত্র প্রযোজ্য হবে এবং বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না)।
পদের সংখ্যা: ১৭ টি
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
ক। কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম এসএসসি ও সমমান পরীক্ষায় উর্ত্তীণ হতে হবে।
খ। প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
গ। বিআরটিএ কর্তৃক বৈধ পেশাদার (হালকা/ভারী) ড্রাইভিং লাইসেন্সধারী। ভারী ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ঘ। ন্যূনতম ০৩ (তিন) বছরের গাড়ী চালানোর বাস্তব অভিজ্ঞতা।
ঙ। কোন ওয়ার্কশপে টেকনিক্যাল কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
শর্তাবলীঃ
১। আগ্রহী প্রার্থীদের দরখাস্ত স্বহস্তে পূরণ করে ডাকযোগে ১৩ এপ্রিল ২০২৫ তারিখ ১৪.৩০ ঘটিকার মধ্যে অধিনায়ক, বিমান বাহিনী রেকর্ড অফিস, টার্মিনাল ভবন, পুরাতন বিমান বন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫ ঠিকানায় পৌঁছাতে হবে। হাতে হাতে আবেদনপত্র জমা গ্রহণযোগ্য নয়।
২। প্রার্থীদেরকে আবেদনপত্রের সাথে “বিমান বাহিনী কেন্দ্রীয় বেসরকারী তহবিল” এর অনুকূলে ২০০ (দুইশত) টাকা মূল্যের অফেরত যোগ্য ব্যাংক ড্রাফট /পে-অর্ডার সংযুক্ত করতে হবে (পোস্টাল অর্ডার গ্রহণ যোগ্য হবে না)। ব্যাংক ড্রাফট /পে-অর্ডার অবশ্যই ঢাকাস্থ মহাখালী/ফার্মগেইট/কাওরানবাজার/ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার অগ্রণী/সোনালী/জনতা ব্যাংকে পরিশোধ যোগ্য হতে হবে। বর্ণিত এলাকা সমূহ ব্যতীত অন্য কোন এলাকায় পরিশোধযোগ্য ব্যাংক ড্রাফট /পে-অর্ডার গ্রহণযোগ্য হবে না। ব্যাংক ড্রাফট /পে-অর্ডার ব্যতীত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৩। সাদা ব্যাকগ্রাউন্ডে সদ্যতোলা পাসপোর্ট সাইজের ৪ (চার) কপি সত্যায়িত রঙ্গিন ছবি সংযুক্ত করতে হবে।
8। সকল পরীক্ষা পাসের সার্টিফিকেট, মার্কশীট এবং প্রশংসাপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।
৫। ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।
৬। অভিজ্ঞতা সনদপত্রের (যদি থাকে) সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।
৭। রেজিস্টার্ড ডাকযোগে প্রবেশপত্র পাঠানোর জন্য ১০ টাকার ডাকটিকিট সম্বলিত প্রার্থীর ঠিকানা ও মোবাইল নম্বরসহ ৪”X৮” সাইজের খাম সংযুক্ত করতে হবে।
৮। নাগরিকত্বের স্বপক্ষে জাতীয় পরিচয়পত্র/জাতীয়তা সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
৯। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে।
১০। খামের উপর প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করতে হবে।
১১। লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য কোন প্রকার ভ্রমন/দৈনিক ভাতা প্রদান করা হবে না।
১২। জমাকৃত আবেদনপত্র এবং অন্যান্য কাগজপত্র ফেরৎ দেওয়া হবে না।
১৩। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। আবেদনপত্রের উপর কোন ধরনের সুপারিশ অযোগ্যতা হিসাবে গণ্য হবে।
১৪। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, ভুল তথ্য সম্বলিত অথবা বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সমূহ বাতিল হিসেবে গণ্য হবে। আবেদনপত্র গ্রহণ অথবা বাতিল করার ক্ষেত্রে কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।
১৫। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ এসএমএস/পত্রমারফত এবং অত্র অফিসের ওয়েবসাইটের (www.baf.mil.bd) মাধ্যমে জানানো হবে।
১৬। কর্তৃপক্ষ উল্লেখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন।
Join Bangladesh Air Force as Officer Cadet DE 2025B & SPSSC 2025B Course Click Here For PDF DOWNLOAD
- অফিসার ক্যাডেট, এটিসি DE
- অফিসার ক্যাডেট, ইঞ্জিনিয়ারিং DE
- অফিসার ক্যাডেট, এডিডব্লউসি DE
- অফিসার ক্যাডেট, ফিন্যান্স শাখা DE
- অফিসার ক্যাডেট, মিটিওরলজি শাখা DE
- অফিসার ক্যাডেট, শিক্ষা (পদার্থ) SPSSC
- অফিসার ক্যাডেট, শিক্ষা (গণিত) SPSSC
- অফিসার ক্যাডেট, শিক্ষা (সাইকোলজি) SPSSC
- অফিসার ক্যাডেট (৯২ বিএএফএ কোর্স)
- অফিসার ক্যাডেট (৯২ বিএএফএ কোর্স)
- অফিসার ক্যাডেট (৯২ বিএএফএ কোর্স)
আবেদনের শেষ তারিখ : ০১/০২/২০২৫ ইং থেকে ০৯/০৩/২০২৫ ইং
আবেদনের শেষ তারিখ : ০১/০৫/২০২৪ ইং থেকে ২৮/০৯/২০২৪ ইং
Join Bangladesh Air Force as Officer Cadet DE 2025A
আবেদনের শেষ তারিখ : ২০-০৮-২০২৪ ইং থেকে ১৭-০৯-২০২৪ ইং
Exam Schedule of 91 BAFA Course
আবেদনের শেষ তারিখ : ১০/০৩/২০২২ ইং থেকে ২৪/০৪/২০২২ ইং
আবেদনের শেষ তারিখ : ২৭/০২/২০২২ ইং
Join Bangladesh Air Force as Officer Cadet 85 BAFA
Join Bangladesh Air Force as Officer DE 2021 Course
Join Bangladesh Air Force as Officer SPSSC 2021 Course
বাংলাদেশ বিমানবাহিনী ৮৪ বিএএফএ কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন বিস্তারিত-
জিডি (পি), জিডি (এন), ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, এডমিন ব্রাঞ্চে আবেদনের জন্য নির্ধারিত জিপিএসহ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২৬ ডিসেম্বর ২০২০ তারিখে বয়স হতে হবে ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছরের মধ্যে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি, মহিলা প্রার্থীদের জিডি(পি) কমপক্ষে ৬৪ ইঞ্চি, অন্যান্যদের ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি হতে হবে। উভয় প্রার্থীদের ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী, চোখের মাপ ৬ বাই ৬ ইঞ্চি এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
বিস্তারিত জানতে এবং আবেদন করতে বিমান বাহিনীর ওয়েবসাইট www.joinbangladeshairforce.mil.bd লগ ইন করুন।
প্রার্থীরা www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইট বা অথবা joinBAF অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : ০৮/০৩/২০২১ ইং
- বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন পদে পরুষ/মহিলা ভর্তি বিজ্ঞপ্তি
- পুলিশ সুপারের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
- বগুড়া পুলিশ সুপারের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
- জামালপুর পুলিশ সুপারের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
- কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
- ঢাকা রেঞ্জ ডিআইজি এর কার্যালয় এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- গাজীপুর পুলিশ সুপারের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
- পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল এ নিয়োগ বিজ্ঞপ্তি
- পাবনা পুলিশ সুপারের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
- ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি এর কার্যালয় এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- মুন্সিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি
Joining the Bangladesh Air Force (BAF) is a prestigious career choice for those interested in serving their country through the defense sector. The Bangladesh Air Force is one of the key branches of the Bangladesh Armed Forces and offers opportunities for both men and women to contribute to the national security of Bangladesh. Below is an overview of how you can join the Bangladesh Air Force, the types of roles available, and the requirements for enlistment.
1. Eligibility Criteria:
General Requirements:
-
Nationality: You must be a Bangladeshi citizen.
-
Age:
-
For flying branch: Typically between 16 to 22 years of age.
-
For ground branches (e.g., technical, engineering, or administrative roles): Age limits may vary depending on the role, typically 18 to 30 years.
-
Educational Qualifications:
-
For Flying Branch: A minimum of Higher Secondary Certificate (HSC) or equivalent in Science with Physics and Mathematics.
-
For Technical and Engineering Roles: A degree in engineering or related technical fields is usually required.
-
For Ground Branches: Minimum SSC or HSC depending on the role (administration, logistics, etc.).
-
Physical Fitness: Applicants must meet the physical fitness standards set by the Bangladesh Air Force, which includes a good level of health, eyesight, and overall physical fitness.
-
Marital Status: Generally, unmarried candidates are preferred.
Additional Requirements:
-
For certain technical or specialized roles, applicants may be required to have specific educational qualifications (e.g., Bachelor’s degree in engineering for technical branches).
-
Height and Weight: Specific height and weight standards need to be met.
-
Vision: Applicants must have good vision, usually no less than 6/6 in each eye for flying candidates. Corrective surgery may be permitted in some cases.
2. Types of Roles in the Bangladesh Air Force:
-
Flying Branch:
-
Pilot: Operates different types of aircraft, including fighter jets and transport planes.
-
Air Traffic Controller: Manages the safe and efficient movement of aircraft in the airspace and at airports.
-
Flying Officer: Involves flying missions and operational duties.
-
Technical Branch:
-
Aeronautical Engineering: Includes aircraft maintenance, repair, and engineering.
-
Mechanical/Avionics Engineering: Specialized roles in the mechanical and electrical systems of aircraft.
-
Ground Branch:
-
Logistics: Involves managing supply chains, equipment, and logistics operations.
-
Administration: Includes roles in human resources, office management, and coordination.
-
Meteorology: Collects and analyzes weather data crucial for flight safety and operational readiness.
-
Education Branch:
3. How to Apply:
-
Online Application: The Bangladesh Air Force typically announces recruitment through advertisements in national newspapers and on the official website. Interested candidates must fill out an online application form during the recruitment period.
-
Bangladesh Air Force Website: Keep an eye on the official BAF website (https://www.baf.mil.bd) for details on the recruitment process, notifications, and application guidelines.
-
Bangladesh Air Force Academy: The primary training institution for new recruits is the Bangladesh Air Force Academy in Chittagong (or other designated training centers). If you are selected, you will undergo rigorous military training, which includes physical fitness, military tactics, and specialized technical training for your specific branch.
4. Selection Process:
-
Written Test: The selection process typically begins with a written exam that assesses your general knowledge, mathematics, English proficiency, and subject-specific knowledge (e.g., physics, engineering, etc.).
-
Physical Fitness Test: Following the written test, candidates undergo a physical fitness test, which typically includes running, push-ups, and other exercises to ensure candidates meet the physical standards.
-
Medical Examination: Candidates must pass a medical examination to ensure they are physically fit and healthy to join the armed forces.
-
Interview and Group Discussions: Shortlisted candidates are called for an interview and group discussions, where they will be assessed on their personality, leadership qualities, and decision-making skills.
-
Final Selection: After successfully completing all the stages, the candidates are selected based on their performance.
5. Training:
-
Once selected, candidates will undergo a basic training program at the Bangladesh Air Force Academy in Chittagong, which may last for several months. Training includes physical conditioning, military drills, aviation theory, and technical training depending on the branch selected.
-
For pilots, specialized flight training will be provided on BAF aircraft.
6. Benefits of Joining the Bangladesh Air Force:
-
Job Security: As a member of the armed forces, you will have job security and a stable career.
-
Attractive Salary: The Bangladesh Air Force offers competitive salaries, allowances, and benefits.
-
Career Growth: There are opportunities for career progression within the Air Force, with higher ranks and leadership positions available.
-
Training and Skills Development: The Air Force provides top-level training in aviation, engineering, and other technical fields, which can be beneficial for civilian career prospects as well.
-
Pension and Retirement Benefits: Members of the Air Force are eligible for pensions and other benefits after retirement.
-
Opportunities to Serve Your Country: Joining the Air Force offers the chance to serve the country and contribute to national defense and security.