আজ, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

শাহজাদপুর পৌরসভা এ নিয়োগ বিজ্ঞপ্তি | Shahjadpur Municipality job circular

নভেম্বর ২৫, ২০২১, ১০:০৬ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


এই সার্কুলারের আবেদনের সময় শেষ হয়ে গিয়েছে, নতুন চাকরির খবর গুলো দেখতে ক্লিক করুন

Shahjadpur Municipality job circular, Shahjadpur Municipality job circular BD

চাকরির বর্ণনাঃ

শাহজাদপুর পৌরসভা এ নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

পদ সমুহঃ

নিচের বিজ্ঞাপনটি দেখুন

আবেদন করার প্রক্রিয়াঃ

আবেদনের শেষ তারিখ: ১৫/১২/২০২১ ইং 

বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

Shahjadpur Municipality job circular

শাহজাদপুর উপজেলা সিরাজগঞ্জ জেলার দক্ষিণাংশে অবস্থিত। এ উপজেলার উত্তরে স্বজেলার উল্লাপাড়া ও বেলকুচী, পূর্বে স্বজেলার বেলকুচী ও চৌহালী, দক্ষিণে চৌহালী ও পাবনা জেলার বেড়া ও সাঁথিয়া এবং পশ্চিমে পাবনা জেলার সাঁথিয়া, ফরিদপুর ও স্বজেলার উল্লাপাড়া উপজেলা দ্বারা বেষ্টিত। এ উপজেলা প্রায় ২৪°০৩’ এবং ২৪°১৬’ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৩১’ এবং ৮৯°৪৬’ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। সিরাজগঞ্জ জেলা শহর থেকে শাহজাদপুর উপজেলার

দূরত্ব ৫০ কিলোমিটার। এর মোট আয়তন ৩২৫ বর্গ কিলোমিটার, তন্মধ্যে জলাশয় ও নদী প্রায় ৩৪.৫০ বর্গ কিলোমিটার।

শাহজাদপুর বাংলাদেশের একটি ঐতিহ্যবাহীউপজেলা।  বৃটিশ শাসনামলে এই উপজেলায় একটি মুনসেফ কোর্ট এবং একটি জেলখানাছিল। এটি বর্তমানে সিরাজগঞ্জ জেলার একটি বিশেষ গুরুপ্তপূর্ণ উপজেলা। কথিতআছে যে, ১২৫০ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে মধ্যপ্রচ্যের ইয়েমেনের শাহজাদাহযরত মখদুম শাহদৌলা (রহঃ) ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিন ভাগ্নে (১) খাজাকালীন দানিশমন্দ (২) খাজা নূর (৩) খাজা আনওয়ার, তাঁদের মাতা (মখদুম সাহেবেরভগ্নি), বার জন প্রশিদ্ধ দরবেশ এবং কিছু সংখ্যক সহচর নিয়ে নদী পথে জাহাজেরওনা দেন। তিনি তাঁর সহচরদের নিয়ে একসময় বর্তমান শাহজাদপুর ভূখণ্ডে এসেপৌঁছেন। তিনি এখানে ইসলাম প্রচার শুরু করলে স্থানীয় হিন্দু রাজার সাথে তাঁরযুদ্ধ বেঁধে যায় এবং তিনি সেই যুদ্ধে শহিদ হন। কিন্তু স্থানটি মুসলমানদেরদ্বারা বিজিত হয়। তাঁর মৃত্যুর পর তাঁর সহচরদের প্রচেষ্টায় এখানে ইসলামধর্ম প্রতিষ্ঠিত হয় (ড. এনামুল হক, পূর্ব পাকিস্তানের ইসলাম, পৃষ্ঠা-২৪০)।ইয়েমেনের সেই সাধক বীর শহিদ হযরত মখদুম শাহদৌলা (রহঃ) এর নাম অনুসারে এভূখণ্ডের নামকরণ হয়েছে।

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen