ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাত করলেন বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দেশের অধিনায়করা
বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠলো ইংল্যান্ড বিশ্বকাপের। উপস্থিত চার হাজার অতিথিসহ বিশ্ববাসী নাচ, গান, আতশবাজিতে মত্ত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করতে যান বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দেশের অধিনায়করা। এ সময় তারা রানির সঙ্গে সবাই ফটোসেশনে অংশ নেন।
প্রত্যেক দেশের একজন করে লিজেন্ড ক্রিকেটার ও সেলিব্রেটি উপস্থিত ছিলেন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক ট্রফি হাতে নিয়ে মঞ্চে ওঠেন।
ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে ৩০ জুন মাঠে গড়াবে এবারের টুর্নামেন্ট।



