আজ, মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

জেনে নিন ফরজ গোসলের সঠিক নিয়ম

ফেব্রুয়ারি ২৪, ২০১৯, ১১:৪৪ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


ফরজ গোসলের সঠিক নিয়ম না জানা থাকার কারণে মুসলিম ভাই-বোনের নামাজসহ নানা আমল কবুল হয় না। সেটা ঈমানের ক্ষেত্রে চরম ভয়ানক ব্যাপার।

 

যে সব কারণে গোসল ফরজ হয়:

(১) স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে।

(২) নারী-পুরুষ মিলনে (সহবাসে বীর্যপাত হোক আর নাই হোক)।

(৩) মেয়েদের হায়েয-নিফাস শেষ হলে।

(৪) ইসলাম গ্রহণ করলে (নব-মুসলিম হলে)।

 

ফরজ গোসলের ফরজ সমূহ হলো-

গোসলের ফরজ মোট তিনটি। এই তিনটির কোনো একটি বাদ পরলে ফরজ গোসল আদায় হবে না। তাই ফরজ গোসলের সময় এই তিনটি কাজ খুব সর্তকতার সাথে আদায় করা উচিত।

(১) গড়গড়া কুলি করা।

(২) নাকে পানি দেওয়া।

(৩) এরপর সারা দেহে পানি ঢালা ও ভালোভাবে গোসল করা।

 

জানা যাক ফরজ গোসলের সঠিক নিয়ম:

(১) গোসলের জন্য মনে মনে নিয়ত করতে হবে।

(২) প্রথমে দুই হাত কব্জি পর্যন্ত ৩ বার ধুতে হবে।

(৩) এরপর ডানহাতে পানি নিয়ে বামহাত দিয়ে লজ্জাস্থান এবং তার আশপাশ ভালো করে ধুতে হবে। শরীরের অন্য কোনো জায়গায় বীর্য বা নাপাকি লেগে থাকলে সেটাও ধুতে হবে।

(৪) এবার বামহাতকে ভালো করে ধুইয়ে ফেলতে হবে।

(৫) এবার ওজুর নিয়মের মত করে ওজু করতে হবে তবে দুই পা ধোয়া যাবে না।

(৬) ওজু শেষে মাথায় তিনবার পানি ঢালতে হবে।

(৭) এবার সমস্ত শরীর ধোয়ার জন্য প্রথমে ৩ বার ডানে তারপরে ৩ বার বামে পানি ঢেলে ভালোভাবে ধুতে হবে, যেন শরীরের কোনো অংশই বা কোনো লোমও শুকনো না থাকে। নাভি, বগল ও অন্যান্য কুঁচকানো জায়গায় পানি দিয়ে ধুতে হবে।

(৮) সবার শেষে একটু অন্য জায়গায় সরে গিয়ে দুই পা ৩ বার ভালোভাবে ধুতে হবে।

 

মনে রাখা জরুরি:

(১) পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে।

(২) এই নিয়মে গোসলের পর নতুন করে আর ওজুর দরকার নাই, যদি ওজু না ভাঙ্গে।

মহান রাব্বুল আলামীন আল্লাহ তায়ালা আমাদের সঠিকভাবে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ মেনে চলার তাওফিক দান করুন।

আল্লাহুম্মা আমিন।

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen