প্রশ্নফাঁস রোধে কড়া নজরদারি রাখতে বললেন শিক্ষামন্ত্রী
আজ শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় পরীক্ষা। এতে অংশ নিচ্ছে ১৩ লাখ ৫১ হাজার ৩০৯ জন পরীক্ষার্থী।
নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য এবারই প্রথম রাখা হয়েছে আলাদা কক্ষ। শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশ দেয়া হয় পরীক্ষার্থীদের। ১১ মে শেষ হবে লিখিত পরীক্ষা ।
শিক্ষা মন্ত্রণালয় প্রশ্নফাঁস ঠেকাতে ৬ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে। এবার প্রশ্নফাঁসহীন ও নকলমুক্ত পরীক্ষার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র সকালে পরিদর্শনে যান তিনি। এসময় প্রশ্নফাঁসের গুজব রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি রাখা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
