আজ, শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

Gono Unnayan Somobay Hospital And Diagnostic Center Job Circular

এপ্রিল ৮, ২০২৫, ৩:০০ অপরাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Gono Unnayan Somobay Hospital , Gono Unnayan Somobay Hospital And Diagnostic Center Job Circular

চাকরির বর্ণনাঃ

মাদারীপুর জেলাধীন শিবচর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কেন্দ্রিয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত, সার্বক্ষনিক ২টি লিফট, নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সার্ভিস, কম্পিউটারাইজড ডিজিটাল ল্যাব, দন্ত বিভাগ, ফিজিওথেরাপি বিভাগ এবং আন্তর্জাতিকমানের অত্যাধুনিক মেশিন ও যন্ত্রপাতি সম্বলিত রোগ নির্ণয় কেন্দ্র এবং চলমান- “গণ-উন্নয়ন সমবায় হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার” এ জরুরী ভিত্তিতে নিম্নে লিখিত পদে কিছু সংখ্যক মহিলা নিয়োগ দেওয়া হবে।

গণ-উন্নয়ন সমবায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এ “নার্স” সহ বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

পদ সমুহঃ স্টাফ নার্স

যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন নাসিং ও মিডওয়াইফারী সার্টিফিকেট থাকতে হবে।

ও.টি নার্সিং পেশায় কমপক্ষে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সর্বসাকুল্য বেতন ভাতা: ২০০০০/- থেকে ২৫০০০/

আবেদন করার প্রক্রিয়াঃ

০১। প্রার্থীকে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্রাদি জমা দিতে হবে:-

ক) প্রার্থীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ।

খ) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

গ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙ্গিন ছবি (প্রথম শ্রেণীর কর্মকর্তার দ্বারা সত্যায়িত) ।

ঘ) সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি (প্রথম শ্রেণীর কর্মকর্তার দ্বারা সত্যায়িত)।

ঙ) টেলিফোন অথবা মোবাইল নম্বর আবেদন পত্রে লিপিবদ্ধ করতে হবে।

চ) অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন কোন কারণ দর্শানো ব্যাতিরেকে বাতিল বলে গণ্য হবে।

ছ) নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।

জ) প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

ঝ) ডিউটি সময় শিফটিং অনুযায়ী (১২ ঘন্টা), হোস্টেলে থাকার সু-ব্যবস্থা রয়েছে, অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নিয়মনুযায়ী প্রদান করা হবে।

ঞ) আবেদন সরাসরি হাসপাতালে এসে হাতে হাতে, ডাকযোগ অথবা gonounnayansomobayhospital21@gmail.com এই ই-মেইলের মাধ্যমে আগামী ২৩/০৪/২০২৫খ্রিঃ তারিখের মধ্যে চেয়ারম্যান, গণ-উন্নয়ন সমবায় হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, গন-উন্নয়ন টাওয়ার, থানা রোড, শিবচর, মাদারীপুর এর বরাবর জমা দিতে পারবেন। সাক্ষাৎকারের সময় আবেদনপত্রে প্রদানকৃত কাগজপত্র সমূহের মূল কপি সাথে আনতে হবে। সাক্ষাৎকারের সময় আগামী ২৫/০৪/২০২৫খ্রি: রোজ: শুক্রবার সকাল ১১.০০ ঘটিকা, ভবনের ৪র্থ তলা (লিফট-৩)। যোগাযোগ-০১৭১৮৮৯৫১৭৫ (হোয়াটসআপ), ব্যবস্থাপনা পরিচালক।

বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

Gono Unnayan Somobay Hospital and Diagnostic Center is a healthcare facility located in Bangladesh, providing medical services and diagnostic facilities to the community. It is a part of the Gono Unnayan Somobay Sangstha (GUSS), an organization dedicated to social development and public welfare in Bangladesh.

The hospital and diagnostic center aim to deliver high-quality healthcare services, focusing on affordability and accessibility for the general public. It provides a range of medical treatments, diagnostics, and healthcare services in various specialties. Some of the services offered include:

  1. Medical Consultation and Treatment: The hospital has doctors and specialists available in different fields, including general medicine, surgery, pediatrics, gynecology, orthopedics, and more.

  2. Diagnostic Services: The center is equipped with advanced diagnostic tools and laboratories for tests such as blood tests, radiology (X-rays, ultrasound), ECG, and other medical imaging procedures.

  3. Emergency Care: Gono Unnayan Somobay Hospital provides emergency services for urgent medical needs, including accident and trauma care.

  4. Health Awareness Programs: The hospital is involved in health education and awareness campaigns, particularly in rural and underserved areas of Bangladesh.

It plays an important role in providing medical care, especially to people who may not have easy access to private or more expensive healthcare services. The hospital’s mission focuses on serving the community with a commitment to healthcare equity.

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen