Criminal Investigation Department CID Job Circular | সি আই ডি বাংলাদেশ এ নিয়োগ বিজ্ঞপ্তি
Criminal Investigation Department CID Job Circular, Criminal Investigation Department CID
চাকরির বর্ণনাঃ
অপরাধ তদন্ত বিভাগ (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট-সি আই ডি) বাংলাদেশ এ বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
পদ সমুহঃ
নিচের বিজ্ঞপ্তিটি দেখুন।
আবেদন করার প্রক্রিয়াঃ
আবেদনের শেষ তারিখ: ২৩/১২/২০২১ ইং
Website: https://www.police.gov.bd/en/criminal_investigation_department
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
Criminal Investigation Department Overview
The Criminal Investigation Department is a specialized intelligence and investigation wing of the Bangladesh Police. It carries out investigations into crimes, including terrorism, murders and organized crime. It also gives forensic support.
Criminal Investigation Department History
অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) বাংলাদেশ পুলিশের একটি বিশেষ শাখা। এটি সন্ত্রাসবাদ, খুন, এবং সংগঠিত অপরাধের তদন্ত করে থাকে। এটি ফরেনসিক সাহায্যও দিয়ে থাকে। মালিবাগ ঢাকায় এর প্রধান কার্যালয়। এটি ডিটেকটিভ ট্রেইনিং স্কুল নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র চালায়। এই শাখার কর্মীবৃন্দ সাধারণ পোশাকে তাদের দায়িত্ব পালন করেন।
অপরাধ তদন্ত বিভাগ (সি আই ডি) বাংলাদেশ পুলিশের অন্যতম প্রাচীন ও বিশেষায়িত বিভাগ। এটি বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ সরকারের শীর্ষস্থানীয় একটি বিভাগ। আদালতের ঘটনাসমূহের তদন্ত করা এই বিভাগের প্রধান কাজ। এছাড়াও যেসব অপরাধসমূহের বিশেষ তদন্ত প্রয়োজন সেসব তদন্তের দায়িত্বও গ্রহণ করে থাকে। তদন্ত ছাড়াও তারা বাংলাদেশ সরকারের অন্যান্য অঙ্গ সংগঠনসমূহকে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ মতামত দিয়ে থাকে।
১৮৬১ সালের ৫নং ধারার পর থেকে ব্রিটিশ ভারতের পুলিশ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হয়। পুলিশের একটি গোয়েন্দা শাখা খোলার জন্য নিয়মিত বিরতিতে প্রস্তাব আসতে লাগল। ১৯০২-০৩ সালে পুলিশ কমিশনার প্রত্যেক প্রদেশের জন্য অপরাধ তদন্ত বিভাগ গড়ে তোলার জন্য সুপারিশ করে। তার সুপারিশ গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।