Tangail Residential School And College Job Circular | টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ এ নিয়োগ বিজ্ঞপ্তি
Tangail Residential School And College Job Circular, Tangail Residential School And College Job
আবুল হাশেম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাভার-আশুলিয়ার একমাত্র সম্পূর্ন ডিজিটাল ক্যাম্পাসে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিম্নলিখিত বিষয়ের প্রভাষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
প্রভাষক: বাংলা-২, ইংরেজি-৩, আইসিটি-২, গণিত-২, পদার্থবিজ্ঞান-৩, রসায়ন-২, জীববিজ্ঞান-২, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন-২, পৌরনীতি ও সুশাসন-২, যুক্তিবিদ্যা-২, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-২।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রীধারী। সকল বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি: স্থায়ী হওয়ার পর প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী মূল বেতনের ৫০% বাড়ী ভাড়া, অংশগ্রহণভিত্তিক প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, গ্রুপ বীমা, বছরে মূল বেতনের সমান দুইটি ঈদ বোনাস, পদোন্নতি ইত্যাদি সুবিধা প্রদান করা হবে।
পরীক্ষা পদ্ধতি: ১। লিখিত পরীক্ষা-৬০ (সাধারণ জ্ঞান-১৫ ও বিষয়ভিত্তিক-৪৫), ২। ডেমোনেস্ট্রেশন ও প্রাথমিক মৌখিক পরীক্ষা-৩০, ৩। চ‚ড়ান্ত মৌখিক পরীক্ষা-১০। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই শুধুমাত্র ডেমোনেস্ট্রেশন ও প্রাথমিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অফিস হতে যোগাযোগ করা হবে। ডেমোনেস্ট্রেশন ও প্রাথমিক মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই চূড়ান্ত মৌখিক পরীক্ষার জন্য অফিস হতে যোগাযোগ করা হবে। এই ক্ষেত্রে প্রার্থী নিজে কিংবা প্রার্থীর পক্ষে অন্য কেউ কোন প্রকার যোগাযোগ করলে সেটি হবে প্রার্থীর চূড়ান্ত
অযোগ্যতা।
আগ্রহী প্রার্থীগণকে আগামী ২৩/০১/২০২১ ইং তারিখ মধ্যে প্রতিদিন সকাল ০৮.০০ ঘটিকা হতে ০৩.৩০ ঘটিকা পর্যন্ত প্রতিষ্ঠানের অফিস হতে নগদ =৩০০/- (তিনশত) টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করে তার সাথে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত, ০৩ (তিন) কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রাদির ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ইউনিয়ন/পৌরসভা কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদসহ আবেদন ফরম প্রার্থী কর্তৃক স্বহস্তে পূরণ সাপেক্ষে অফিসে জমা প্রদান করার অনুরোধ করা হলো। লিখিত পরীক্ষার জন্য অফিস হতে কোন প্রকার যোগাযোগ করা হবে না।
ধূমপায়ী, পানসেবীসহ অন্যান্য নেশা জাতীয় দ্রব্যাদি গ্রহীতাদের আবেদন করার প্রয়োজন নেই।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পুরুষ এবং মহিলা সম-অধিকারে বিশ্বাস করে।
বিশেষ প্রয়োজনেঃ ০১৫৫৬৫০৪৯৫৭ (মিডিয়া সেন্টার)