আজ, বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

Armed Forces Medical College Admission Circular

ফেব্রুয়ারি ১৯, ২০২১, ১০:০১ অপরাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Armed Forces Medical College Admission Circular, Armed Forces Medical College Admission

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (২৩তম ব্যাচ) ও ৫টি আর্মি মেডিকেল কলেজের (৭ম ব্যাচ) এ ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC)-এর এএমসি ক্যাডেট (যারা বাধ্যতামূলকভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে যােগদান করবে) ও এএফএমসি ক্যাডেট ক্যাটাগরিতে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পরিচালিত বেসরকারি ০৫ (পাঁচ)টি আর্মি মেডিকেল কলেজে অভিন্ন প্রক্রিয়ায় ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তি করা হবে।

২০২০-২০২১ শিক্ষা বর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালা অনুযায়ী অনলাইনে নির্ধারিত ছকে এবং নিম্নলিখিত শর্তাধীনে এমবিবিএস কোর্সে ভর্তিচ্ছু ছাত্র/ছাত্রীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হচ্ছেঃ

০১. এএফএমসি-এর এএমসি ক্যাডেট ক্যাটাগরিঃ এসএসসি/সমমান পরীক্ষা ২০১৭/২০১৮ এবং এইচএসসি/সমমান পরীক্ষা ২০১৯/২০২০ সনে বিজ্ঞান বিভাগে পাশ করা ছাত্র/ছাত্রীদেরকে মােট জিপিএ ১০.০০ প্রাপ্ত হতে হবে।

০২. এএফএমসি-এর এএফএমসি ক্যাডেট ক্যাটাগরি ও অন্যান্য ৫টি আর্মি মেডিকেল কলেজের ক্যাডেটঃ এসএসসি/সমমান পরীক্ষা ২০১৭/২০১৮ এবং এইচএসসি/সমমান পরীক্ষা ২০১৯/২০২০ সনে বিজ্ঞান বিভাগে পাশ করা ছাত্র/ছাত্রীদের ন্যূনতম মােট জিপিএ ৯.০০ থাকতে হবে। শুধুমাত্র উপজাতীয় কোটাভুক্ত আসনের প্রার্থীর ক্ষেত্রে প্রাপ্ত জিপিএ এর যােগফল ন্যনতম ৮.০০ হতে হবে। তবে কোন অবস্থাতেই উপজাতীয় প্রার্থীর এসএসসি/সমমান অথবা এইচএসসি/সমমান পরীক্ষায় কোন একটিতে জিপিএ ৩.৫০ এর নিচে গ্রহণযােগ্য হবে না।

০৩. সকলের ক্ষেত্রে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপিএ ৩.৫০ হতে হবে।

০৪, ২০১৭ সনের পূর্বে এসএসসি/সমমান পরীক্ষায় পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবে না।

০৫. শারীরিক যােগ্যতাঃ

ক। এএফএমসি-এর এএমসি ক্যাডেট ক্যাটাগরি প্রার্থীকে অবশ্যই নিম্নলিখিত শারীরিক যােগ্যতা সম্পন্ন হতে হবেঃ
(১) উচ্চতা ন্যূনতম)ঃ পুরুষ -১.৬৩ মিঃ (৫ ফুট ৪ ইঞ্চি) মহিলা -১.৫৭ মিঃ (৫ ফুট ২ ইঞ্চি)।

(২) ওজন ন্যনতম)ঃ পুরুষ – ৪৫.৪৫ কেজি (১০০ পাউন্ড) মহিলা -৪০.৯০ কেজি (৯০ পাউন্ড)| ৯ উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযােগ্য বিবেচিত হবে

(৩) বুকের মাপ (ন্যূনতম)ঃ পুরুষ – স্বাভাবিক – ০.৭৬ মিঃ (৩০ ইঞ্চি) মহিলা – স্বাভাবিক – ০.৭১ মিঃ (২৮ ইঞ্চি) | সম্প্রসারিত – ০.৮১ মিঃ (৩২ ইঞ্চি) | সম্প্রসারিত – ০.৭৬ সেঃ মিঃ (৩০ ইঞ্চি)।

(৪) দৃষ্টি শক্তি ও প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি হলে সেক্ষেত্রে গ্রহণযােগ্য হবে না। Colour Blindness গ্রহণযােগ্য হবে না।

(৫) শ্রবণ শক্তিঃ ও গ্রহণযােগ্য সীমার মধ্যে থাকতে হবে। খ। এএফএমসি-এর এএফএমসি ক্যাডেট ক্যাটাগরি ও অন্যান্য ৫টি আর্মি মেডিকেল কলেজের ক্যাডেট এর ক্ষেত্রে মেডিকেল বাের্ড
কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় যােগ্য হতে হবে।

০৬, এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান এর জিপিএ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিম্নলিখিত ভাবে মূল্যায়ন করা হবে । এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ১৫ গুন = ৭৫ নম্বর (সর্বোচ্চ) এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ২৫ গুন = ১২৫ নম্বর (সর্বোচ্চ)। মােট ৩০০ নম্বর MCQ পদ্ধতিতে লিখিত পরীক্ষা
= ১০০ নম্বর।

০৭. লিখিত পরীক্ষা (MCQ পদ্ধতি) = ১০০ নম্বর। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন: পদার্থবিদ্যা = ৩০, রসায়নবিদ্যা = ৩০, জীববিদ্যা = ৩০, ইংরেজী = ০৫, সাধারন জ্ঞান (বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি) = ০৫ (সিলেবাস ও এইচএসসি/সমমান)।

০৮, লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে এবং লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে নূন্যতম ৪০ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন। শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

০৯, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষায় পূর্ববর্তী বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমােট (Aggregated) নম্বর থেকে ০৫ (পাঁচ) নম্বর কর্তন করে এবং পূর্ববর্তী বৎসরের সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজ/ইউনিট এ ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে ৭.৫ (সাত দশমিক পাঁচ) নম্বর কর্তন করে মেধা তালিকায় অন্তর্ভূক্ত করা হবে।

১০. অনলাইনে আবেদন পূরণ করার সময় নির্দেশাবলী (www.afmc.edu.bd) ভালাে ভাবে পড়ে বুঝে নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে। পরীক্ষা ফি-এর ১০০০/- (এক হাজার) টাকা শুধু Prepaid টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে (অফেরতযােগ্য)।

১১. অনলাইনে আবেদন শুরুর তারিখ : ২৩-০২-২০২১ খ্রি:, মঙ্গলবার (সকাল ১০০০ ঘটিকা)

১২. অনলাইনে আবেদনের শেষ তারিখ : ১২-০৩-২০২১ খ্রি:,শুক্রবার (১৬০০ ঘটিকা)।

১৩. অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ :১৪-০৩-২০২১ খ্রি:, রবিবার (১৬০০ ঘটিকা)।

১৪. প্রবেশপত্র বিতরণ (ডাউনলােড) : ০১-০৪-২০২১ খ্রি:, বৃহস্পতিবার হতে ০৮-০৪-২০২১ খ্রি:, বৃহস্পতিবার পর্যন্ত।

১৫. ভর্তি পরীক্ষার তারিখ : ০৯-০৪-২০২১ খ্রি: (শুক্রবার, সকাল ১০০০ ঘটিকা হতে ১১০০ ঘটিকা পর্যন্ত)।

১৬. ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী (Prospectus, FAQ & Admission Advertisement) http://afmc.teletalk.com.bd ও অত্র কলেজের ওয়েব ঠিকানায় (www.afmc.edu.bd) পাওয়া যাবে। ভর্তি সংক্রান্ত জরুরি প্রয়ােজনে afmc.amc.admission@gmail.com ঠিকানায় ই-মেইল এবং ০১৮৮১৭৭৬৭৭৬ মােবাইল নম্বরে অফিস চলাকালীন যােগাযােগ করা যাবে।

১৭. বিদেশি শিক্ষায় (O-Level/A-Level) পাস করা বাংলাদেশি নাগরিক প্রার্থীগণকে Director, Medical Education, DGHS হতে নিয়মানুযায়ী Equivalence Certificate ও Code সংগ্রহ করতে হবে।

১৮. আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ এবং চূড়ান্তকরণ কম্পিউটারের মাধ্যমে করা হবে।

১৯. নির্বাচিত প্রার্থীদের দেয়া তথ্য অসম্পূর্ণ অথবা ভুল প্রমাণিত হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।

২০. ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটি” এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

 

Armed Forces Medical College Admission Circular

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen