আজ, বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

Ibrahim Cardiac Hospital And Research Institute Admission Circular

মার্চ ২৭, ২০২১, ১০:২৩ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Ibrahim Cardiac Hospital And Research Institute Admission Circular, Ibrahim Cardiac Hospital And Research Institute Admission Circular 2021

ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট (ইব্রাহিম কার্ডিয়াক) কর্তৃক পরিচালিত ০১ (এক) বছর মেয়াদী পােষ্ট বেসিক স্পেশালাইজেশন কোর্স Diploma in Cardiac Nursing-এ (২০২১-২০২২ সেশনে) ভর্তির জন্য উপযুক্ত যােগ্যতা সম্পন্ন ও আগ্রহী বাংলাদেশী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

১. কোর্সের নাম ও Diploma in Cardiac Nursing (10th Batch)

২. মেয়াদ  ঃ ০১ (এক) বৎসর

৩, আসন সংখ্যা ঃ ২০ টি।

৪. ভর্তির যােগ্যতা ও বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক স্বীকৃত Diploma in Nursing Science & Midwifery/ B.Sc in Nursing পাশ

৫. বয়স : অনুর্ধ্ব ৩৫ বছর

৬. কোর্স সুবিধাদি • কোর্স চলাকালীন হােস্টেলের সুবিধা (শুধুমাত্র মেয়েদের জন্য)

প্রশিক্ষন ভাতা ঃ মাসিক ১০,০০০/- (দশ হাজার) টাকা (শুধুমাত্র বেসরকারী প্রার্থীদের জন্য)। |

৭.আবেদনের নিয়মাবলীঃ আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

ইব্রাহিম কার্ডিয়াকের ওয়েব সাইটে (www.ibrahimcardiac.org.bd) আবেদন ফরম এবং নিয়মাবলী পাওয়া যাবে। আবেদন করার পূর্বে | ০১৭১৪-০০৬৭০৫ এই বিকাশ নম্বরে ৫০০/- (পাঁচশত) টাকা পেমেন্ট করে আবেদন ফরমের নির্ধারিত স্থানে বিকাশ | TRX ID (টাকা পাঠানাের পর ফিরতি ম্যাসেজে যে ID আসে) এবং বিকাশ মােবাইল নম্বর (যে নম্বর থেকে বিকাশ করা হয়েছে) অবশ্যই উল্লেখ করতে হবে।

চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করার জন্য অনুরােধ করা যাচ্ছে। প্রাথমিক ভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে পরীক্ষার তারিখ ও সময় মােবাইল এসএমএস এবং ই-মেইল এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

বি. দ্র. ও কোর্স চলাকালীন বেসরকারী প্রার্থীগন অন্য কোন প্রতিষ্ঠানে চাকুরী করতে পারবেন না এবং কোর্স সমাপ্তির পর কমপক্ষে ০২ (দুই) বছর অত্র প্রতিষ্ঠানে স্টাফ নার্স পদে প্রচলিত বেতন-ভাতা ও অন্যান্য সুযােগ সুবিধায় চাকুরী করা বাধ্যতামূলক।

আবেদন করার শেষ তারিখ ঃ ১৫ এপ্রিল, ২০২১ খ্রিঃ বিকাল ৪:০০ টার মধ্যে

Nursing Course Admission Circular

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen