আজ, বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

Marine Fisheries Academy Admission Circular And Result

এপ্রিল ৭, ২০২১, ১০:১৪ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Marine Fisheries Academy Admission Circular, Marine Fisheries Academy Admission Circular And Result

০৪ বছর মেয়াদী বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ কোর্সে ক্যাডেট ভর্তি বিজ্ঞপ্তি

মেরিন ফিশারিজ একাডেমির ৪২তম ব্যাচে (২০২০-২১ শিক্ষাবর্ষ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ এর অধীনে ০৪ বছর মেয়াদী বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ কোর্সে ক্যাডেট ভর্তির জন্য বাংলাদেশের যােগ্য স্থায়ী অবিবাহিত মহিলা ও পুরুষ নাগরিকদের নিকট হতে আবেদন আহবান করা যাচ্ছে।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংক্রান্ত তথ্য, লিখিত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে প্রার্থীর মােবাইলে এসএমএস এর মাধ্যমে জানানাে হবে। ভর্তিচ্ছু প্রার্থীর নিম্নবর্ণিত যােগ্যতাসমূহ থাকতে হবেঃ

শিক্ষাগত যােগ্যতা (ন্যূনতম)ঃ

১। মাধ্যমিক (বিজ্ঞান) বা ও লেভেল (জীববিদ্যা ও রসায়নসহ) অথবা সমমানের পরীক্ষায় ন্যনতম জিপিএ ৩.৫০।

২। উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান) বা এ লেভেল (জীববিদ্যা ও রসায়নসহ) অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০।

৩। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় অবশ্যই জীববিদ্যা (‘সি’ গ্রেড) থাকতে হবে।

সাধারণ যােগ্যতাঃ

১। বয়স ঃ ৩১ ডিসেম্বর ২০২১ইং তারিখে সর্বোচ্চ ২১ বৎসর।

২। শারীরিক মান (ন্যূনতম) ঃ উত্তম শারীরিক গঠন ও সুস্বাস্থ্য।

৩। সর্বনিম্ন উচ্চতা ঃ ১৬২.৫ সে.মি (পুরুষ) এবং ১৫৫ সে.মি (মহিলা)।

৪। ওজন ও উচ্চতা অনুযায়ী হবে।

৫। দৃষ্টিশক্তিঃ নূন্যতম ৬/১২, কালার ভিশনঃ স্বাভাবিক। (মহিলা প্রার্থীদের জন্য শিথিলযােগ্য)।

৬। সাঁতার ও সাঁতার পরীক্ষায় উত্তীর্ণ (পুরুষ প্রার্থীদের জন্য প্রযােজ্য)।

আবেদন ফিঃ

৬৫০.০০ টাকা (আবেদন ফি ভ্যাটসহ দেওয়া হয়েছে এবং অনলাইনে আবেদন সম্পন্ন করার পর তা প্রত্যাহার করা যাবে না)। অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়াঃ অনলাইনে আবেদন ও বিস্তারিত জানার জন্য http://www.mfacademy.gov.bd লিংকে ভিজিট করুন।

অনলাইনে আবেদনের তারিখঃ ০৪ এপ্রিল ২০২১ ইং হতে ৩১ মে ২০২১ ইং পর্যন্ত।

ভর্তি পরীক্ষার নিয়মাবলীঃ

ইংরেজী ও সাধারণ জ্ঞান, জীববিদ্যা, পদার্থবিদ্যা এবং রসায়ন এই ০৪ টি বিষয়ের প্রতিটিতে ৫০ নম্বর করে মােট ২০০ নম্বরে ২ ঘণ্টা সময়ের লিখিত পরীক্ষা হবে।

লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ৬০% MCQ এবং ৪০% বর্ণনামূলক।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে সাঁতার, স্বাস্থ্য, চক্ষু ও বিশেষ রং দর্শন পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার জন্য আহবান করা হবে।

সম্ভাব্য কর্মক্ষেত্রঃ

বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ কোর্স সমাপ্তির পর পাশকৃত ক্যাডেটদের সম্ভাব্য কর্মক্ষেত্রসমূহ হলাে দেশী-বিদেশী ফিশিং জাহাজ, মৎস্য ও চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানা, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, দেশী-বিদেশী এনজিও ইত্যাদি।

বিশেষ দ্রষ্টব্যঃ

১) দিনের বা রাতের যে কোন সময় এমনকি বন্ধের দিনও আবেদন করা যাবে।

২) যে কোন বিষয়ে অনুসন্ধানের জন্য ০১৫৫৭৬৩৬৮৫৭মােবাইল নম্বরটিতে যােগাযােগ করা যাবে (বন্ধের দিন ব্যতীত সকাল ৯টা থেকে বিকাল ০৪৪৩০ ঘটিকা পর্যন্ত)।

৩) লিখিত পরীক্ষার সময় প্রার্থীর দুই কপি সত্যায়িত পাসপোের্ট সাইজের ছবির পিছনে ভর্তি পরীক্ষার রােল নম্বরটি লিখে এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সাথে নিয়ে আসতে হবে।

Marine Fisheries Academy Admission Circular And Result

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen