আজ, শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

Palli Mongal Karmosuchi (PMK) Job Circular

জুন ২২, ২০২১, ৯:০০ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Palli Mongal Karmosuchi Job Circular, Palli Mongal Karmosuchi Job

চাকরির বর্ণনাঃ

পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এনজিও এ সিনিয়র নার্স/ডিপ্লোমা নার্স পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

পদ সমুহঃ

নিচের বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন করার প্রক্রিয়াঃ

আপডেট সিভি মেইল করুন সাম্প্রতিক ছবি সংযুক্ত করে সরাসরি প্রেরন করুন পল্লি মঙ্গল কর্মসূচি ফ্লাট ২এ ২বি বাড়ী ১২৩, রোড ১৩/এ পশ্চিম ধানমন্ডি ঢাকা.
আবেদনের শেষ তারিখ: ১০ জুলাই, ২০২১ ইং 
নির্বাচিত প্রার্থীদের ১ (এক) বৎসরের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে। শিক্ষানবিশকাল ০১ (এক) বছর শেষে মূল্যায়ন সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভূক্ত করাসহ পি.এফ, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, মূল বেতনের অর্ধেক বৈশাখী ভাতা, বছরান্তে নির্ধারিত অভোগকৃত ছুটি নগদায়ন, প্রতি বৎসর ১০% হারে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান এবং ০২ থেকে ০৪ নং পদে চট্টগ্রাম জেলায় নিয়োগপ্রাপ্তদের সংস্থার নিয়ম অনুযায়ী বছরে ০৩ টি দুরত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতা, চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক/নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও অভিজ্ঞতা) এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি (সত্যায়িতসহ) প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), প্রধান কার্যালয়, জিরাবো, আশুলিয়া, ঢাকা এই ঠিকানায় নিরদারিত তারিখের মধ্যে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর এবং খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহবান করা হবে।

শর্তাবলীঃ সাক্ষাৎকারের সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন ফি বাবদ ২০০ (দুইশত) টাকা (অফেরতযোগ্য) নগদে প্রদান করতে হবে। চাকুরীতে যোগদানের সময়ে শিক্ষানবিশকালে বেতনের সমপরিমান টাকা জামানত হিসাবে জমা দিতে হবে; যা চাকুরী শেষে সংস্থার নিয়ম অনুযায়ী সুদসহ ফেরৎযোগ্য। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

নোটঃ নিয়োগের ক্ষেত্রে নারী/পুরুষ প্রার্থীকে সম-সুযোগ প্রদান করা হবে। ধুমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই। বিস্তারিত জানতে ভিজিট করুন www.pmk-bd.org

 

Palli Mongal Karmosuchi (PMK) Job Circular
কোম্পানির তথ্যাবলী
পল্লি মঙ্গল কর্মসূচি (পিএমকে)
ঠিকানা: পিএমকে ভবন, জিরাবো, আশুলিয়া, ঢাকা। // ঢাকা অফিস: বাড়ী-123, ফ্ল্যাট-এ-2 ও বি-2, রোড-13/এ, ধানমন্ডি, ঢাকা-1209।
ওয়েব: www.pmk-bd.org
ব্যবসা: Micro Finance, Hospital Service
Address:
Head Office

Palli Mongal Karmosuchi (PMK)

Zirabo, Ashulia, Dhaka

+88 01709 91 40 00

+88 01877 70 40 00

info@pmk-bd.org

Dhaka Office

Palli Mongal Karmosuchi (PMK)

Floor # 2/A & B, House # 123, Road # 13/A, Dhanmondi, Dhaka.

+88 0877 70 30 00

info@pmk-bd.org

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen