আজ, মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

Square College of Nursing Admission Circular

মে ৩০, ২০২৩, ১২:০০ অপরাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Square College of Nursing Admission Circular, Square College of Nursing Admission Circular 2021

স্কয়ার কলেজ অব নার্সিং, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক অনুমােদিত স্কয়ার কলেজ অব নার্সিং-এ ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং, ৪ বছর মেয়াদী কোর্স, ২০২২-২৩ শিক্ষাবর্ষ, ৫০ (পঞ্চাশ) আসনে ছাত্র/ছাত্রী ভর্তি করা হবে।

ভর্তি কার্যক্রম

(ক) আবেদন ফরম সংগ্রহ ও জমা: ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দিন হতে (ছুটির দিন ব্যতীত) সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত ৫০০/- (পাঁচশত) টাকার বিনিময়ে প্রসপেক্টাস ও আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।

(খ) সাক্ষাকার ও মেডিকেল টেস্ট: সাক্ষাঙ্কার, মেডিকেল টেস্ট এবং অ্যাডমিট কার্ড ডাউনলােডের জন্য নির্ধারিত তারিখ SMS, Website ও কলেজের নােটিশ বাের্ডের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

(গ) ফলাফল প্রকাশ: জাতীয় মেধা তালিকার মেরিট স্কোর, প্রার্থীর সাক্ষাক্তার ও মেডিকেল টেস্টের মাধ্যমে ভর্তির চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হবে। ফলাফল SMS, Website ও কলেজের নােটিশ বাের্ডের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

(ঘ) ছাত্র-ছাত্রী ভর্তি ফলাফল প্রকাশের পরবর্তী ৭ দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে (ছুটির দিন ব্যতীত)।

(ঙ) আবেদন ফরম জমাদানের শেষ তারিখ: ০৫-০৬-২০২৩ খ্রীঃ তারিখ সোমবার পর্যন্ত অনলাইনে জমা নেয়া হবে

অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়মাবলি।

(ক) Website: https://www.squarenursingcollege.com/admission

(খ) প্রার্থীর 300 x 300 pixel মাপের সদ্য তােলা রঙিন ছবি (jpg) ফাইলের সাইজ 100 KB-এর বেশি হবে না (স্ক্যান করা অথবা ডিজিটাল ক্যামেরায় তােলা)।

(গ) প্রার্থীর 300 x 80 pixel মাপের স্ক্যান করা স্বাক্ষর (jpg) (কাগজে গাঢ় করে স্বাক্ষর করে তারপর স্ক্যান করতে হবে)।ফাইলের সাইজ 60 KB-এর বেশি হবে না।

(ঘ) নির্ধারিত বিকাশ নম্বরে (০১৭৩৩২১২৯৯০) ৫০০/- (পাঁচশত) টাকা বিকাশ করে অনলাইন ফরম-এর নির্দিষ্ট ফিল্ডে ট্রানজেকশন নাম্বার উল্লেখ করতে হবে। ফি জমা হলেই আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে।

(ঙ) ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলােড করে সাক্ষাত্কার ও মেডিকেল টেস্টের সময় সঙ্গে আনতে হবে।

Square College of Nursing Admission Circular

SQUARE College of Nursing is established with a view to contributing to the health care sector in Bangladesh by producing a large number of skilled and qualified nurses. Because there is a huge demand of nurses, who have real professional dexterity. Public and private health care settings need nurses with increasing responsibilities and advanced pro-active roles to ensure the delivery of health care services. Most of the good private hospitals employed foreign nurse to meet the need of quality nursing care. SQUARE College of Nursing has been established to fulfill the inland need of accomplished nurses and then to send them abroad as a part of our skilled manpower.

 

We know nursing is a challenging profession in Bangladesh. Nursing training began in Bangladesh in 1947. But the scope of higher study was very limited till the recent past. There are only 5 government and 7 private nursing colleges all over the country that run B.Sc. Nursing course having around 500 intakes in total per year. The number is not at all sufficient to meet the demand. All these efforts and its success depends on well trained , well motivated and well compensated health care professionals in which nurses are a critical component. Without qualified nurses the whole health care system will not improve, patient will not be cared for and there will be great health problem. There is serious shortage of diploma nurses, too, in the country. The quality of nursing education and clinical skills are below the minimum world standard. For a well balanced health care system there should be 4-6 nurses for every doctor. But in Bangladesh present doctor nurse ration is frustrating (3:1). The alarm bell rings when the demand ofdiploma nurses is increasing and there is decreased production rate.

However the present government of Bangladesh has taken some steps to promote nursing as a dignified profession.SQUAREis always with the good initiatives SQUARECollege of Nursing is an emblem of that spirit.

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen