Enam Nursing College Admission Circular
Enam Nursing College Admission Circular, Enam Nursing College Admission Circular 2021
এনাম নার্সিং কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সরকারি বিধি মােতাবেক ভর্তির বিজ্ঞপ্তি।
- বিএসসি ইন নার্সিং
- ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং
- ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক গৃহীত সরকারি ও বেসরকারি অভিন্ন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ভর্তির জন্য আবেদন করতে পারবে।
প্রতিদিন সকাল ৮.৩০ ঘটিকা থেকে বিকেল ৪.০০ ঘটিকা পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতিত) ভর্তি ফরম সংগ্রহ, জমা ও মেধাক্রমানুসারে ভর্তি কার্যক্রম দুলছে।
কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং ফলাফলের প্রমাণপত্রের ফটোকপি আবেদন ফরমের সাথে জমা দিতে হবে।
ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য এনাম নার্সিং কলেজ অফিস থেকে জানা যাবে।
এনাম নার্সিং কলেজের বৈশিষ্ট্য সমূহ
কোলাহলমুক্ত, খোলামেলা ও মনােরম পরিবেশে অবস্থিত এনাম নাসিং কলেজ। > এনাম নার্সিং কলেজ রাজধানীর গাবতলী থেকে মাত্র ১৩ কিলােমিটার দূরে সাভারের প্রাণকেন্দ্র থানা রোটে অবহিত।
আন্তজাতিক মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ১ অভিজ্ঞ ও দক্ষ দেশী-বিদেশী শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত।
মাল্টিমিজিয়া, সাউন্ড সিস্টেম ও অন্যান্য আধুনিক সুষােগ-সুবিধাসহ সুসজ্জিত সুপরিসর | ক্লাস রুম ও লেকচার গ্যালারি। } দুই সুত্রের (ফেইলণ্ডভাৱ-রিডাজ্ঞ্যান্ট) উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সম্বলিত অত্যাধুনিক কম্পিউটার ল্যাব ) প্র্যাকটিসের সময় শিক্ষার্থীদের সাথে যােগ্য বিষয়ভিত্তিক শিক্ষক বা ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর ১০০০ শয্যা বিশিষ্ট, মাল্টিডিসিপ্লিনারি, সুপার স্পেশালিটি ও টারশিয়ারি সার্ভিস সহ এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বহিঃবিভাগ ও অবিভাগে সবসময় পর্যন্ত সংখ্য রােগী থাকায় এনাম নার্সিং কলেজের শিক্ষালার ক্লিনিক্যাল প্র্যাকটিস ও সেবা প্রশিক্ষণ দেওয়া সহজ হবে এবং তারা দক্ষ নার্স হিসেবে হাতে কলমে প্রশিক্ষণ লাভের সুমেগি পাবেন।
বিষয় ভিত্তিক পর্যন্ত বই সম্বলিত অত্যাধুনিক লাইব্রেরী সুবিধা। বিষয়ভিত্তিক অত্যাধুনিক ল্যাবরেটরি সুবিধা।
অত্যাধুনিক ডিজিটাল সাউন্ড সিস্টেম ও কেন্দ্রীয় শীততাপ নিয়ন্ত্রিত নিজস্ব সুসজ্জিত ২৫০ আসনের অডিটোরিয়াম।
সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও পানির সুবিধাসহ মনােরম পরিবেশে ক্যাম্পাস সংলায় ছাত্রীদের জন্য রয়েছে উন্নতমানের হোস্টেল। > পাস করার পর এনাম মেডিকেল লেঙ্গু হাসপাতালে চাকরির সুযোগ।
ভাল ব্লেজাল্ট করা ছাত্র-ছাত্রী IELTS এ উত্তীর্ণ হওয়ার পর উন্নত বিশ্বে চাকর্মী ও উচ্চ শিক্ষার সুযােগ। }
এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসের ভিতরে এনাম নার্সিং কলেজ হওয়ায় প্রশিক্ষণের ন্য ছাত্র-ছাএালে অন্য হাসপাতালে যাতায়াতের প্রয়ােজন নেই।
বিস্তারিত তথ্যের জন্য যােগাযোগ করুনঃ অধ্যক্ষের কার্যালয়, এনাম নার্সিং কলেজ, ব্লক-সি (৮ম তলা) ফোন: +৮৮০১৭৫৪৮৫৬৬৩৫ +৮৮০১৭৩৩৬৮৩২৪৮
+৮৮০১৮৫৮৫৮৫৬৪০, +৮৮০১৬৭৫১৯৭৯৩৪
অধ্যক্ষ এনাম নার্সিং কলেজ