আজ, শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

২০২৪ সালের হজযাত্রী নিবন্ধন বিজ্ঞপ্তি | Hajj Registration Notice

নভেম্বর ১৩, ২০২৩, ১২:২১ অপরাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Hajj Registration Notice, Hajj Registration Notice

Hajj registration for 2024 under government and private hajj management will be start from November 15, said the Ministry of Religious Affairs in a circular.

The hajj fee is estimated at Tk 5,78,840.00 for general package while the special package will cost Tk 9.36,320.00 .

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৪ সালের হজ নিবন্ধন আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছে।

সাধারণ প্যাকেজের জন্য হজ ফি ধরা হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বিশেষ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

সরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজে মক্কা ও মদিনায় বাড়ি/হোটেলে প্রতিরুমে সর্বোচ্চ ৬ সিট থাকবে। তবে মক্কায় ২ ও ৩ সিটের রুম সুবিধা গ্রহণ করা যাবে।

সাধারণ প্যাকেজের হজযাত্রীগণ মিনায় ‘ডি’ ক্যাটাগরীর তাঁবুতে অবস্থান এবং মিনা-আরাফাহ মুখদালিফাহ-মিনায় ট্রেন/বাসে যাতায়াত করবেন।

বাড়ি/হোটেল: মক্কায় মসজিদুল হারাম এর চত্বরের বহি:পান্ত হতে সর্বোচ্চ ২০০০ মিটার এবং মদিনায় মসজিদে নববী থেকে সর্বোচ্চ ১৫০০ মিটারের মধ্যে আবাসন।

বিশেষ প্যাকেজে প্রতিক্রমে সর্বোচ্চ ৪ সিট থাকবে। তবে মক্কায় ২ ও ৩ সিটের রুম সুবিধা গ্রহণ করা যাবে।

বিশেষ প্যাকেজের হজযাত্রীগণ মিনায় “এ” ক্যাটাগরীর তাঁবুতে অবস্থান করবেন। “এ” ক্যাটাগরীর তাঁবু ট্রেন জোনের বাহিরে বিধায় জহযাত্রীগণ মিনা-আরাফাহ মুযদালিফাহ-মিনায় বাসে যাতায়াত করবেন।

বাড়ি/হোটেল: মক্কায় মসজিদুল হারাম এর চত্বরের বহি:প্রান্ত হতে সর্বোচ্চ ৭০০ মিটার ও মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন।

সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের শর্তাবলী

  • হজ প্যাকেজ ২০২৪ www.mora.gov.bd এবং www.hajj.gov.bd হতে ডাউনলোড করা যাবে।
  • হজ প্যাকেজ ২০২৪ এবং নিবন্ধন ভাউচারের অপর পৃষ্ঠায় উল্লিখিত শর্তাবলীর সাথে একমত হলে নিবন্ধন করবেন।
  • নিবন্ধনের জন্য হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ ২০২৪ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে
  • নিবন্ধনের পূর্বে হজ প্যাকেজ অবহিত হয়ে নিবন্ধন করবেন, নিবন্ধনের পর প্যাকেজ পরিবর্তনের সুযোগ থাকবে না
  • নিবন্ধনের পর হজে যেতে অসমর্থ হলে ইতোমধ্যে ব্যয়িত অর্থ কর্তনের পর অবশিষ্ট অর্থ ফেরত প্রদান করা হবে
  • হজের খরচ কোন কারণে বৃদ্ধি পেলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে পরিশোধ করতে হবে সৌদি
  • আরবে হুইল চেয়ার ব্যবহারের প্রয়োজন হলে নিজ উদ্যোগে হুইল চেয়ার সংগ্রহ ও ব্যবহার করতে হবে বিমান টিকিট
  • পরিবর্তনের প্রয়োজন হলে এয়ারলাইন্স এর সাথে যোগাযোগ করে নিজ দায়িত্বে টিকিট পরিবর্তন করতে হবে হজ কার্যক্রম
  • পরিচালনায় প্রাথমিকভাবে যোগ্য হজ এজেন্সির তালিকা www.hajj.gov.bd হতে ডাউনলোড করা যাবে হজ সংক্রান্ত যে
  • কোন তথ্য ১৬১৩৬ নম্বরে ফোন করে জানা যাবে
  • সকল হজযাত্রীর জন্য বিমানের ইকোনোমি ক্লাসের টিকিটি সরবরাহ করা হবে।

সরকারি মাধ্যমে হজযাত্রীগণের জন্য অনুসরণীয় বিষয়াদি

  • ই-হজ সিস্টেম, e-Hajj BD মোবাইল App, সকল ইউডিসি, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় এবং হজ অফিস, ঢাকায় নিবন্ধন ভাউচার তৈরি করা যাবে
  • সোনালী ব্যাংক লি. স্থানীয় কার্যালয় শাখা, মতিঝিল ঢাকা, হিসাবের শিরোনাম Sale Proceeds of Hajj Deposit হিসাব নং ০০০০০০০০০৮ এ সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে নির্ধারিত তারিখের মধ্যে নিবন্ধনের টাকা জমা প্রদান করে হজযাত্রী নিবন্ধন সনদ গ্রহণ করবেন।

বেসরকারি (হজ এজেন্সির) মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের শর্তাবলী

  • সরকারি মাধ্যমের সাধারণ প্যাকেজের সাথে সামঞ্জস্য রেখে হাব/ এজেন্সি কর্তৃক ঘোষিত “সাধারণ হজ প্যাকেজ” এবং মক্কা ও মদিনায় উন্নতমানের বাড়ি ও মিনার তাঁবুর ক্যাটাগরির ভিত্তিতে প্রস্তুতকৃত আপগ্রেডেড প্যাকেজে হজযাত্রী নিবন্ধন করা যাবে। এজেন্সির হজ প্যাকেজ www.hajj.gov.bd এবং এজেন্সির নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শন করতে হবে।
  • হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ এর বিধি ১১ (২) অনুযায়ী হজযাত্রীর সুযোগ-সুবিধা উল্লেখপূর্বক হজ এজেন্সি হজযাত্রীর সঙ্গে লিখিত চুক্তি সম্পাদন করবে।
  • হজযাত্রী এজেন্সির হজ কার্যক্রমের জন্য অনুমোদিত ‘ব্যাংক হিসাবে’ এর মাধ্যমে আর্থিক লেনদেন করবেন।
  • প্রাক-নিবন্ধনকালে গৃহীত অর্থ হতে বিভিন্ন ফি কর্তনপূর্বক অবশিষ্ট ২৬,৫০৮.১২ টাকা নিবন্ধনে সমন্বয়যোগ্য। সমন্বয়ের পর নিবন্ধনের অবশিষ্ট টাকা এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে ১০/১২/২০২৩ তারিখের মধ্যে জমা দিয়ে নিবন্ধন করা যাবে।
  • সৌদি সরকার কর্তৃক নির্ধারিত সংখ্যক হজযাত্রী এজেন্সির না থাকলে, বিধিমালা মোতাবেক লিড এজেন্সি নির্ধারণ করতে হবে। স্থানান্তরের মাধ্যমে গৃহীত হজযাত্রীদের যাবতীয় দায়-দায়িত্ব লীড এজেন্সি গ্রহণ করবে।
  • হজযাত্রী সরাসরি তাঁর এজেন্সি থেকে বিমানের টিকিট সংগ্রহ করবেন।
  • এজেন্সি তাঁর নিবন্ধিত হজযাত্রীর সর্বোচ্চ ৫% প্রতিস্থাপন করতে পারবে।
  • হজে গমনের শর্তাবলী, করণীয় ও হজযাত্রীর সুযোগ-সুবিধা হজ প্যাকেজ ২০২৪ হতে বিস্তারিত জানা যাবে।

 

Hajj Registration Notice

Video Details

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen