আজ, রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

Proud Man Cloth Corporation Job Circular

জানুয়ারি ১২, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Proud Man Cloth Corporation Job Circular, Proud Man Cloth Corporation Job Circular

ওয়াক- ইন- ইন্টারভিউ

প্রাউড ম্যান ক্লথ কর্পোরেশন এ পরিধান যোগ্য পোশাক(লুঙ্গি-গামছা) বিক্রয় করার জন্য বিক্রয় ও বিপণন বিভাগে ডিস্টিবিউটর তৈরি করার সক্ষমতা সম্পূর্ণ  নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু দক্ষ ও পরিশ্রমী ডিভিশনাল ইনচার্জ পদে নিয়োগ করা হবে।

পদের নাম
পদের সংখ্যা
কর্মস্থল
শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতা
টার্গেট
বেতন ভাতা
ডিভিশনাল ইনচার্জ
০৭
(চট্টগ্রাম বিভাগ-০১ জন, রাজশাহী বিভাগ-০১ জন, খুলনা বিভাগ-০১ জন,
সিলেট বিভাগ-০১ জন, বরিশাল বিভাগ-০১ জন,
রংপুর বিভাগ-০১ জন ও
ময়মনসিংহ বিভাগ-০১ জন)
নিজ বিভাগ
স্নাতক পাশ/সমমান কমপক্ষে ০৩ বৎসরের ডিস্টিবিউটর নিয়োগের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে)
মাসিক টার্গেটঃ কমপক্ষে ৬০০পিস লুঙ্গি বিক্রয়।
মূল বেতনঃ ৩০,০০০ টাকা।
টিএ/ডিএঃ ১০,০০০ টাকা।

আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই ২ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি ও ফোন নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত নিয়ে আগামী ০৯ জানুয়ারী হইতে ২৫ জানুয়ারী ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ০৫:০০ ঘটিকার মধ্যে-আগে আসলে আগে নিয়োগ এই ভিত্তিতে (সরকারি ছুটির দিন ব্যাতিত) ট-১৩৪(৩য় তলা), বৈশাখী স্বরণী, মধ্য বাড্ডা, গুলশান-০১, ঢাকা-১২১২ এই ঠিকানায় স্ব-শরীরে ইন্টারভিউ এর জন্য উপস্থিত থাকতে হবে। প্রয়োজনে যোগাযোগ ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) নম্বর: ০১৯৩৫ ৫৬৫০৫৫।

 

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen