আজ, শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এ নিয়োগ । Sunamganj DC Office Job Circular

নভেম্বর ২৮, ২০২৩, ৯:৪৪ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Sunamganj Deputy Commissioners Office job circular, Sunamganj Deputy Commissioners Office job circular BD

চাকরির বর্ণনাঃ

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এ বিভিন্ন পদে অস্থায়ীভাবে নিয়োগের জন্য জেলার স্থায়ী বাসিন্দাদের থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করেছে।

পদ সমুহঃ

বেঞ্চ সহকারী
লাইব্রেরী সহকারী
সহকারী প্রশাসনিক কর্মকর্তা

আবেদন করার প্রক্রিয়াঃ

আগ্রহী প্রার্থীকে নির্ধারিত চাকরির ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। তাছাড়া সিলেট জেলার ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে।

আবেদনের সময়সীমা: ২১/১২/২০২৩ ইং তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত।





বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

Sunamganj DC Office Job Circular

Sunamganj is a town in the Sylhet Division of northern Bangladesh. Administratively, the town is the headquarters of Sunamganj district and Sunamganj Sadar Upazila. It is the largest town and major trade centre in Sunamganj district. This town is situated on the banks of the Surma River

সুনামগঞ্জের পল্লী ও লোক সংস্কৃতিতে আমরা পাই মাঝির ভরাট গলার গান, রাখালের বাঁশির সুর। এছাড়া হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের অসংখ্য আউল, বাউল, পীর, ফকির, দরবেশ, বৈষ্ণব-সন্ন্যাসীদের অসংখ্য সৃষ্টিশীল গান যা মানুষকে পরমেশ্বরের সন্ধান পেতে সাহায্য করে। এগুলোও আমাদের এক মূল্যবান রত্নভাণ্ডার। বার মাসে তের পার্বণে ভরপুর হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি তাদের রয়েছে বিভিন্ন বর্ত, মেলা ও উৎসবাদি। মুসলিম সম্প্রদায়ের রয়েছে গাজির গীত, মুহররমের গান, মর্সিয়া, কাওয়ালী ইত্যাদি। এছাড়া এখানকার লাঠি খেলা ও নৌকা দৌড় এককালে খুবই জনপ্রিয় ছিল। আজো এর রেশ শেষ হয়ে যায়নি। থিয়েটার, নাটক, যাত্রা ও কবি গানের লড়াই তো আছেই। এক কথায় জারি সারি ভাটিয়ালীর দেশ আমাদের সুনামগঞ্জ। সুনামগঞ্জের সংস্কৃতিতে যাঁরা সম্মানিত করতে অবদান রেখেছেন তাঁদের মধ্যে হাছন রাজা, রাধারমণ, দূর্বীণ শাহ, শাহ আব্দুল করিম, গিয়াস উদ্দিন আহমদ, মহসিন রেজা চৌধুরী, মনিরুজ্জামান মনির, নির্মুলেন্দু চৌধুরী, আব্দুল হাই, ব্রহ্মানন্দ দাস, লালানিরেন্দু দে, বিপিন পাল, ক্ষীরোদ শর্মা, তরণী কান্ত দে, ছাদির উদ্দিন আহমদ, শাহ আবু তাহের প্রমুখের নাম উল্লেখযোগ্য

 

 





 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen