আজ, সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

ActionAid Bangladesh Job Circular

জুন ২২, ২০২৩, ৩:৩৫ অপরাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


ActionAid Bangladesh Job Circular,

ActionAid is a global movement of people working together to achieve greater human rights for all and defeat poverty.

একশনএইড বাংলাদেশ নিম্নলিখিত পদের জন্য উপযুক্ত প্রার্থী খুজছেঃ

পদের নাম : নার্স
প্রজেক্টের নাম :

ইউএনএফপিএ ফান্ডেড প্রজেক্ট (Health and Gender Support Project)

কর্মক্ষেত্র : টেকনাফ, কক্সবাজার
চুক্তির সময়সীমা : ৩১ ডিসেম্বর ২০২৩ (চুক্তির মেয়াদ পরবর্তীতে বর্ধিত হওয়ার সম্ভাবনা রয়েছে)
পদ সংখ্যা : ০১ (শুধূ নারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন)
বেতন ও সুবিধাদি : মাসিক বেতন ৪২,৪৬২/- এবং অন্যান্য সুবিধাসমূহ হলো চিকিৎসা সুবিধা, মোবাইল ও ইন্টারনেট ভাতা এবং ইন্স্যূরেন্স সুবিধা

কাজের সংক্ষিপ্ত বিবরণ:

নার্স, উপজেলা পর্যায়ে কমিউনিটিতে সহিংসতার শিকার সার্ভভাইভর নারী এবং কিশোরী বালিকাদের সহায়তা করার জন্য দায়িত্বপ্রাপ্ত থাকবেন। নার্স সার্ভভাইভরদের আঘাত জনিত প্রাথমিক চিকিৎসা এবং এসআরএইচআর বিষয়ে নারী ও কিশোরীদের মধ্যে সচেতনতা বৃ্িদ্ধ করবেন। তাকে অবশ্যই একজন ভাল শ্রোতা এবং সহনশীল হতে হবে। ওসিসি সমন্বয়কারীর সহায়তায় নার্স জিবিভি মডেলকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করবেন।

নার্সের দায়িত্ব এবং কর্তব্য:

  • সার্ভভাইভরদের আঘাত জনিত প্রাথমিক চিকিৎসা প্রদান করা, আঘাত অথবা শারীরিক চিহ্ন সনাক্ত করা, শারীরিক পরীক্ষা করা, রোগীদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করা, রোগীদের তথা মনযোগ সহকারে শোনা এবং চাহিদা নিরুপন করা, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা
  • সার্ভভাইভরদের আঘাত জনিত প্রাথমিক চিকিৎসা প্রদান ও ট্রিটমেন পরিকল্পনা উন্নয়ন করা
  • সন্তানসম্ভাবা নারীকে জন্ম পরিকল্পনা, হাসপাতালের সেবা, জন্মদানকারী প্রতিষ্ঠানসমূহ ও অন্যান্য সূযোগসমূহ সম্পর্কে পরামর্শ প্রদান করা
  • রুগীদের প্রোফ্ইাল ও স্বাস্থ্য রিপোর্টসমূহ পর্যবেক্ষণ করা
  • গুরুতর কেস সমূহের ক্ষেত্রে রেফরেল সেবা নিশ্চিত করা
  • সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহের সাথে সম্পর্ক বজায় রাখা
  • কার্যক্রম বাস্তবায়নের সময় যেন ‘ডু নো হার্ম’ ও ‘গোপনীয়তা’ এর মূলনীতি পালন  এবং সমর্থন করা হয় সে বিষয়ে নিশ্চিত করা
  • প্রকল্পের অগ্রগতি সূচকের দিকে লক্ষ্য রেখে পরিবীক্ষণ কার্যক্রমের জন্য বিভিন্ন সময়ে তথ্য সংগ্রহ ও  সরবরাহ করা

নূন্যতম যোগ্যতা :

  • সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা সহ যেকোন স্বীকৃত নার্সিং স্কুল থেকে  স্নাতক ডিগ্রি (এ-বিষয়ক অন্য কোন ডিগ্রী বা সার্টিফিকেট অগ্রাধিকার হিসেবে গণ্য হবে)
  • একজন নার্স হিসেবে রেজিস্টার্ড হতে হবে
  • মৌখিক ও লিখিত ভাবে ভাল যোগাযোগের দক্ষতা থাকতে হবে
  • সহানুভূতিশীল এবং রোগীদেরদ প্রতি যতœবান হতে হবে
  • চাহিদা অনুযায়ী ২৪ ঘন্টা সেবা প্রদানের জন্য প্রস্তুত থাকতে হবে
  • জিবিভি/সুরক্ষা প্রদানে অভিজ্ঞতা

কাজের শর্র্তাবলী:

নার্স সরাসরি প্রজেক্ট অফিসার বরাবর রিপোর্টেবল থাকবে এবং তাকে প্রাত্যাহিক ভিত্তিতে প্রতিবেদন প্রদান করতে হবে। নার্সকে কর্ম এলাকায় ২ কিমি এর ভেতর অবস্থান করতে হবে।

 আবেদনের নির্দেশনা :

শুধুমাত্র উপরে বর্ণিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত নির্দেশাবলী অনুসরণ করে আবেদনের জন্য অনুরোধ করা হচ্ছে:
আবেদনের শেষ সময়  ৩০ জুন ২০২৩. (Due to emergency, recruitment will be on rolling. The interested  candidates are requested to apply before deadline)

আপনার আবেদন জমা দিতে এখানে (click here) রেজিস্টার করুন।

ActionAid Bangladesh aims to attract and select a diverse workforce ensuring equal opportunity to everyone, irrespective of race, age, gender, sexual orientation, HIV status, class, ethnicity, disability, location and religion. Any personal persuasion/phone call will result in disqualification of candidature.

ActionAid Bangladesh has a non-negotiable policy of ZERO TOLERANCE towards Sexual Harassment, Exploitation and Abuse (SHEA), Child Protection Policy and other relevant safeguarding policies and expects all employees to abide by the Safeguarding Policies and Code of Conduct of ActionAid Bangladesh.

N.B: There is no cost involved with applying for positions at ActionAid Bangladesh. Any solicitation of fund / money from job applicant should be regarded as fraudulent

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen