আজ, মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (মেরিন ও শিপবিল্ডিং টেকনোলজি) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি | Admission circular at Diploma in Engineering Marine & Shipbuilding Technology

সেপ্টেম্বর ২৮, ২০২৩, ৯:০০ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Admission circular at Diploma in Engineering Marine And Shipbuilding Technology, Admission circular at Diploma in Engineering Marine And Shipbuilding Technology

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ

ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র, বান্দ রোড, বরিশাল।

মেরিণ শিক্ষানবিশ ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ-২০১৪ ইং (১২তম ব্যাচ)।

বিআইডব্লিউটিএ কর্তৃক পরিচালিত ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র বান্দ রোড, বরিশালে ২০২৪ ইং সনের ০১লা জানুয়ারী হতে ০১(এক) বৎসর মেয়াদী মেরিণ শিক্ষানবিশ ডেক ও ইঞ্জিন কোর্সে ভর্তির জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে সাদা কাগজে অথবা অনলাইনের মাধ্যমে আবেদন পত্র আহবান করা যাচ্ছে। আগামী ৩০/১১/২০১৩ ইং তারিখের মধ্যে আবেদন পত্রটি অধ্যক্ষ ডিইপিটিসি, বাঅনৌপক, বান্দ রোড, বরিশাল এর দপ্তরে পৌঁছাতে হবে। আবেদন পত্রে মোবাইল নম্বর সহ নিম্নে উল্লেখিত আনুসাংগিক কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে।

ক) এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশের সনদ পত্র ও নম্বরপত্র/একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি। খ) ইউনিয়ন পরিষদ চেয়ারমান/কাউন্সিলর কর্তৃক জাতীয়তা/চারিত্রিক সনদপত্রের কপি।

গ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি (দুই কপি)।

ঘ) অধ্যক্ষ ডিইপিটিসি, বাঅনৌপক, বান্দ রোড, বরিশাল এর অনুকূলে ৩০০/-(তিন শত) টাকার পোষ্টাল অর্ডার (অফেরত যোগ্য)। ঙ) নিজ ঠিকানা সম্বলিত ১০ (দশ) টাকার ডাক টিকিট যুক্ত ০১ (এক)টি ফেরত খাম।

চ) জাতীয় পরিচয় পত্রের সতায়িত ফটোকপি (যদি থাকে)।

অথবা

Website এর মাধ্যমে নিম্নলিখিত প্রক্রিয়া অনুসরণ করতঃ সরাসরি অনলাইনের মাধ্যমেই প্রার্থী আবেদনপত্র জমা দিতে পারবেন www.deptcbarishal.com

→ Apply Online→Choose an option→ Marine apprenticeship Course in Nautical Science Marine apprenticeship Course in Marine Engineering → Apply for January 2024

প্রাপ্ত Online form এর সকল ঘর নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষরের ছবি আপলোড করতে হবে। Proceed (সকল তথ্য ঠিক থাকলে আবারো Proceed) এবং প্রাপ্ত কোড নম্বর উল্লেখ করে নির্দেশনা মোতাবেক রকেটের মাধ্যমে টাকা জমা দিয়ে আবেদনপত্র সম্পন্ন করতে হবে।

অবেদন ফরম ও Admit card এর প্রিন্টেড কপি ভবিষ্যতে প্রদর্শনের জন্য সাথে রাখতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে যে কোন সহযোগিতার প্রয়োজনে নিম্নলিখিত নম্বরে সকাল ১১০০ ঘটিকা হতে দুপুর ১৫০০ ঘটিকা পর্যন্ত যোগাযোগ করা যাবে। যোগাযোগের নম্বর : ০১717667551 এবং 017110587১৪।

শর্তসমূহ

০১। আবেদনকারীকে অবিবাহিত হতে হবে।

০২। এসএসসি সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখ ৩১/১২/২০২৩ ইং তারিখে ১৬ বৎসর ৬ মাস হতে ২১ বৎসরের মধ্যে হতে হবে। ০৩। আবেদনকারী ডেক অথবা ইঞ্জিন যে শাখায় ভর্তি হতে ইচ্ছুক তা আবেদন পত্রে উল্লেখ করতে হবে।

০৪। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীকে সার্বক্ষনিক প্রশিক্ষণ গ্রহনের জন্য কেন্দ্রে অবস্থান করতে হবে।

ভর্তির পদ্ধতি ঃ

০১। ন্যূনতম এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকরীর মধ্য হতে নির্বাচনী পরীক্ষার মেধা তালিকার ভিত্তিতে শিক্ষানবিশ নির্বাচিত করা হবে।

০২। বাংলা,ইংরেজী, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।

০৩। প্রতি শাখায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক শারীরিক সুস্থতা, চক্ষু ও সাঁতার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ০৪। মৌখিক, শারীরিক সুস্থতা,চক্ষু ও সাঁতার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে প্রতি শাখায় ১৫ (পনের) জন করে মোট ৩০ (ত্রিশ) জন শিক্ষানবিশকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।

০৫। চুড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের প্রত্যেককে এককালীন ২০,০০০/-(বিশ হাজার) টাকা বার্ষিক কোর্স ফি (অফেরৎ যোগ্য ) পরিশোধের মাধ্যমে ভর্তি হতে হবে।

সুবিধাদি ঃ প্রশিক্ষনার্থীদেরকে সার্বক্ষনিক কেন্দ্রে অবস্থান করতে হবে এবং তাদেরকে বিনা খরচে থাকা, খাওয়া ও প্রশিক্ষণ ইউনিফরম প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে দেশীয় অভ্যন্তরীণ/কোস্টাল/ফিশিং ভেসেল সহ অন্যান্য নৌ-যানে চাকুরীর সুযোগ/সম্ভাবনা রয়েছে।

Admission circular at Marine Engineering

সকল সরকারি এবং বেসরকারি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রি-সী রেটিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি

নিম্নবর্ণিত মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ২০২৩ (গ্রীষ্মকালীন) প্রি-সী নাবিক (রেটিং) কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে

১। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রাম। আসন সংখ্যাঃ ডেক-৫০, ইঞ্জিন-৫০, স্টুয়ার্ড-৩০, কুক-২০, ফিটার-কাম-ওয়েল্ডার-৩০, ইলেকট্রিশিয়ান- ২০ জন = ২০০ জন।

২। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুর। আসন সংখ্যাঃ ডেক-৩০, ইঞ্জিন-২৫, স্টুয়ার্ড-১০, কুক-১০, ফিটার-কাম-ওয়েল্ডার-১৫, ইলেকট্রিশিয়ান-১০ জন = ১০০ জন।

৩। ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, গাজীপুর। আসন সংখ্যাঃ ডেক-২৫, ইঞ্জিন- ১৫, স্টুয়ার্ড-১০ জন = ৫০ জন।

৪। মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম। আসন সংখ্যাঃ ডেক-৩০, ইঞ্জিন-২৬, স্টুয়ার্ড-১০,ইলেকট্রিশিয়ান-১০ জন = ৭৬ জন।

৫। ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি, ঢাকা। আসন সংখ্যাঃ ডেক-৬৫, ইঞ্জিন- ৫, স্টুয়ার্ড- ৫, ফিটার-কাম-ওয়েল্ডার- ৫ জন = ৮০ জন।

৬। ওশেন মেরিটাইম একাডেমি, চট্টগ্রাম। আসন সংখ্যাঃ ডেক-৪০, ইঞ্জিন- ১০, স্টুয়ার্ড- ১০, কুক- ১০, ফিটার-কাম-ওয়েল্ডার- ১০ জন = ৮০ জন।

৭। ওয়ার্ল্ড মেরিটাইম ইনস্টিটিউট, নারায়ণগঞ্জ। আসন সংখ্যাঃ ডেক-৩০, ইঞ্জিন-২০, কুক-১০ জন = ৬০ জন। বিঃদ্রঃ প্রয়োজনীয়তা বিবেচনা করে সরকার আসন সংখ্যা কম/বেশি করতে পারে। আবেদনের যোগ্যতাঃ

(ক) বয়সঃ ০৮-১০-২০২৩ ইং তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৬ হতে ২৫ বছর, ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২০ হতে ৩৫ বছর এবং নৌবাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২৫ হতে ৪৫ বছর। প্রার্থীর এসএসসি/সমমান সনদে রেকর্ডকৃত বয়স বিবেচনা করা হবে। বয়স সম্পর্কিত অন্য কোন সনদ কিংবা হলফনামা গ্রহণ করা হবে না।

(খ) আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা (যে কোন একটি গ্রুপে আবেদন করতে পারবে)ঃ ডেক ও ইঞ্জিন নাবিক (গ্রুপ-১)ঃ ন্যূনতম এসএসসি, জিপিএ সর্বনিম্ন ২.৫ অথবা সমমানের। স্টুয়ার্ড ও কুক নাবিক (গ্রুপ-২): ন্যূনতম এসএসসি, জিপিএ সর্বনিম্ন ২.৫ অথবা সমমানের। ইলেকট্রিশিয়ান নাবিক (গ্রুপ-৩)ঃ সরকার অনুমোদিত কোন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা ন্যূনতম এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ ২ (দুই) বছরের ট্রেড কোর্স অথবা উক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ নৌবাহিনীর ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ হতে সন্তোষজনক চাকুরী শেষে অবসরপ্রাপ্ত নাবিকদের মধ্যে ন্যূনতম নেভি ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে ৬ (ছয়) মাসের প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।

ফিটার-কাম-ওয়েল্ডার নাবিক (গ্রুপ-৪)ঃ সরকার অনুমোদিত কোন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে মেরিন/ মেকানিক্যাল/পাওয়ার/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং/শিপ বিল্ডিং এ ডিপ্লোমা পাশ অথবা ন্যূনতম এসএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ ২ (দুই) বছর মেয়াদী ট্রেড কোর্স পাশ অথবা ন্যূনতম এসএসসি/সমমানসহ বিটাক বা সমমানের প্রতিষ্ঠান থেকে ওয়েল্ডিং অথবা মেশিনশপে ৩ মাসের প্রশিক্ষণ।

উচ্চতাঃ ন্যূনতম ৫’ ২”

ওজনঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার BMI চার্ট মোতাবেক BMI ন্যূনতম ১৭ এবং সর্বোচ্চ ২৭।

যেমন উচ্চতা ৫’ ২” এর ক্ষেত্রে ৪২-৬৭ কেজি।

আবেদন করতে ভিজিট করুনঃ www.dos.gov.bd

দৃষ্টিশক্তিঃ ডেক রেটিংদের জন্য দুই চোখ ৬/৬ এবং অন্যান্য রেটিংদের জন্য দুই চোখ কমপক্ষে ৬/১২ এবং সকল নাবিককে বর্ণান্ধতামুক্ত (কালার ব্লাইন্ডনেস) হতে হবে।

কোটাঃ

(ক) সিডিসিধারী (মৃত, অবসরপ্রাপ্ত বা কর্মরত) নাবিকদের সন্তানের জন্য অনধিক ৫% কোটা সংরক্ষিত থাকবে। নাবিক সন্তান কোটা পূর্ণ না হলে সেক্ষেত্রে অবশিষ্ট আসন মেধার ভিত্তিতে পূরণ করা হবে।

(খ) দক্ষ প্রশিক্ষণার্থী রেটিং (নাবিক) নির্বাচনে নৌবাহিনীর নাবিক শাখার প্রাক্তন নৌ-সেনাদের জন্য ১০% কোটা সংরক্ষিত থাকবে। নৌবাহিনীর কোটা পূর্ণ না হলে সে স্থলে মেধার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের মধ্য থেকে নির্বাচন করা হবে।

চূড়ান্ত নির্বাচন পদ্ধতির ধাপসমূহঃ

(ক)এস.এস.সি/ সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মূল্যায়ণ করা হবে।

এস.এস.সি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২০ গুণ = ১০০ নম্বর (সর্বোচ্চ); ভর্তি পরীক্ষার পদ্ধতিঃ নৈর্ব্যত্তিক (MCQ) পদ্ধতিতে মোট ১০০ টি প্রশ্ন থাকবে। প্রশ্নগুলোর বিষয় ভিত্তিক নম্বর বিভাজন নিম্নরূপ:-

গণিত-৩০, ইংরেজী-৩৫, বাংলাদেশ ও সাধারণ জ্ঞান-৩৫

(খ) ভর্তি পরীক্ষার পাশ নম্বর ৪০%।

(গ) পরীক্ষার সময়, ৯০ মিনিট।

প্রশিক্ষণঃ

চূড়ান্তভাবে মনোনীত নাবিকগণ বিভিন্ন সরকারি ও বেসরকারি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ শেষে সনদপ্রাপ্ত হবেন।

অনলাইনে আবেদন পদ্ধতিঃ

নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট (dos.gov.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহন করা হবে। আবেদন করতে কোন সমস্যা হলে dosrating.solutionart.net এর মাধ্যমেও আবেদন করা যাবে। আবেদনের নির্দেশিকা বর্ণিত ওয়েবসাইটে প্রদান করা হয়েছে।

আবেদন ফি ৩৫০/- (সকল সার্ভিস চার্জ সহ)।

আবেদনের শেষ তারিখঃ ০৮ অক্টোবর ২০২৩ খ্রিঃ

বিশেষ নির্দেশনাঃ

সরকারি মেরিটাইম ইনস্টিটিউট হতে পাশকৃত সকল নাবিকদের চাকরির বিষয়ে স্ব স্ব ইনস্টিটিউট সকল ধরনের সহযোগিতা প্রদান করবে। বেসরকারি মেরিটাইম ইনস্টিটিউট কর্তৃপক্ষ নাবিকদের জাহাজে চাকরি দিতে বাধ্য থাকবে। সরকারি ও বেসরকারি মেরিটাইম ইনস্টিটিউট নাবিক (রেটিং) ভর্তির ক্ষেত্রে তাদের নিজস্ব নিয়মাবলি অনুসরণ করবে এবং তাদের প্রশিক্ষণ খরচে ভিন্নতা রয়েছে।

সতর্কবাণীঃ

!!! কোন ব্যক্তি ভর্তির নিশ্চয়তা দিয়ে আপনার নিকট অর্থ দাবী করলে নিশ্চিত জেনে রাখুন যে আপনি প্রতারিত হচ্ছেন। যে কোন প্রকার সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে !!!

Admission circular at Diploma in Engineering Marine & Shipbuilding Technology

আগামী ১লা জানুয়ারী হতে ২০১৪ ইং সালের জন্য এক বৎসর মেয়াদী মেরিন শিক্ষানবিস (ডেক ও ইঞ্জিন) কোর্সে ভর্তির জন্য বাংলাদেশী পুরুষ নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

আবেদনের সময়সীমাঃ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হইতে ০২/১১/২০১৩ ইং রাত ১২:০০ ঘটিকা পর্যন্ত।

নির্বাচনী পরীক্ষার সময়সূচী ও স্থানঃ ১৭ ও ১৮ ই নভেম্বর ২০২০ ইং (সকাল ০৯:০০ ঘটিকা) ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র, বিআইডব্লিউটিএ, সোনাকান্দা, নারায়ণগঞ্জ।

ফলাফল প্রকাশ ভর্তি কার্যক্রম: ১৮ই নভেম্বর- ২০২৩ইং ।

ভর্তির শর্তসমূহঃ: ১৯ই নভেম্বর-২০২৩ ইং হতে ২৮ই নভেম্বর- ২০২৩ ইং ।

ক) আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক ও অবিবাহিত পুরুষ হতে হবে।

খ) আবেদনকারীকে কমপক্ষে এস এস সি / সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

গ) নির্বাচনী পরীক্ষার সময় প্রয়োজনীয় সকল সনদ/মার্কশীটের মূল কপি/অনলাইন কপি প্রদর্শন করতে হবে।

ঘ) আবেদনকারীর বয়স এস এস সি / সমমান পরীক্ষার সার্টিফিকেট অনুযায়ী ৩১/১২/২০২৩ ইং তারিখে ১৬ বছর থেকে ২১ বছর এর মধ্যে

হতে হবে।

ঙ) চূড়ান্ত ভাবে উত্তীর্ণ প্রার্থীকে সার্বক্ষণিক প্রশিক্ষণ গ্রহণের জন্য কেন্দ্রে অবস্থান করতে হবে।

চ) কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ভর্তি পদ্ধতিঃ

ক) আবেদনকারীদের মধ্য হতে মেধা তালিকার ভিত্তিতে প্রথমিক ভাবে প্রতি কোর্সে ২৫০ জন করে মোট ৫০০ জন প্রার্থীকে নির্বাচিত করা হবে। খ) নির্বাচিত ৫০০ জনকে বাংলা, ইংরেজী, অংক ও সাধারণ জ্ঞান বিষয় (এস. এস. সি মানের) ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। গ) প্রতি শাখায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সুস্থ্যতা, চক্ষু, সাঁতার ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

ঘ) শারীরিক সুস্থ্যতা, চক্ষু, সাঁতার ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে প্রতি শাখায় মেধা তালিকা অনুযায়ী প্রথম ৭৫ (পঁচাত্তর) জন-কে চূড়ান্তভাবে নির্বাচিত করে অন্যান্যদের অপেক্ষামান তালিকায় রাখা হবে।

ও) চূড়ান্তভাৰে নিৰ্বাচিত প্রার্থীকে এককালীন ২০,০০০/- (বিশ হাজার) টাকা ভর্তি ফি পরিশোধের মাধ্যমে ভর্তি হতে হবে। ইঞ্জিন প্রশিক্ষণার্থীদের নেভাল ডকইয়ার্ডে ব্যবহারিক প্রশিক্ষণ ফি বাবদ তাঁদের ধার্যকৃত অতিরিক্ত ১,০০০/- (এক হাজার) টাকা ফি প্রদান করতে হবে। সুবিধাদিঃ

ক) ফ্রি থাকা ও খাওয়ার ব্যবস্থা।

খ) ফ্রি প্রশিক্ষণ ও প্রশিক্ষণ উপযোগী ইউনিফর্ম প্রদান

গ) অভ্যন্তরীণ জাহাস্র, কোষ্টলে আহাজ ও ফিশিং জাহাজে চাকুরীর সুযোগ।

মা কোন স্বীকৃত বোর্ড বা কর্তৃপক্ষ হইতে পদার্থ বিজ্ঞান ও গণিতসহ মাধ্যমিক (বিজ্ঞান) বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ- ৩.00 100% নম্বর) প্রাপ্ত প্রশিক্ষণার্থী ডেক/ইঞ্জিন অফিসার ক্লাস- ৫ সনদ প্রাপ্তি সাপেক্ষে বিদেশগামী জাহাজে চাকুরীর সুযোগ ।

Online-এ আবেদনের পদ্ধতিঃ

১. যে কোন ওয়েব ব্রাউজারের মাধ্যমে www.deptcnarayanganj.com এ প্রবেশ করুন Online Application 4 ক্লিক করুন> ‘Choose an Option’ f ‘Nautical Science’ ‘Marine Engineering 4 Select

Form পূরণ পূর্বক রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

Application

  1. Application Form এ ১০০ kb এর মধ্যে ৩০০ × ৩০০ pixel এর রঙিন ছবি এবং ৬০ kb এর মধ্যে ৩০০ x 80 pixel signature upload করতে হবে।

৩. সঠিকভাবে Application Form পূরণের পর প্রার্থীকে Proceed বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।

৪. আবেদন সম্পন্ন করার পর Applied ID (যা SMS এর মাধ্যমে টাকা প্রদানের সময় ব্যবহার করতে হবে) সহ প্রার্থী Applicant’s Copy পর্দায় দেখতে পাবেন এবং তা Print করে সংরক্ষন করবেন।

৫. পরীক্ষার ফি জমা প্রদান: Applicant’s Copy তে প্রাপ্ত Applied ID ব্যবহার করে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর (মোবাইল ব্যাংকিং সেবা] রকেট একাউন্ট এর মাধ্যমে ৩২০/- (তিনশত বিশ) টাকা আবেদন করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে।

৬. টাকা প্রদানের নিয়ম: রকেট ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মোবাইল নম্বর হতে *322# ডায়াল করুন এবং পরবর্তী ধাপ গুলো অনুসরন

করুন

Sure 1 Bill Pay screen 21 Select your option : Self নিজের রকেট এ্যাকাউন্ট হলে, Other: Agent হলে আবেদনকারীর মোবাইল নম্বর । screen 3 other screen 4: Enter Bill ID 423. Screen 5. Enter Bill Number: এর ক্ষেত্রে (Applied ID) দিতে হবে …. screen 6 Enter Amount: 320 >

screen 7: Enter PIN (Successful) সঠিক ভাবে সকল ধাপ অতিক্রম করা হলে রকেট হতে একটি নিশ্চিতকরন SMS প্রদান করা হবে।

Admit card download: সফল আবেদনকারীদের Admit card download করার তারিখ পরবর্তীতে SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

Admission circular at Marine Engineering

 

 

 

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen