আজ, মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি | Admission circular at Marine Engineering

সেপ্টেম্বর ১১, ২০২৪, ১০:০৪ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Admission circular at Marine Engineering, Admission circular at Marine Engineering 2024

সকল সরকারি এবং বেসরকারি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রি-সী রেটিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি

নিম্নবর্ণিত মেরিটাইম শিক্ষা / প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ২০২৪-২০২৫ সালে ক্যাডেট ভর্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি মেরিটাইম শিক্ষা/প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ:

১. বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম ২. বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা ৩. বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল ৪. বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর ৫. বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট

(আসন সংখ্যা : পুরুষ – ১৬০ জন ও মহিলা – ২০ জন )। (আসন সংখ্যা; পুরুষ ৫০ জন )। (আসন সংখ্যা: পুরুষ ৭০ জন)। (আসন সংখ্যা: পুরুষ ৭০ জন)। (আসন সংখ্যা; পুরুষ ৫০ জন)।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি মেরিটাইম শিক্ষা/প্রশিক্ষণ প্রতিষ্ঠান:

১. মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম (আসন সংখ্যা: পুরুষ ৭০ জন ও মহিলা – ১০ জন)।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদিত বেসরকারি মেরিটাইম শিক্ষা/প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ:

১. ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ঢাকা (আসন সংখ্যা: পুরুষ ৭০ জন)।

২. ওয়েস্টার্ণ মেরিটাইম একাডেমি, ঢাকা

৩. মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম

(আসন সংখ্যা: পুরুষ ৫০ জন )।

(আসন সংখ্যা: পুরুষ ৪০ জন)।

বি:দ্র: প্রয়োজনীয়তা বিবেচনা করে সরকার আসন সংখ্যা কম বেশি করতে পারে।

অনলাইনে আবেদন পদ্ধতি:

নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট (dos.gov.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহন করা হবে। আবেদন করতে কোন সমস্যা হলে doscadet.solutionart.net এর মাধ্যমেও আবেদন করা যাবে। আবেদনের নির্দেশিকা বর্ণিত ওয়েবসাইটে প্রদান করা হয়েছে। প্রয়োজনে যোগাযোগ: ০১৮১০০০১১৯০, ০১৮১৫৩৩০৫৯৭।

আবেদনের শুরুর তারিখ: ১১ সেপ্টেম্বর ২০২৪ খ্রি:

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৪ খ্রি:

লিখিত পরীক্ষার তারিখ/সময়/কেন্দ্র পরবর্তীতে এসএমএস ও ই-মেইলের মাধ্যমে জানানো হবে।

বিশেষ নির্দেশনাসকল ধরনের সহযোগিতা করবেন। বেসরকারি মেরিন একাডেমি কর্তৃপক্ষ ক্যাডেটদের জাহাজে শিক্ষানবিশকাল প্রশিক্ষণ সরকারি মেরিন একাডেমি হতে পাশকৃত ক্যাডেটদের জাহাজে শিক্ষানবিশকাল প্রশিক্ষণ প্রাপ্তির ক্ষেত্রে স্ব স্ব একাডেমি দিতে বাধ্য থাকবে।

সতর্কতাবাণী: !!! কোন ব্যক্তি ভর্তির নিশ্চয়তা দিয়ে আপনার নিকট অর্থ দাবী করলে নিশ্চিত জেনে রাখুন যে আপনি প্রতারিত হচ্ছেন। যে কোন প্রকার সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে!!

Marine Engineering

 

 

 

 

After liberation in 1971, the shipping sector’s scenario was miserable. The occupation Pakistani Army took away all the merchant ships and left Chittagong Port with hidden mines all around under the water. Destroyed naval/merchant ships were submerged in the Karnaphuly channel; as a result, the foreign ships were not willing to call here and insurance companies imposed increased premium on ships calling Chittagong Port. Upon return to new country Bangladesh on 10th January 1972 (from the imprisonment in Pakistan), the father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman took all possible efforts to build and organised the country in all sectors including shipping; despite all out national & international resistances against the war-bashed just-born Bangladesh, successes were tremendous during his very short period of 1972-75 (before been assassinated in 1975).

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen