আজ, মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

২০২৩-২৪ শিক্ষাবর্ষে MATS এবং IHT- তে ছাত্র ও ছাত্রি ভর্তি বিজ্ঞপ্তি | Admission circular at MATS & IHT

আগস্ট ২১, ২০২৩, ৯:২০ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


MATS & IHT Admission Test Circular, MATS & IHT Admission Test Circular

২০২৩ – ২০২৪ খ্রি. শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজীসমূহে ৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজী কোর্সের বিভিন্ন অনুষদে এবং মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলসমূহে ডিপ্লোমা ইন মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে অনলাইনে (http://dgme.teletalk.com.bd) ভর্তিচ্ছুক শিক্ষার্থীগণ হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে ঃ

অনলাইন আবেদন শুরুর তারিখ ২১/০৮/২০১৩ খ্রি. দুপুর ১২ টা 

অনলাইন আবেদন গ্রহণের শেষ তারিখ ০৯/০৯/২০২৩ খ্রি. রাত ১১-৫৯ মি. 

০৪. ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ 10/09/2013 খ্রি. রাত ১১-৫৯ মি.

০৫. ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ১৭/০৯/২০২৩ খ্রি. হতে ১৯-০৯-২০২৩ খ্রি. পর্যন্ত

০৬. ভর্তি পরীক্ষার তারিখ ২২/০৯/২০২৩ খ্রি. (সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত)

০৭. ভর্তির যোগ্যতাঃ প্রার্থীকে ২০১৯ খ্রি. থেকে ২০২৩ খ্রি. পর্যন্ত সময়সীমার মধ্যে এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জীববিজ্ঞান সহ উত্তীর্ণ হতে হবে এবং ন্যূণতম জিপিএ ২.৫ প্রাপ্ত হতে হবে।

০৮. যে সকল প্রার্থী O-Level বা বিদেশ থেকে পাশ করেছেন তাদের ২০০০/- টাকার পে-অর্ডার জমা প্রদান করে পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে (নম্বর সমতাকরণ সনদ) ও আইডি কোড (ID Code) সংগ্রহ করতে হবে যা ছাড়া অনলাইনে ফরম পূরন করা যাবে না। এছাড়া

বিভাগীয় (Departmental) প্রার্থীরা পূর্বেই পরিচালক (চিকিৎসা শিক্ষা) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর কাছ থেকে আইডি কোড (ID Code) সংগ্রহ করবেন।

০৯. ভর্তি পরীক্ষার ফি ৭০০/- টাকা। (প্রি-পেইড টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে)।

১০. ভর্তি পরীক্ষার শর্তাবলী, সংক্রান্ত তথ্যাদি, অনলাইন ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd, ও টেলিটকের ওয়েবসাইট http://dgme.teletalk.com.bd হতে জানা যাবে। অনলাইনে আবেদন পূরণ করার সময় নির্দেশনাবলি www.dgme.gov.bd ও www.dghs.gov.bd ভালোভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী প্রার্থীকে সতর্কতার সাথে পূরণ করতে হবে।

১১. আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, উত্তরপত্র মূল্যায়ন, ফল চূড়ান্তকরণ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে।

১২. প্রার্থীর দেয়া কোনো তথ্য (যা প্রতিষ্ঠান নির্ধারণে বিবেচিত হতে পারে) অসম্পূর্ণ ও ভুল প্রমাণিত হলে, তার আবেদন/প্রতিষ্ঠান নির্ধারন/ভর্তি বাতিল বলে গণ্য হবে।

১৩. যে কোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

Admission circular at MATS & IHT

০২২

০২২-২০২৩ খ্রি. শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ঢাকা; ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) রাজশাহী ও জনস্বাস্থ্য ইনষ্টিটিউট, ঢাকায় নিম্নেবর্ণিত কোর্সসমূহে বাংলাদেশের নাগরিক শিক্ষার্থীদের ভর্তির জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে অনলাইনে (http://dgme.teletalk.com.bd) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে :

২. অনলাইন আবেদন শুরুর তারিখ: ১৬/০৮/২০২৩ খ্রি. দুপুর ১২.০০ টা।

৩. অনলাইন আবেদন গ্রহণের শেষ তারিখ: ২২/০৮/২০২৩ খ্রি. রাত্রি ১১:৫৯ মিনিট।

৪. ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২৩/০৮/২০২৩ খ্রি. রাত্রি ১১:৫৯ মিনিট।

৫. ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড: ০৩/০৯/২০১৩ খ্রি. হতে ০৫/০৯/২০২৩ খ্রি. পর্যন্ত।

৬. ভর্তি পরীক্ষার তারিখ:  ০৮/০৯/২০২৩ খ্রি. (সকাল ১০.০০ থেকে ১১.০০ টা)।

৭. ভর্তি পরীক্ষার শর্তাবলী, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যোগ্যতা, কোর্সসমূহের আসন বিভাজন, আসন সংরক্ষণ, ভর্তি পরীক্ষার অনলাইন ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও টেলিটকের ওয়েবসাইট http://dgme.teletalk.com.bd হতে জানা যাবে। এছাড়া আইএইচটি, ঢাকা; আইএইচটি, রাজশাহী ও জনস্বাস্থ্য ইনষ্টিটিউট, ঢাকা হতে ভর্তি সংক্রান্ত তথ্য জানা যাবে। ৮. অনলাইনে আবেদন পূরণ করার সময় নির্দেশাবলি www.dgme.gov.bdwww.dghs.gov.bd ভালোভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে। পরীক্ষা ফি ১২৫০/- (এক হাজার দুইশত পঞ্চাশ) টাকা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

৯. আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, উত্তরপত্র মূল্যায়ন, ফল চূড়ান্তকরণ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। ১০. প্রার্থীর দেয়া কোনো তথ্য (যা ইনষ্টিটিউট নির্ধারণে বিবেচিত হতে পারে) অসম্পূর্ণ ও ভুল প্রমাণিত হলে, তার আবেদন/ইনষ্টিটিউট নির্ধারণ/ভর্তি বাতিল বলে গণ্য হবে।

১১. যে কোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

Admission Circular At Institute of Health Technology

২০২২-২০২৩ইং শিক্ষাবর্ষে MATS ও IHT সমূহে মেধা ভিত্তিক অপেক্ষমাণ তালিকা থেকে ৩য় দফায় ছাত্র-ছাত্রী ভর্তি প্রসংগে ।

২০২২-২০২৩ ইং শিক্ষাবর্ষে MATS ও IHT সমূহে ২য় অপেক্ষমাণ তালিকা থেকে ছাত্র-ছাত্রীদের ভর্তি গত ৩০.০৫.২০২৩ খ্রিঃ তারিখে শেষ হয়েছে। ভর্তির নির্ধারিত সময়ের পর আসন শূন্যতার কারণে মেধাভিত্তিক অপেক্ষমাণ তালিকা থেকে তৃতীয় দফায় সাময়িকভাবে ভর্তির জন্য নির্বাচন করা হল । পূর্ণাঙ্গ তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট: www.dghs.gov.bd এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট: www.dgme.gov.bd থেকে জানা যাবে। অধ্যক্ষ মহোদয় কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি দাখিলকৃত কাগজপত্রাদি ২০২২-২০২৩ খ্রিঃ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী যাচাই বাছাই করে দেখবেন। MATS ও IHT-র অধ্যক্ষ মহোদয় কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড তাদের শারীরিক পরীক্ষা করবেন। উল্লেখিত নিয়মাবলী সম্পাদনের পর তাদেরকে সাময়িকভাবে ভর্তি করা হবে। যদি কোন প্রার্থীর দাখিলকৃত | কাগজপত্রাদির মধ্যে ভুলত্রুটি পরিলক্ষিত হয় অথবা ভর্তি পরবর্তী কোন তথ্য ভুল প্রমাণিত হয় তবে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যাদি স্ব স্ব প্রতিষ্ঠানের কার্যালয় হতে জানা যাবে। | আগামী ২২-০৬-২০২৩ খ্রিঃ থেকে ১২-০৭-২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত সরকারি প্রতিষ্ঠান সমূহে ভর্তির তারিখ নির্ধারণ করা হ’ল

Admission circular at MATS & IHT

 

২০২০-২০২১ ইং শিক্ষাবর্ষে মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুল (MATS) ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (IHT)-তে ছাত্র-ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ১১ টি মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুল (MATS) এবং ১৫ টি ইনস্টিটিউট হেলথ টেকনোলজি (IHT)-তে বিভিন্ন অনুষদে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য দরখাস্ত আহবান করা হয়েছে । সরকারী/বেসরকারী ইনস্টিটিউটে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীর জন্য ভর্তি পরীক্ষা বাধ্যতামূলক।

স্বাস্থ্য অধিদপ্তরের অধীন নোয়াখালী, কুমিল্লা, বাগেরহাট, সিরাজগঞ্জ, টাঙ্গাইল,  ফরিদপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ, নওগাঁ ও সাতক্ষীরায় অবস্থিত ১১ টি মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (MATS) এ ৩ (তিন) বৎসর মেয়াদী কোর্স ও ০১ (এক) বৎসর ইন্টার্নশীপ সহ ডিপ্লোমা কোর্স এবং  ১৫ টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (IHT) ঢাকা, রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ঝিনাইদহ, সিলেট, সিরাজগঞ্জে, সাতক্ষীরা, সেখ হাসিনা ইনস্টিটিউট আব হেলথ- জামালপুর, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ, গাজীপুর, কাসিয়ানি-গোপালগঞ্জ ও জয়পুরহাট  ৩ (তিন) বৎসর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সের বিভিন্ন অনুষদে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য দরখাস্ত আহবান করা হয়েছে। এই সংক্রান্ত শর্তাবলী নিম্নে তুলে দেওয়া হলোঃ

১। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২। সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে সরকারি এবং বেসরকারি IHT ও MATS এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩। ভর্তির যোগ্যতাঃ ২০১৬ থেকে ২০২০ সালে এসএসসি/সমমান বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ ন্যূনতম জিপিএ ২.৫ (পয়েন্ট) অর্জন করতে হবে এবং অবশ্যই জীববিজ্ঞান বিষয় থাকতে হবে।

৪। O-Level এবং বিদেশ থেকে পাশ করেছেন যেসব প্রার্থী, তদারকে Director, Medical Education এর কাছে ২০০০/- টাকার পে অর্ডার দিয়ে Equivalence Certificate ID ও ID Code সংগ্রহ করতে হবে। এটা ছাড়া ফরম পূরণ করা যাবেনা। বিভাগীয় প্রার্থীদের পূর্বেই Director, Medical Education এর কাছ থেকে ID Code সংগ্রহ করতে হবে।

৫। আবেদনের সময়সীমাঃ SMS এবং Online এ আবেদন করার শুরুর তারিখ ২১/১০/২০২০ সকাল ১০টা এবং আবেদন করার শেষ তারিখ ২২/১১/২০২০ ইং ।

৬। প্রবেশপত্র ডাউনলোডঃ কোভিড পরিস্থিতি বিবাচনা পূর্বক SMS এবং ওয়েবসাইটে জানানো হবে  –/–/২০২০ তারিখ থেকে –/–/২০২০ তারিখ পর্যন্ত।

৭। পরীক্ষার তারিখঃ কোভিড পরিস্থিতি বিবাচনা পূর্বক SMS এবং ওয়েবসাইটে জানানো হবে –/–/২০২০ তারিখ শুক্রবার। সময়ঃ ০১ ঘণ্টা (সকাল ১০ – ১১টা পর্যন্ত)

৮। আবেদন ফিঃ ৭০০ টাকা ( টেলিটক প্রিপেইড সিম এর মাধ্যমে পরিশোধ করতে হবে)।

৯। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভর্তি পরীক্ষার ফলাফল ও অপেক্ষমান তালিকা উভয় ক্ষেত্রে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

১০। ভর্তির জন্য সাময়িক ভাবে নির্বাচিত তালিকা ও অপেক্ষমান তালিকা একই সাথে প্রকাশ করা হবে।

টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে আবেদন করার পদ্ধতিঃ

১ম এসএমএসঃ

মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে প্রথমে লিখতে হবে DGHS<space>বোর্ডের ১ম তিন অক্ষর<space>এসএসসির রোল<space>পাশের সাল<space>একটি MATS,একটি IHT (কোড গুলা নিচের বিজ্ঞপ্তিতে দেয়া আছে)<space>ডিভিশন কোড (আপনি যে বিভাগের সে বিভাগের কোড দিবেন)<space>কোটা থাকলে কোটা কোড দিবেন এবং সেন্ড করবেন 16222 এই নম্বরে।

২য় এসএমএসঃ

১ম ম্যাসেজ পাঠানোর পরে প্রাপ্ত PIN Number সংগ্রহ করে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে প্রথমে লিখতে হবে DGHS<space>YES<space>PIN Number<space>Exam Center Code (নিচের বিজ্ঞপ্তিতে কোড দেয়া আছে)<space>আপনার সচল যেকোন একটি মোবাইল নম্বর লিখে সেন্ড করবেন 16222 এই নম্বরে।

২০২০-২০২১ ইং শিক্ষাবর্ষে মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুল(MATS) ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (IHT)-তে ছাত্র-ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি

Admission circular at MATS & IHT

 

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen