আজ, সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

Alhajj Shamsul Huda Adhunik Maa O Shishu hospital job circular

জুলাই ৩, ২০২১, ১২:০০ অপরাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Alhajj Shamsul Huda Adhunik Maa O Shishu hospital job circular, Alhajj Shamsul Huda Adhunik Maa O Shishu hospital

আলহাজ্জ্ব সামছুল হুদা আধুনিক মা ও শিশু হাসপাতাল
পশ্চিম চৌপল্লী, ৭ নং ওয়ার্ড, উত্তর জয়পুর।
লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর-৩৭০০।

চাকরির বর্ণনাঃ

আলহাজ্জ্ব সামছুল হুদা আধুনিক মা ও শিশু হাসপাতাল এ নার্স সহ বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

পদ সমুহঃ

Alhajj Shamsul Huda Adhunik Maa O Shishu hospital

০১ আবাসিক মেডিকেল অফিসার (পুরুষ / মহিলা) ইন্টার্নিশিপ সম্পন্নসহ এমবিবিএস পাস এবং হাসপাতলে আবাসিক মেডিকেল অফিসার হিসাবে ১ বছরের কাজের বাস্তত অভিজ্ঞতা সম্পন্ন।

০২

স্টাফ নার্স/ব্রাদার নার্সিং ডিপ্লোমা ডিগ্রী ধারী এবং ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।

০৩

ওটি ব্রাদার ডিপ্লোমা ডিগ্রী ধারী এবং ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।

০৪

ডাক্তার সহকারী হেল্থ টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রী ধারী এবং ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন।

০৫

হাসপাতাল সুপারভাইজার এইচএসসি/গ্রাজুয়েট এবং হাসপাতাল সুপারভাইজার কাজে অভিজ্ঞ প্রার্থ অগ্রাধিকার ।

০৬

ফার্মেসী বিক্রয় কর্মী সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লেমা পাশ এবং ১ বছরের বাস্তব অভিজ্ঞতা  সম্পন্ন।

০৭

ওটি এ্যাসিসট্যান্ট/ওটি বয় ওটি সম্পর্কিত কাজে বাস্তব অভিজ্ঞতা  সম্পন্ন।

০৮

রিসিপশনিষ্ট এসএসসি/এইচএসসি পাশ এবং যে কোনো হাসপাতালে ১-২ বছরের বাস্তব অজ্ঞিতা সম্পন্ন।

০৯

ওয়ার্ড বয় ৮ম শ্রেণী পাশ এবং ১-২ বছরের বাস্তব অভিজ্ঞতা  সম্পন্ন।

১০

আয়া (মহিলা) ৫ম শ্রেণী পাশ এবং ১ বছরের বাস্তব অভিজ্ঞতা  সম্পন্ন।

আবেদন করার প্রক্রিয়াঃ

আগ্রহী প্রার্থীদের আগামী ১৫/০৭/২০২১ইং তারিখের মধ্যে সরাসরি / কুরিয়ার / ডাকযোগে / ই-মেইলে ২ কপি রঙিন ছবিসহ জীবন বৃত্তন্ত বা সিভি নিম্নে উল্লেখিত ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

ঢাকা অফিস: আলহাজ্জ্ব সামছুল হুদা আধুনিক মা ও শিশু হাসপাতাল, নাভানা জহুরা স্কয়ার (১২ তলা) ২৮, কাজী   নজরুল ইসলাম এভিনিউ, বাংলামোটর, ঢাকা-১০০০। ফোন:+৮৮০২৫৫১৬৮০৩১-৩৭ ফ্যাক্স:+৮৮০২৫৫১৬৮৪০

ইমেইল: shamsulhudamaaoshishuhospital@gmail.com

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen