আজ, বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

Amra Kaj Kory NGO Job Circular

আগস্ট ২৩, ২০২৩, ৯:৩৫ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Amra Kaj Kory NGO Job Circular, Amra Kaj Kory NGO Job Circular

আমরা কাজ করি (একেকে) একটি বেসরকারী ও উন্নয়নমূলক সংস্থা। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি(এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত, সনদ নং ০১৬১৩-০১০৮১-০০৬৬১ এবং পিকেএকএফ এর সহযোগী সংস্থা। সংস্থা যে সকল উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে তার মধ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম অন্যতম। পিকেএসএফ এর আর্থিক সহায়তায় পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রমে নিন্মোক্ত পদে দরখাস্ত আহবান করা যাচ্ছে :

পদের নাম

ক্রম
পদের নাম,বয়স ও সংখ্যা
             যোগ্যতা ও অভিজ্ঞতা
বেতন ও অন্যান্য সুবিধাদি
এরিয়া ম্যানেজার- (বয়স অনুর্ধ-৪১ বছর)
পদ সংখ্যা-২
প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক / স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত ক্ষুত্রঋণ কার্যক্রমে একসাথে ৬টি শাখা পরিচালনায় সংশ্লিষ্ঠ পদে কমপক্ষে ৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এ দক্ষ হতে হবে।মোটর সাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। MS Office email, online software, internet browsing সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে । বেতন-ভাতা: শিক্ষানবীশকালীন (৬ মাস) মাসিক সর্বসাকুল্যে ৩৯,০০০/= টাকা। শিক্ষানবীশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন-ভাতা ৪২,৩৫০/= টাকা প্রদান করা হবে। এছাড়া মোটর সাইকেল জ্বালানি, লাঞ্চ ও মোবাইল বিল সংস্থার পলিসি অনুযায়ী প্রদান করা হবে।সংস্থায় স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড,গ্রাচ্যুইটি ফান্ডের সুবিধা প্রাপ্য হবেন।
শাখা ব্যবস্থাপক (বয়স অনুর্ধ-৩৫ বছর)
পদ সংখ্যা-৪
যে কোনো বিষয়ে স্নাতক / স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত ক্ষুত্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ঠ পদে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। MS Office email, online software, internet browsing সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। Online software browsing সম্পর্কে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। মোটর সাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে চাকুরীতে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন-শিক্ষানবীশকালীন সময়ে সর্বসাকুল্যে ২৯,০০০/= টাকা। (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষ), শিক্ষা নবীশকাল ৬ মাস, স্থায়ী করণের পর সংস্থার বেতন কাঠামো অনুসারে বেতন হবে ৩১,২০০/- টাকা প্রদান করা হবে। এছাড়া মোটর সাইকেল জ্বালানি, লাঞ্চ ও মোবাইল বিল সংস্থার পলিসি অনুযায়ী প্রদান করা হবে।সংস্থায় স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড,গ্রাচ্যুইটি ফান্ডের সুবিধা প্রাপ্য হবেন।
শাখা হিসাবরক্ষক (বয়স অনুর্ধ-৩৫ বছর)
পদ সংখ্যা-৫
হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিংও ফাইন্যান্স বিষয়ে স্নাতক / স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত ক্ষুত্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ঠ পদে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। MS Office email, online software, internet browsing সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে । Datasoft System Limited Bangladesh Gi microfin360.com software browsing সম্পর্কে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন-শিক্ষানবীশকালীন সময়ে সর্বসাকুল্যে ২০,০০০/= টাকা। (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষ), শিক্ষা নবীশকাল ৬ মাস, স্থায়ী করণের পর সংস্থার বেতন কাঠামো অনুসারে বেতন হবে ২২,৫২০/- টাকা প্রদান করা হবে।এছাড়া, লাঞ্চ বিল, মোবাইল বিল সংস্থার পলিসি অনুযায়ী প্রদান করা হবে।সংস্থায় স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড,গ্রাচ্যুইটি ফান্ডের সুবিধা প্রাপ্য হবেন।
সিনিয়র ফিল্ড অফিসার
(বয়স অনুর্ধ-৩৬বছর)
পদ সংখ্যা -১৫
যে কোন বিষয়ে স্নাতক পাস হতে হবে। ক্ষুত্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ঠ পদে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।মোটর সাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে চাকুরীতে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন-১)স্নাতকপাস এবং ন্যুনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষা নবীশকালীন সময়ে সর্বসাকুল্যে ১৯,০০০/= টাকা এবং স্থায়ীকরণের পর ২১,৫২০/- টাকা। ২) এইচ এস সি পাস এবং অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষ। এছাড়া মোটর সাইকেল জ্বালানি, লাঞ্চ ও মোবাইল বিল সংস্থার পলিসি অনুযায়ী প্রদান করা হবে।সংস্থায় স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড,গ্রাচ্যুইটি ফান্ডের সুবিধা প্রাপ্য হবেন।
জুনিয়র ফিল্ড অফিসার (বয়স অনুর্ধ-৩৩ বছর)
পদ সংখ্যা-১০
যে কোন বিষয়ে এইচ এস সি/ স্নাতক পাস হতে হবে।ক্ষুত্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ঠ পদে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।মোটর সাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে চাকুরীতে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন-১) শিক্ষা নবীশকালীন সময়ে সর্বসাকুল্যে ১৭,০০০/= টাকা এবং স্থায়ীকরণের পর ১৮৮০০/- টাকা। ২) এইচ এস সি পাস এবং অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষ। এছাড়া, লাঞ্চ বিল, মোবাইল বিল সংস্থার পলিসি অনুযায়ী প্রদান করা হবে।সংস্থায় স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড,গ্রাচ্যুইটি ফান্ডের সুবিধা প্রাপ্য হবেন।

 

আবেদনের শর্তাবলীঃ

আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, সকল পরীক্ষায় পাশের সনদ,অভিজ্ঞতার সনদ,জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও,মোবাইল নম্বর সহ, নির্বাহী পরিচালক, আমরা কাজ করি(একেকে), প্রধান কার্যালয়,৩৫/৭/১, উত্তর কমলাপুর,ফরিদপুর-৭৮০০, বরাবর আবেদন পত্র আগামী ৮ সেপ্টেম্বর’২০২৩ ইং তারিখের মধ্যে akkrec2022@gmail.com /ডাকযোগে প্রেরণ করার জন্য বলা হলো। সংস্থায় চাকুরীতে মনোনিত হলে নিকটতম আত্মীয়সহ ২জন ব্যক্তির জামিনদার হলফনামা দিতে হবে এবং প্রার্থীকে চরাঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে। উল্লেখ্য লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচী মোবাইলের মাধ্যমে জানানো হবে। দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ।

*চাকুরী পাওয়ার ক্ষেত্রে যে কোন সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে।*

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen