আজ, মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

বাংলাদেশ ব্যাংক এর চাকরি পরীক্ষার তারিখ ও ফলাফল | Bangladesh Bank Jobs Exam Date and Result

অক্টোবর ২৬, ২০২৪, ৯:০০ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Bangladesh Bank Jobs Exam Date and Result, Bangladesh Bank Jobs Exam Date and Result 2024Bangladesh Bank Jobs Exam Date and Result

Bangladesh Bank Jobs Exam Date and Result

অগ্রণী ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসারের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের অন্তর্ভুক্ত অগ্রণী ব্যাংক পিএলসি ও জনতা ব্যাংক পিএলসির ২০২০ সালভিত্তিক নবম গ্রেডের ‘সিনিয়র অফিসার (প্রকৌশল-টেক্সটাইল)’ পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ক্যারিয়ারসংক্রান্ত ওয়েবসাইটে এই তারিখ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (প্রকৌশল-টেক্সটাইল)’ ১০টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় ৮১ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এই প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১২ ও ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের চতুর্থ তলা), মতিঝিল, ঢাকা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পদের জব আইডি ১০১৫৫।

১০ ব্যাংকের ৯২২ পদের প্রিলির ফল ও লিখিতের সূচি প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (জেনারেল)’–এর ৯২২টি শূন্য পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। এ পদের জব আইডি-১০১৮০।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (জেনারেল)’–এর ৯২২টি শূন্য পদে সমন্বিতভাবে নিয়োগের উদ্দেশ্যে ১০ নভেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ১০ হাজার ৫৭৪ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এ উত্তীর্ণ প্রার্থীদের এবার লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার কেন্দ্রগুলো হলো—মডেল একাডেমি, পাইকপাড়া গভ. (ডি-টাইপ) কলোনি, মিরপুর-১, ঢাকা; সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, গজনবি রোড, কলেজগেট, মোহাম্মদপুর, ঢাকা; ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর-১, ঢাকা; শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা; বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি, তালতলা, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা এবং ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল, ধানমন্ডি, ঢাকা।

লিখিত পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এ ক্ষেত্রে বিলম্বে উপস্থিতি কোনো অজুহাতেই গ্রহণযোগ্য হবে না।

প্রবেশপত্র (এক কপি) ছাড়া কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, মুঠোফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্টকার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। উল্লিখিত কোনো কিছু পরীক্ষা চলাকালীন পাওয়া গেলে কিংবা অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে পরীক্ষা বাতিল করা হবে। প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না।

পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর ও কেন্দ্রের তালিকা এখানে দেখা যাবে।

 

 

 

বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন পদে নিয়োগের উদ্দেশ্যে প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও ফলাফল প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকে ‘অফিসার (এক্স ক্যাডার-নার্স)’ পদে নিয়ােগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচী সংক্রান্ত সংশােধিত বিজ্ঞপ্তি।

বাংলাদেশ ব্যাংকে ‘অফিসার (এক্স ক্যাডার-নার্স)’ পদে নিয়ােগের নিমিত্তে ১৫/০৭/২০১১ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি নং-৪৯/২০১১ এর মাধ্যমে স্থগিতকৃত মৌখিক পরীক্ষা নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের মূল ভবনে (৪র্থ তলা) অনুষ্ঠিত হবে :

 

 

Strengthening the financial sector is a vital concern for an economy. Efficient banking or sound financial system serves as an effective channel for mobilizing funds from savers to productive sectors and thus helps to achieve economic growth. However, the idea of ‘Bank’ is so ancient and this concept is evolving over time. Around the time of Adam Smith (1776) there was a massive growth in the banking industry. Within the new system of ownership and investment, the state’s role as an economic actor changed substantially. The Jews in Jerusalem introduced a kind of banking in the form of money lending before the birth of Christ. The word ‘Bank’ was probably derived from the word ‘bench’ as during ancient time Jews used to do money lending business sitting on long benches. First modern banking was introduced in 1668 in Stockholm as ‘Svingss Pis Bank’ which opened up a new era of banking activities throughout the European Mainland.

In the South Asian region a major landmark was the establishment of the Hindustan Bank in 1700 at Kolcutta. Dhaka Bank started to operate in1806. Banks established in this region during the British period include Kurigram Bank (1887), Kumarkhali Bank(1896), Mahalaxmi Bank, Chittagong bank(1910), Dinajpur Bank(1914), Comilla Banking Corporation (1914) and Comilla Union Bank(1922). Major Indian Banks also had branches in this territory. In Europe prior to the 17th century most money was Commodity Money, typically Gold or silver. However, promises to pay were widely circulated and accepted as value at least five hundred years earlier in both Europe and Asia. The medieval European Knights Templar ran probably the best known early prototype of a central banking system. At about the same time, Kublai Khan of the Mongols introduced Fiat Currency to China, which was imposed by force by the confiscation of Specie. Although central banks are generally associated with fiat money, under the international Gold Standard of the nineteenth and early twentieth century’s central banks developed in most of Europe and in Japan, though elsewhere Free Banking or Currency Boards were more usual at this time. Problems with collapses of banks during downturns, however, was leading to wider support for central banks in the respective nations which did not as yet possess them, most notably in Australia.

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen