আজ, রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

Bangladesh Health Professions Institute Admission Circular

জুন ২৬, ২০২৩, ৯:০১ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Bangladesh Health Professions Institute Admission Circular, Bangladesh Health Professions Institute Admission Circular

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি পুনঃ বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত এবং এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে একাডেমিক ৪ বছর ও ১ বছর বাধ্যতামূলক ইন্টার্নশীপসহ মোট ৫ বছর মেয়াদী নিম্নে বর্ণিত কোর্স সমূহে ১ম বর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে।

  1. বিএসসি-ইন ফিজিওথেরাপি
  2. বিএসসি-ইন অকুপেশনাল থেরাপি
  3. বিএসসি-ইন স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিএসসি ইন প্রস্থেটিক্স এন্ড অর্থোটিক্স

ভর্তির জন্য আবেদনের যোগ্যতা :

জীববিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়ন সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৮.০০ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পৃথক পৃথক ভাবে জিপিএ ৩.৫০ থাকতে হবে। আবেদনকারীকে ২০১৯ অথবা ২০২০ সালে মাধ্যমিক/ সমমান পরীক্ষায় এবং ২০২১ অথবা ২০২২ সালে উচ্চ মাধ্যমিক / সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদন করার নিয়মাবলী:

Bangladesh Health Professions Institute (BHPI) এর Website: www.bhpi.edu.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার বিস্তারিত নিয়মাবলী ওয়েবসাইটে দেয়া আছে। আবেদন করার জন্য Mozilla Firefox Browser ব্যবহার করতে হবে।
Website link: www.bhpi.edu.bd/bachelor-program/

ভর্তি পরীক্ষা পদ্ধতি ঃ

ক) মোট ২০০ নম্বরের মধ্যে ফলাফল প্রস্তুত করা হবে। এসএসসি এবং এইচএসসি এর ফলাফলের জন্য = ১০০ নম্বর (এসএসসি=৪০% এবং এইচএসসি=৬০%)।

খ) লিখিত পরীক্ষা (এমসিকিউ পদ্ধতি) = ১০০ নম্বর ।
লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক মানবন্টন : পদার্থবিদ্যা = ২৫, রসায়নবিদ্যা = ২৫, জীববিদ্যা = ২৫, ইংরেজী = ১৫, সাধারণ জ্ঞান = ১০ অনলাইনে আবেদনের শেষ তারিখ (পরিবর্তিত তারিখ) ঃ বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ১৯/০৭/২০২৩ ইং পর্যন্ত ।

ভর্তি ও স্বাস্থ্যগত পরীক্ষার সময়সূচী (পরিবর্তিত তারিখ) ঃ ২২/০৭/২০২৩ ইং সকাল ১০ টায়, বিএইচপিআই, সিআরপি, সাভার। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রয়োজনে ফোন নম্বর সমূহ
: 28/07/2013 ইং বিকাল ৫.০০ টায় । ঃ ০১৭৩০০৫৯৬৪৭; 02-224445464-5
( অফিস চলাকালীন সময় শনিবার – বুধবার সকাল ৮.০০ টা থেকে বিকাল ৫.০০ টা এবং বৃহস্পতিবার ৮.০০ টা থেকে দুপুর ১.৩০ টা পর্যন্ত; শুক্রবার বন্ধ) বিদ্রঃ ভর্তি সংক্রান্ত যে কোন ব্যাপারে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।
অধ্যক্ষ বিএইচপিআই, সিআরপি ।

Bangladesh Health Professions Institute Admission Circular

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen