Bangladesh Parjatan Corporation Admission 2025
Bangladesh Parjatan Corporation Admission 2025, Bangladesh Parjatan Corporation Admission
দেশে-বিদেশে হোটেল, মোটেল, গেস্ট হাউজ, রেস্তোরাঁ, ফাস্ট ফুড শপ, বেকারী, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, বিমান সংস্থাসহ পর্যটন শিল্প ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানে প্রাসঙ্গিক ক্ষেত্রে কর্মজীবন গড়ে তুলতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নিম্নবর্ণিত বিষয়ে ১৮ সপ্তাহ মেয়াদী ন্যাশনাল সার্টিফিকেট কোর্সে ভর্তির অনলাইন লিংক-এ : www.nhtti.gov.bd/admission আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে।
* আধুনিক প্র্যাকটিক্যাল ল্যাব
* আন্তর্জাতিকমানের কোর্স কারিকুলাম
* দেশে ও বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ প্রশিক্ষকবৃন্দ
* প্রতিদিন ১ ঘণ্টা করে বিষয়ভিত্তিক ইংরেজী ক্লাস
* বেসিক কম্পিউটার প্রশিক্ষণ
* কৃষ্টি ও সংস্কৃতি বিষয়ে পাঠদান
* আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানসমূহে (হোটেল/মোটেল/রেস্তোরাঁ/ট্রাভেল এজেন্সি) এটাচমেন্ট ও প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। সরকারী তত্ত্বাবধানে বিদেশে কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
১। সর্বোচ্চ ৩৫ বছর বয়সের প্রার্থীগণ আবেদন
করতে পারবেন ।
২। ট্যুর গাইড এ্যান্ড ট্রাভেল এজেন্সি অপারেশন্স এবং ফ্রন্ট অফিস এ্যান্ড সেক্রেটারিয়াল অপারেশন্স কোর্সের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান এবং অন্যান্য কোর্সের জন্য ন্যূনতম এসএসসি বা সমমানের।
৩। যোগাযোগ : 02222279291, 022222992৮৯, ০১৯৯১-১৩৯০১১
৪। আবেদনপত্র দাখিল করার শেষ তারিখ : 09/08/2020 1
৫। ভর্তির শেষ সময় : ১৭/০৬/২০২৫।
৬। কোর্স আরম্ভ হওয়ার তারিখ : ১৯/০৬/2025 ৭।
লিংক : www.nhtti.gov.bd/admission