আজ, বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

বাসাইল পৌরসভা কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি | Basail municipality office job circular

অক্টোবর ১৯, ২০২০, ৮:০০ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


এই সার্কুলারের আবেদনের সময় শেষ হয়ে গিয়েছে, নতুন চাকরির খবর গুলো দেখতে ক্লিক করুন

Basail municipality office jobs, Basail municipality office jobs news

চাকরির বর্ণনাঃ

বাসাইল পৌরসভা কার্যালয় এ নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

পদ সমুহঃ

নিচের বিজ্ঞাপনটি দেখুন

আবেদন করার প্রক্রিয়াঃ

আবেদনের শেষ তারিখ: ০২/১১/২০২০ ইং 

বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)

Basail municipality office job circular

এক নজরে পৌরসভা
নামঃ বাসাইল পৌরসভারআয়তনঃ ১৬.৩৪ বর্গ কিঃমিঃ• লোক সংখ্যাঃ ২৭৫৭৫ জন(পুরম্নষ- ১৩৮৭০,মহিলা-১৩৭০৫)• খানার সংখ্যাঃ ৪৫৬০ টি •ভোটার সংখ্যাঃ ১৩,৫৭৮ টি •গ্রামের সংখ্যাঃ ১০ টি •মৌজা সংখ্যাঃ ০৬ টি• শিক্ষা প্রতিষ্ঠানঃ 1) কলেজঃ ০২টি 2) হাই স্কুলঃ ০৪টি 3) মাদ্রাসাঃ ০৩টি 4) সঃপ্রাঃবিদ্যালয়ঃ ০৬টি • শিক্ষার হারঃ ৬৩% • স্যানিটেশনঃ ১০০% • সাস্থ্য কমপেস্নক্সঃ ০১টি • মসজিদঃ ২৮টি

টাংগাইল জেলা সদরের পূর্ব- দক্ষিণে বাসাইলের দূরত্ব ১৯ কিলোমিটার। বাসাইল উপজেলার পূর্ব সীমান্তে সখিপুর উপজেলা চিহ্নিত করে অদ্ভুত বক্রগমনে বংশী নদী প্রবহমান। দক্ষিণে মির্জাপুর ও দেলদুয়ার উপজেলা, পশ্চিমে জেলা সদর টাংগাইল ও উত্তরে কালিহাতী উপজেলা।

আয়তনঃকোন জনপদের অবস্থান স্থির থাকলেও সময়ের আবর্তনে তার আকার আকৃতির হেরফের ঘটে। সময়ান্তরে কমে সময়ান্তরে বাড়ে। একে বলে সময়ের হাত। সময়ের এই অমোঘ হাত থেকে কোন স্থানের চিরায়ত আকারকে রক্ষা করা খুব কঠিন কাজ। বাসাইলের সৃষ্টিকাল ১৯১৩ সন। তখন এ থানার ইউনিয়ন সংখ্যা ছিল ১০টি। (১) বাসাইল, (২) হাবলা, (৩) কাশিল, (৪) কাঞ্চনপুর, (৫) ফুলকী, (৬) কাউলজানী, (৭) যাদবপুর, (৮) হাতিবান্ধা, (৯) গজারিয়া, (১০) ডুবাইল। ১৯৭৬ সনে সখিপুর উপজেলা সৃষ্টি হয় ৬টি ইউনিয়ন নিয়ে। তম্মধ্যে ৩টি ইউনিয়ন বাসাইল থেকে নেয়া হয় যথা- (১) যাদবপুর, (২) হাতিবান্ধা (৩) গজারিয়া। ১৯৮৩ সনে দেলদুয়ার উপজেলা সৃষ্টি হলে ডুবাইলকে নেয়া হয় বাসাইল থেকে। ১৯৮৩ সনে অবশিষ্ট ৬টি ইউনিয়ন নিয়ে বাসাইল থানা রূপান্তরিত হয় বাসাইল উপজেলায়। বর্তমান বাসাইল উপজেলায় ৬টি ইউনিয়নের মৌজা সংখ্যা-৭৩ এবং গ্রাম সংখ্যা ১০৭। এর মোট আয়তন প্রায় ১৫৭.৭৮ বর্গকিলোমিটার, নদী ও জলাশয়ের পরিমাণ প্রায় ৪.৩ বর্গকিলোমিটার

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen