আজ, সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

২০২০-২১ শিক্ষা বর্ষে বিডিএস ডেন্টাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি । BDS Dental Admission Circular

মার্চ ২৫, ২০২১, ১০:০০ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


BDS Dental Admission Circular, BDS Dental Admission Circular 2021

১ম বর্ষ বিডিএস কোর্সে ভর্তির আবেদন আহ্বান (২০২০-২০২১ শিক্ষাবর্ষ)।

সকল সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ/ইউনিট/ইনষ্টিটিউট এর জন্য প্রযােজ্য।

২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তির জন্য আবেদন বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী অনলাইনে আবেদনপত্র নির্ধারিত ছকে এবং নিম্নলিখিত শর্তাধীনে আহ্বান করা হচ্ছে :

০১. বাংলাদেশের নাগরিক শিক্ষার্থী যারা ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং ২০১৯ বা ২০২০ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানসহ উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তির আবেদন করার যােগ্য হবেন। ইংরেজি ২০১৭ সালের পূর্বে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা আবেদনের যােগ্য বলে বিবেচিত হবেন না।

০২. সকল দেশী ও বিদেশী শিক্ষা কার্যক্রমে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মােট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।

০৩. সকল উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মােট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যােগ্য হবেন না।

০৪. সকলের জন্যে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপি ৩.৫০ থাকতে হবে।

০৫, ১০০ (একশত) নম্বরের ১০০ (একশত)টি এমসিকিউ প্রশ্নের ১ (এক) ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর বিন্যাস: জীববিজ্ঞান ৩০; রসায়নবিদ্যা ২৫; পদার্থবিদ্যা ২০; ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান: বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ ১০।

০৬. লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

০৭. লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন। শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীদের মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

০৮. এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মােট ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিত ভাবে মূল্যায়ন করা হবে:

ক) এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ১৫ গুণ = ৭৫ নম্বর (সর্বোচ্চ)

খ) এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ২৫ গুণ = ১২৫ নম্বর (সর্বোচ্চ)

০৯, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষায় পূর্ববর্তী বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমােট (Aggregated) নম্বর (এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১৫ গুণ + এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২৫ গুণ + ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর) থেকে ০৫ (পাঁচ) নম্বর কর্তন করে এবং পূর্ববর্তী বৎসরের সরকারি ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট/মেডিকেল কলেজ এ ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে মােট প্রাপ্ত নম্বর থেকে ০৭.৫ (সাত দশমিক পাঁচ) নম্বর কর্তন করে মেধা তালিকা তৈরি করা হবে।

১০. লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং উপযুক্ত বর্ণিত পদ্ধতিতে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যােগফলের ভিত্তিতে কৃতকার্য । পরীক্ষার্থীদের মেধা তালিকা প্রণয়ন করা হবে।

১১. অনলাইনে আবেদন পূরণ করার নির্দেশাবলী www.dghs.gov.bd ভালভাবে পড়ে বুঝে নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে অনলাইন আবেদন পূরণ করতে হবে। পরীক্ষার ফিস হিসেবে শুধু Prepaid টেলিটকের মাধ্যমে ১০০০/- (এক হাজার) টাকা জমা দিতে হবে।

১২. অনলাইনে আবেদন শুরুর তারিখ: ২৭-০৩-২০২১ খ্রিঃ শনিবার (দুপুর ১২.০০টা)।

১৩. অনলাইনে আবেদনের শেষ তারিখ: ১৫-৪-২০২১ খ্রিঃ বৃহস্পতিবার (রাত্রি ১১.৫৯ মিঃ পর্যন্ত), এরপর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

১৪. প্রবেশপত্র বিতরণ (ডাউনলােড); ২৪-০৪-২০২১ খ্রিঃ শনিবার থেকে ২৬-০৪-২০২১ খ্রিঃ সােমবার পর্যন্ত।

১৫. ভর্তি পরীক্ষার তারিখ: ৩০-০৪-২০২১ খ্রিঃ শুক্রবার (সময়: সকাল ১০:০০ টা হতে ১১:০০ টা)।

১৬. BDS ভর্তির জন্য Online ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য (detail instructions for applicant) টেলিটকের | ওয়েবসাইট: http://dghs.teletalk.com.bd, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েব সাইট www.mohfw.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট www.dghs.gov.bd হতে জানা যাবে।

১৭, আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ এবং চূড়ান্তকরণ কম্পিউটারের মাধ্যমে করা হবে।

১৮.১ বাংলাদেশী নাগরিক শিক্ষার্থী যারা বিদেশী শিক্ষা (0-Level/A-Level) কার্যক্রমে এসএসসি/এইচএসসি এর সমমান পরীক্ষায় উত্তীর্ণ তাদের মার্কস সীটসমূহ বাংলাদেশে প্রচলিত জিপিএতে রূপান্তর করে Equivalence Certificate সংগ্রহ করার পর অনলাইনে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তাদেরকে পরিচালক, চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরাবরে ২০০০/- (দুই হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ আবেদন করে Equivalence Certificate সংগ্রহ করার সময় ID নম্বর নিতে হবে। (Equivalence Certificate সংগ্রহ করার জন্য এসএসসি/এইচএসসি এর সমমান পরীক্ষার মূল মার্কস সীট ও সনদপত্র প্রযােজ্য ক্ষেত্রে এবং মার্কস সীট ও সনদপত্রসমূহের সত্যায়িত কপি সাথে আনতে হবে)। ইতােমধ্যে যারা এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার জন্য Equivalence Certificate ও ID নিয়েছেন তাদের নতুন করে Equivalence Certificate ও ID নেওয়ার প্রয়ােজন নাই।

১৮.২ বাংলাদেশের নাগরিক যারা বিদেশ থেকে এসএসসি এবং এইচএসসি এর সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের মার্কসীটসমূহ সংশ্লিষ্ট দেশের বাংলাদেশী

দূতাবাস বাংলাদেশে অবস্থিত সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা, বাংলাদেশ কর্তৃক সত্যায়িত করাতে হবে, অন্যথায় Equivalence Certificate দেওয়া যাবে না।

১৯, মুক্তিযােদ্ধা কোটার (বীর মুক্তিযােদ্ধার সন্তান, সন্তানদের সন্তান) দাবিদার হলে Eligible for Freedom Fighter Quota বাটনে ক্লিক করতে হবে। 

মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযােদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং ৪৮.০০.০০০০.০০৩.২৫.০১৯.২০.৮৭৫ তারিখ ১৮/১০/২০২০ খ্রি: মূলে প্রকাশিত পরিপত্র অনুযায়ী স্বীকৃত তালিকা/গেজেটের নম্বর অনলাইন আবেদনে এন্ট্রি করতে হবে। চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নির্বাচিত ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তির সময় মুক্তিযােদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বর্ণিত পরিপত্র অনুযায়ী মুক্তিযােদ্ধা কোটায় অন্তর্ভুক্তির যথাযথ প্রমাণাদি দাখিল করতে হবে। প্রমাণক ভুল প্রমাণিত হলে ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তির যােগ্য বিবেচিত হবে না। ভুল করে এই মুক্তিযােদ্ধা কোটা অপশন দিলে কোটায় আসন পেলেও ভর্তি বাতিল হয়ে যাবে। মুক্তিযােদ্ধা কোটার দাবিদার প্রার্থীর ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য বিধি বিধান অনুসরণ করা হবে।

২০. নির্বাচিত প্রার্থীদের দেয়া তথ্য অসম্পূর্ণ অথবা ভুল প্রমাণিত হলে, তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। ২১. ভর্তি সংক্রান্ত যে কোন তথ্য স্বাস্থ্য অধিদপ্তর/স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট WWW.dghs.gov.bd থেকে জানা যাবে।

২২. ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

২৩. করােনাকালীন সময়ে পরীক্ষা সংক্রান্ত কার্যক্রমে স্বাস্থ্যবিধি মানার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরােধ করা হলাে।

BDS Dental Admission Circular

BDS Dental Admission Circular

 

 

 

 

 

Dental College Admission Test Will be Basis on MCQ type Question. Medical Dental Admission Test Will be Held on 9th November 2019. The Authority Published Dental College (BDS) Medical Admission Circular. Dental College BDS Medical admission test Circular 2019 for sessions 2019-20. 

Dental Admission Schedule:

  • Online Application Start: 16th October 2019
  • Online Application End: 27th October 2019
  • Admission Test Date: 9th November 2019
  • Dental Admission Result: 13 November 2019

According to the Directorate of Health Services, all medical and dental colleges in Bangladesh have around 8,500 seats. There are approximately 2,800 seats in 22 government medical colleges and 4,250 in 53 private medical colleges. The nine public dental colleges and the dental units of medical colleges have around 570 seats, while the 14 private dental institutes have some 900 seats.

  • Govt. Medical College: 22
  • Number of Available Seat: 2812
  • Non- govt Medical College: 53
  • Number of Available Seat: 4245
  • Available Seat of Dental Department: 567

Admission Requirements:

    • Candidates must passed SSC or Equivalent in 2016 / 2017 and HSC or Equivalent (With Chemistry, Biology and Physics) in 2018 / 2019
    • For the general candidates must have minimum total GPA 9.0 in SSC and HSC or equivalent, minimum GPA 3.5 in each of SSC and HSC in Bangladesh & Foreign Education Program.
    • For all type of candidates GP 3.5 in Biology in HSC level

How To Apply Medical Admission

Please browse www.dghs.teletalk.com.bd , then Give your Information and click Next. Fill up Your Application Properly. Now Upload Image and Signature. After Review Properly click Submit. Now Pay Application Fee by Teletalk Prepaid Mobile. SMS format are Given Below:

Please read instructions carefully before apply. Download Admission Circular

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen