আজ, বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

Boss Seeds Company Job Circular

সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১২:১২ অপরাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Boss Seeds Company Job Circular, Boss Seeds Company Job Circular

বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অনুমোদিত “বস সীডস” একটি দ্রুত বিকাশমান এবং ক্রমবর্ধনশীল বীজ উৎপাদন ও বিপণ কোম্পানি৷ বস সীডস দেশের বিভিন্ন উপজেলায় নিন্ম বর্ণীত যোগ্যতা সম্পন্ন কিছু সংখ্যক বিপণন কর্মকর্তা ও বিক্রয় প্রতিনিধি শর্তসাপেক্ষে জরুরী ভিত্তিতে নিয়োগ দিতে ইচ্ছুক।

বিপণন কর্মকর্তা

  • বিক্রয় প্ৰতিনিধি
  • বিপণন কর্মকর্তা

প্রার্থীর যোগ্যতা এবং শর্তাবলীঃ

১) সরকার অনুমোদিত কলেজ হতে উচ্চ মাধ্যমিক পাশ অথবা পলিটেকনিক ইনস্টিটিউট হতে কৃষি ডিপ্লোমা উত্তীর্ণ।

২) বীজ, কীটনাশক, সার অথবা অন্যান্য কৃষিপণ্য বিক্রয়ে বিক্রয় প্রতিনিধি হিসেবে অন্তত ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা।

৩) বয়সঃ অনধিক ৩০ (ত্রিশ) বছর।

৪) কর্মস্থলঃ বাংলাদেশের যে কোন উপজেলায় কাজ করতে ইচ্ছুক।

৫) সৎ, কর্মঠ, মিশুক, পণ্য বিক্রয়ে দক্ষ, দায়িত্বশীল এবং নিষ্ঠাবান

৬) স্মার্ট ফোন ও কম্পিউটারের MSWord, Excel, Email, Internet ইত্যাদি এবং মোটরসাইকেল চালাতে ইচ্ছুক/পারদর্শী।

৭) তিন জন গ্যারান্টরের ব্যক্তিগত গ্যারান্টি প্রদানে সক্ষম।

৮) বস সীডস এর বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম।

বেতন ও ভাতাদিঃ বস সীডস এর পলিসি মোতাবেক বেতন-ভাতা, টিএডিএ, অর্জিত ও চিকিৎসা ছুটি, গ্রুপ ইনস্যুরেন্স ইত্যাদি প্রদান করা হবে।

আগ্রহী ব্যক্তিদের (১) পদের নাম উল্লেখপূর্বক স্বাক্ষরিত আবেদন পত্র, (২) সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি এবং তিন জন গ্যারান্টরের বিস্তারিত (নাম, ঠিকানা ও মোবাইল নং) সহ বায়ো ডাটা, (৩) অভিজ্ঞতা সনদপত্র, (৪) শিক্ষাগত সনদপত্র, (৫) স্থায়ী ঠিকানার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, (৬) জাতীয় পরিচয়পত্র, (৭) অন্যান্য সনদপত্র (যদি থাকে) ক্রমানুসারে সাজিয়ে ১টি মাত্র পিডিএফ (PDF) ফাইল তৈরি করে<enam.bossseeds@gmail.com> ইমেইল ঠিকানায় আগামী ৩০/০৯/২০২৪ ইং তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণের জন্য অনুরুধ করা হল

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen