আজ, সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

Christian Mission Hospital Job Circular | খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল এ নিয়োগ বিজ্ঞপ্তি

জুন ১৫, ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Christian Mission Hospital Job Circular, Christian Mission Hospital Job

চাকরির বর্ণনাঃ

খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল (সিএমএইচ) ঐতিহ্যবাহী বিভাগীয় শহর রাজশাহীর প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারী লাইসেন্সপ্রাপ্ত একটি প্রাচীন, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও সেবাধর্মী হাসপাতাল। বর্তমানে হাসপাতালে আউটডোর ছাড়াও পুরুষ, মহিলা, মেটারনিটি ও শিশু বিভাগ ওয়ার্ড চলমান আছে। হাসপাতালে স্ত্রী রোগ, মেডিসিন, সার্জারী, অর্থোপেডিক, ইএনটি, চুক্ষরোগ ও শিশু রোগের চিকিৎসাসহ সকল ধরণের রোগের চিকিৎসা করা হয়। একই সঙ্গে এখানে প্রসুতি মায়ের পরিচর্য্যা, এএনসি, পিএনসিসহ নরমাল ডেলিভারীর ব্যবস্থা আছে। এখানে সিজারিয়ান সেক্শনসহ সকল প্রকার অপারেশন নিয়মিত করা হয়। খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল (সিএমএইচ)এর অধীনে একটি প্রাইমারী হেলথ কেয়ার (পএইচসি) প্রোগ্রামও পরিচালিত হচ্ছে।

খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল (সিএমএইচ)-এর কার্যক্রমকে মানসম্মত ভাবে চলমান রাখার স্বার্থে অত্র প্রতিষ্ঠানে লোক নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ব্যাপারে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে অতিসত্বর দরখাস্ত আহবান করা হচ্ছে।

পদ সমুহঃ

মেট্রন – ১ জন।

শিক্ষাগত যোগ্যতাঃবাংলাদেশ নার্সিং কাউন্সিল অনুমোদিত বিএসসি (নার্সিং) পাশ হতে হবে। অথবা ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াফারী কোর্স পাশ এবং তৎসহ সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

অভিজ্ঞতাঃ সর্বোচ্চ ১৫ বছর

চাকরির দায়িত্বসমূহ

  • মিশন হাসপাতালের নার্সিং সেবা নিরবিচ্ছিন্ন ও বর্তমানের চেয়ে অধিক বৃদ্ধি করা।
  • হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স, ওয়ার্ড বয়, আয়া ও ক্লীনারদের ডিউটি প্ল্যান রচনাসহ তাদের দৈনন্দিন কাজের তত্তাবধান করতে হবে।
  • হাসাপাতালের পুরুষ, মহিলা, মেটারনিটি ও শিশু বিভাগে ভর্তি রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যেন ২৪ ঘন্টা প্রয়োজনীয় মানসম্মত চিকিৎসা নিশ্চিত হয় তার তত্তাবধান করতে হবে।
  • হাসপাতাল ওয়ার্ডে রোগীদের ভর্তি, তাদের সকল প্রকার নার্সিং সেবা প্রদান, প্রয়োজনীয় ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষাসহ সার্জারী, রোগীদের ডিসচার্জ, ইত্যাদি কাজগুলি যেন দ্রুততার সাথে সম্পন্ন হয় ও রোগীদের সন্তুষ্টি বিধান হয়, তা নিশ্চিত করতে হবে।
  • নার্সিং সেবার মান উন্নত রাখার জন্য কর্মরত নার্স ও ছাত্র-ছাত্রীদের অন-জব প্রশিক্ষণ প্রদান করতে হবে।
  • হাসপাতালে সম্পাদিত নরমাল ডেলিভারীতে প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করতে হবে।
  • চিকিৎসা সংক্রান্ত সকল প্রকার রেকর্ড সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
  • হাসপাতাল ও ওয়ার্ড পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
  • রোগীদের সেবার স্বার্থে অন্যান্য দায়িত্ব যখন যা প্রদান করা হবে তা পালন করতে হবে।
  • বিলিং-এ ত্রুটি খুঁজে তার সমাধান করা।
  • হাসপাতালের মেডিকেল ইকুইপমেন্ট চালানো ও যত্নসহকারে তা রোগীদের জন্য ব্যবহারে তৎপর হতে হবে।
  • প্রধান নির্বাহী পরিচালকের পরামর্শ মোতাবেক সকল নার্সদের পরিচালনা দিতে হবে।

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ

  • বয়স ২৮ থেকে ৬৫ বছর
  • শুধুমাত্র নারীরা আবেদন করতে পারবেন
  • কেবলমাত্র মহিলা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
  • বাংলাদেশ নার্সিং কাউন্সিল অনুমোদিত বিএসসি (নার্সিং) পাশ হতে হবে। অথবা ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও মিডওয়াফারী কোর্স পাশ এবং তৎসহ সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
  • সিনিয়র স্টাফ নার্স হিসাবে বাংলাদেশ নার্সিং কাউন্সিল প্রদত্ত বৈধ লাইসেন্স থাকতে হবে।
  • কোন হাসপাতালে নার্সিং সুপারভাইজার বা মেট্রন হিসাবে ৪-১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • নরমাল ডেলিভারী করতে সক্ষম ও ওটির কাজে পারদর্শী প্রাথীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • সেবাধর্মী প্রতিষ্ঠানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

কর্মস্থলঃ রাজশাহী

আবেদন করার প্রক্রিয়াঃ

আগ্রহী প্রার্থীদের জীবন-বৃতান্ত, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ দুই কপি ছবি, সকল একাডেমিক পরীক্ষার সত্যায়িত সনদ-পত্র, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপিসহ আগামী ২৫ জুন ২০২৩ ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় আবেদন পত্র প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

আবেদনের ঠিকানা
চেয়ারম্যান, বোর্ড অব ট্রাষ্টিজ (বিওটি)
খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল, শ্রীরামপুর, রাজশাহী ৬০০০
এ ছাড়াও আগ্রহী প্রার্থীগণ pcmondalcob@gmail.com ই-মেইলের মাধ্যামে তাদের দরখাস্ত প্রেরণ করতে পারবেন।
আবেদন পত্র ও খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। প্রকাশ থাকে যে কোন প্রকার ব্যক্তিগত যোগযোগ বা অন্য কোন ভাবে প্রভাবিত করার চেষ্টা অযোগ্যতা বলে বিবেচিত হবে। তবে করোনা কালীন সময়ে যে সকল প্রাথী অত্র প্রতিষ্ঠানে কাজ করেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। কেবল মাত্র বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউ-এর জন্য আহবান করা হবে।

হার্ড কপি

আগ্রহী প্রার্থীদের জীবন-বৃত্তান্ত, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ দুই কপি ছবি, সকল একাডেমিক পরীক্ষার সত্যায়িত সনদ-পত্র, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপিসহ আগামী ২৫ জুন ২০২৩ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় আবেদন পত্র প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
আবেদনের ঠিকানা –
প্রধান নির্বাহী র্কমর্কতা
খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল, কাজীহাটা , রাজশাহী ৬০০০
আবেদনের শেষ তারিখ: ২৫ জুন ২০২৩
List of Christian mission hospitals in Bangladesh
  • Christian Missionary Hospital, Brahmanbaria
  • LAMB Integrated Rural Health & Development Project, Parbatipur
  • Christian Missionary Hospital, Rajshahi
  • Memorial Christian Hospital, Cox’s Bazar
  • DBLM, The Leprosy Mission, Nilphamari, India
  • Christian Missionary Hospital, Comilla

Reference Link: Wikipedia  

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen