COAST Foundation Job Circular
COAST Foundation Job Circular, COAST Foundation Job Circular 2025
কোস্ট ফাউন্ডেশন (www.coastbd.net) একটি মানভিত্তিক স্বাধীন, অরাজনৈতিক, অলাভজনক এবং বেসরকারি সংস্থা (এনজিও), জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (UN ECOSOC) থেকে Special Consultative Status প্রাপ্ত। কোস্ট ১৯৯৮ সাল থেকে উপকূলীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেঁচে থাকার কৌশলগুলি বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রনকারী সংস্থা (এমআরএ) কর্তৃক নিবন্ধিত এবং সনদ নং ০০৯৫৬-০৪০৪১-০০০৬৮।
বর্তমানে কোস্ট ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত প্রদানে আহ্বান করছে। প্রান্তিক জনগোষ্ঠী, রাজনীতি ও সমাজ সচেতন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। নিম্নোক্ত তারিখ, সময় ও স্থান অনুযায়ি সরাসরি সাক্ষাতকার প্রদানে আহ্বান করছে।
ক. শাখা ব্যবস্থাপক: – ৩০ টি পদ
শিক্ষাগত যোগ্যতা:
স্নাতকোত্তর। মাসিক বেতন ৪৫০৩১ টাকা, ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়া প্রতিবছর কর্ম দক্ষতার ভিত্তিতে নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধির সুযোগ আছে। কোন পরীক্ষাতেই তৃতীয় বিভাগ/শ্রেণী/সমমান (জিপিএ) গ্রহণযোগ্য নয়।
খ. দায়িত্ব: মাঠপর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রমের শাখা পরিচালনা করা।
গ. বয়স : ২৫-৩৮ বছর। (২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ)।
ঘ. পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
মেইলে কোন বায়োডাটা/সিভি গ্রহনযোগ্য নয়, সরাসরি নিয়োগ পরিক্ষায় অংশগ্রহনের জন্য অনুরোধ করা হলো।
ঙ. অন্যান্য শর্তাবলী:
১. নিয়োগ প্রপ্তির পর ৩ দিন ফাউন্ডেশনে প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর ১৫ দিন যে কোন শাখায় ব্যবস্থাপকের সাথে থেকে কাজ দেখবেন, ফাউন্ডেশনকে দেখবেন ও জানবেন। যোগদানের পর পথম ৬ মাস পর্যন্ত বেতন থেকে প্রতিমাসে ৫০০০/- টাকা করে মোট ৩০০০০/- টাকা জামানত হিসেবে কেটে রাখা হবে। ১৫ দিন পর প্রার্থীকে অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে যেখানে বিশেষ করে উল্লেখ থাকবে যে ৬ মাসের মধ্যে ফাউন্ডেশন ছেড়ে চলে গেলে জামানত বাজেয়াপ্ত হবে। ১৫ দিনের মধ্যে কেউ চলে গেলে কর্তৃপক্ষের কোন আপত্তি থাকবে না।
২. চাকরিতে স্থায়ী হলে বেতন ভাতার সাথে কন্ট্রিভিউটরি প্রভিডেন্ট ফান্ড, ২টি উৎসব ভাতা (প্রতিটি উৎসব ভাতা একটি মূল বেতনের সমান), গ্রাচ্যুইটি, চিকিৎসা সহায়তা ও নারীদের জন্য সন্তান পরিচর্যা ভাতার ব্যবস্থা আছে।
৩. নিজস্ব মোটর সাইকেল থাকতে হবে ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সর্বোচ্চ ৩৩০০ টাকা জ¦ালানী সুবিধা পাবেন।
৪. সাক্ষাতকারের সময় ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি (১৫ দিনের পুর্বে তোলা ছবি গ্রহনযোগ্য নয়), সকল পরীক্ষা পাশের সনদপত্রের মূলকপি, মূল নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের রঙ্গীন অনুলিপি ও মূলকপি, নিজ উপজেলা পরিষদের ১ম শ্রেণীর সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্র জমা দিতে হবে। পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা প্রদান করতে হবে। সকল সনদপত্রের ১ কপি করে অনুলিপি সঙ্গে আনতে হবে।
৫. ছাত্র, ধূমপায়ী এবং মটরসাইকেল চালনায় অনাগ্রহীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নাই। কোন প্রার্থী সম্পর্কে নারী বা শিশুর প্রতি শোষন বা যৌন নির্যাতনের কোন অভিযোগ থাকলে বা প্রমানিত হলে তার প্রার্থীতা বা নিয়োগ বাতিল হয়ে যাবে। নির্বাচিত প্রার্থীদের সর্বদা যৌন শোষণ ও অপব্যবহার থেকে সুরক্ষা নীতি মেনে চলতে হবে। নির্বাচিত প্রার্থীদের যৌন শোষণ এবং অপব্যবহারের সাথে সম্পর্কিত বিষয়ে তাদের অতীতের আচরণের বিষয়ে রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। প্রার্থী নিজে বাল্যবিবাহ করবে না বা তার পরিবারের কোন সদস্যকে বাল্যবিবাহ দিবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে।
৬. কোস্ট ফাউন্ডেশন সকল নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে।
যে কোন তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য করা হবে, এমনকি প্রার্থিতাও বাতিল হতে পারে। শৃংখলা বিধানের স্বার্থে কোস্ট ফাউন্ডেশন নিয়োগ প্রাপ্তদের আইনগত অভিভাবক থেকে নির্দিষ্ট ফরমে অঙ্গীকারনামা গ্রহণ করবে।
মেইলে কোন বায়োডাটা/সিভি গ্রহনযোগ্য নয়, সরাসরি নিয়োগ পরিক্ষায় অংশগ্রহনের জন্য অনুরোধ করা হলো।
COAST Foundation is a non-governmental organization based in Bangladesh, dedicated to promoting sustainable livelihoods and equitable development, particularly in the country’s coastal regions. Established in 1998, COAST has been instrumental in empowering marginalized communities, especially women and children, through various initiatives.
Vision and Mission:
-
Vision: Striving for a world of equity, justice, and freedom from poverty, where human rights and democracy are the common cultures.
-
Mission: To organize strategically important activities related to development, facilitating sustainable and equitable improvements, especially in coastal areas of Bangladesh, through increased participation in socio-economic, cultural, and civic life.
Objectives:
-
Facilitate sustainable livelihoods for the poor and marginalized by providing microfinance and promoting enterprise development.
-
Support initiatives that enable the poor to realize their rights and demands from government and other institutions.
-
Initiate programs aimed at protecting and preserving ecological and natural resources, particularly those of the Bay of Bengal.
Recent Activities:
-
In January 2025, COAST Foundation was awarded the secretariat of Sphere Community Bangladesh (SCB) for 2025-2026.
-
In January 2025, COAST initiated a project for affected fisherfolk communities in Teknaf, organizing a meeting with local government and administration to address their needs.
Contact Information:
-
Address: House 13, Road 2, Shaymoli, Dhaka 1207, Bangladesh.
-
Phone: +880 1713-144166
-
Email: info@coastbd.net
-
Website: https://coastbd.net