আজ, রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

COAST Foundation Job Circular

মে ১৯, ২০২৪, ৮:১৮ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


COAST Foundation Job Circular, COAST Foundation Job Circular 2024

কোস্ট ফাউন্ডেশন (www.coastbd.net) একটি মানভিত্তিক স্বাধীন, অরাজনৈতিক, অলাভজনক এবং বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (UN ECOSOC) হতে Special Consultative Status প্রাপ্ত। কোস্টের কর্মী এবং কোস্টের কাজের সাথে সরাসরি সম্পৃক্ত কারো দ্বারা যৌন শোষণ এবং অপব্যবহারের বিষয়ে কোস্ট শূন্য-সহনশীলতা নীতি অনুসরণ করে। নির্বাচিত প্রার্থীদের কোস্ট এর যৌন শোষণ, সহিংসতা ও হয়রানি প্রতিরোধ নীতিমালা মেনে চলতে হবে। নির্বাচিত প্রার্থীদের যৌন শোষণ এবং অপব্যবহারের সাথে সম্পর্কিত তাদের অতীতের আচরণের বিষয়ে রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেক করা হবে, নির্বাচন প্রক্রিয়ায় এ বিষয়ে আরও অতিরিক্ত তথ্য প্রদানের প্রয়োজন হতে পারে। কোনো প্রার্থীর বিরুদ্ধে শিশু বা নারী নির্যাতন বা যৌন শোষণের অভিযোগ পাওয়া গেলে এবং প্রমাণিত হলে তাদের আবেদন ও নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে। প্রার্থী নিজে এবং তাদের পরিবার কোনো বাল্যবিবাহ করবেন না এবং দেবেন না উল্লেখপূর্বক যোগদানকালে একটি স্বীকৃতিপত্র জমা দিতে হবে। কোস্ট ফাউন্ডেশন “Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL) Project” প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় কক্সবাজার জেলার সদর ও কুতুবদিয়া উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের জন্য কোস্ট ফাউন্ডেশন নিন্মোক্ত পদসমূহে আবেদনপত্র আহবান করছে।

COAST Foundation Job Circular

উক্ত পদের জন্য কম্পিউটার চালনায় জ্ঞান ও দক্ষতা থাকতে হবে (MS office, Internet Browsing, Email Correspondence etc.)। প্রার্থীকে বাংলা, ও ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে ।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সিভি ফরম্যাটে সিভি পাঠাতে অনুরোধ করা হচ্ছে। সিভি ফরম্যাট ডাউনলোড করতে ভিজিট করুন https://coastbd.net/job-opportunity/। এই ফরম্যাটের পরিবর্তে অন্য কোন সিভি গ্রহণ করা হবে না। পুর্ণাঙ্গ সিভি পুরন করে আগামী ৩০/০৫/২০২৪ ইং তারিখের মধ্যে hr2@coastbd.net -এ মেইলে সিভি পাঠাতে হবে। সিভির সাথে অবশ্যই পাসর্পোট সাইজের ছবি( ১৫ দিন আগের তোলা ছবি হতে পারবে না) সংযুক্ত থাকতে হবে। মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে। সকল পদেই নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। উল্লেখ্য যে, সংস্থার অভ্যন্তরীণ কর্মীও আবেদন করতে পারবেন। যেকোন ধরনের তদবির নিরুৎসাহিত করা হলো।

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen