ঢাকা সিটি কলেজ এ নিয়োগ বিজ্ঞপ্তি | Dhaka City College Job Circular
Dhaka City College Job Circular, Dhaka City College Job Circular 2025
চাকরির বর্ণনাঃ
ঢাকা সিটি কলেজ এ বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
পদ সমুহঃ
নিচের বিজ্ঞাপনটি দেখুন
আবেদন করার প্রক্রিয়াঃ
আবেদনের শেষ তারিখ: ০৬/০৩/২০২৫ ইং
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
কলেজ পরিচিতি একবিংশ শতকের সূচনালগ্নে রাজধানীর প্রাণকেন্দ্র ধানমন্ডি ২ নম্বর সড়কে অবস্থিত আজকের ঢাকা সিটি কলেজ ১৯৫৭ সালে স্থাপিত হয় ঢাকা সিটি নাইট কলেজ হিসেবে।
ওয়েস্ট এন্ড হাই স্কুলের সীমিত পরিসরে যার যাত্রা শুরু, দীর্ঘ অর্ধশতাব্দী কাল পেরিয়ে আজ বাংলাদেশের শিক্ষাজগতে তার অবস্থান সুদৃঢ় ও নেতৃস্থানীয়। ৬০-এর দশকে কিছুদিন ঢাকা কলেজ ক্যাম্পাসে অবস্থানের পর ’৭০ সালে আজকের স্থানটিতে কলেজটির কার্যক্রম শুরু হয়।
১৯৭৭ সালে অধ্যক্ষ প্রফেসর মোঃ হাফিজ উদ্দিন দায়িত্বভার গ্রহণ করার পরপরই আধুনিক ঢাকা সিটি কলেজের নতুন অভিযাত্রা শুরু হয়। সুদীর্ঘ ৩৩ বছর সফলভাবে অধ্যক্ষের দায়িত্ব পালনের পর কর্মরত অবস্থায় প্রথিতযশা শিক্ষাবিদ প্রফেসর মোঃ হাফিজ উদ্দিন ২০০৯ সালের ২৯ ডিসেম্বর ইন্তেকাল করেন। অধ্যক্ষ মোঃ হাফিজ উদ্দিনকে আমরা ‘আধুনিক ঢাকা সিটি কলেজ-এর রূপকার’ হিসেবে আখ্যায়িত করে থাকি।
কলেজ গভর্নিং বডির প্রাক্তন চেয়ারম্যান সাবেক ঢাকা বিভাগীয় কমিশনার খানে আলম খানের অনুপ্রেরণা ও সহযোগিতায় ১৯৮৯ সালের মধ্যে দু’দুটো বৃহৎ বিল্ডিং নির্মিত হয়। ইতোমধ্যে আরেকটি বিল্ডিং-এর নির্মাণ কাজ শেষ হয়। ১৯৯১ সালে নৈশ বিভাগ বাদ দিয়ে ছাত্রীদের জন্য শুরু হয় প্রভাতী শাখা। অরাজনৈতিক ছাত্র-কাউন্সিল প্রবর্তনের মধ্য দিয়ে কলেজের শিক্ষা সহায়ক কার্যক্রম পরিচালনায় যুগান্তকারী পরিবর্তন সূচিত হয় ১৯৯২ সালে। ইতোমধ্যে কলেজের নিজস্ব অর্থায়নে দু’টি জায়গা ক্রয় করা হয়। একটি কলেজ সংলগ্ন ১৩ কাঠা জায়গা যার উপর ৬-তলা ভবন নির্মাণ করা হয়েছে। অন্যটি ধানমন্ডি ৩/এ রোডে এক বিঘা জায়গা। যার ওপর ছয়তলা বিল্ডিং-এর নির্মাণ কাজ শেষ হয়েছে। এছাড়াও স্নাতক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সিমেস্টার কোর্স এবং পরীক্ষা পদ্ধতি প্রবর্তনের সুফল ১৯৮০ সাল থেকে অদ্যাবধি প্রবহমান। এর প্রকৃষ্ট প্রমাণ ১৯৮৪ থেকে বোর্ড ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষায় প্রতি বছর বহুসংখ্যক ছাত্র-ছাত্রীদের মেধা তালিকায় স্থান লাভ। সাম্প্রতিক সময়ে চালুকৃত গ্রেডিং পদ্ধতির বোর্ড পরীক্ষায় ব্যবসায় শিক্ষায় ও বিজ্ঞান বিভাগে সর্বাধিক সংখ্যক ছাত্র-ছাত্রীর জিপিএ ৫ প্রাপ্তি এর অন্যতম প্রমাণ।
১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষে উচ্চতর কোর্স প্রবর্তনের মধ্য দিয়ে কলেজের অগ্রযাত্রায় যোগ হয় নতুন মাত্রা। ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান ও মার্কেটিং বিষয়ে সম্মান ও এম.বি.এস. ১ম পর্ব ও শেষ পর্ব শুরুর ভিতর দিয়ে উচ্চতর শিক্ষা বিস্তারের অভীষ্ট লক্ষ্যে কলেজটি এগিয়ে যাচ্ছে। ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষ হতে ইংরেজি বিষয়ে সম্মান, ১৯৯৮-’৯৯ শিক্ষা বর্ষ হতে বি.এসসি. (সম্মান) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বি.বি.এ. এবং ২০০৩-’০৪ শিক্ষাবর্ষ হতে বি.বি.এস. (সম্মান) ফিন্যান্স এন্ড ব্যাংকিং কোর্সসমূহ চালু করা হয়। ২০১২-’১৩ শিক্ষাবর্ষে বিএসএস (সম্মান) অর্থনীতি বিষয়ে শিক্ষাদান শুরু হয়েছে। ২০০৪ সাল হতে নিয়মিত এম.বি.এ. কোর্স প্রবর্তন করা হয়েছে। গুণগত শিক্ষা নিশ্চিত করে দক্ষ মানব সম্পদ উপহার দেয়ার লক্ষ্যে বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা ও উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর অনুসৃত নীতি ও পদ্ধতির আলোকে কলেজে চালু হয়েছে শিক্ষাদানের নিজস্ব পদ্ধতি।
প্রথিতযশা চক্ষু চিকিৎসাবিদ, মাননীয় প্রধানমন্ত্রির সাবেক স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ও সম্মানিত শিক্ষা ব্যক্তিত্ব প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী আন্তরিক প্রচেষ্টা ও সঠিক পথনির্দেশনায় এবং গভর্নিং বডির সম্মানিত সদস্যদের দক্ষ পরিচালনা ও তত্ত্বাবধানে কলেজটি বর্তমানে পরিচালিত হচ্ছে। যোগ্য অধ্যক্ষের সুদক্ষ পরিচালনা, আন্তরিক, সৎ ও যোগ্য শিক্ষকম-লীর শিক্ষাদান, সুন্দর, স্বচ্ছ ও প্রত্যাশিত শিক্ষার অনুকূল পরিবেশ এবং সুপরিকল্পিত প্রগতিশীল শিক্ষা পদ্ধতির প্রয়োগ কলেজটিকে আজ একটি গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠানে পরিণত করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস, ঢাকা সিটি কলেজ শিক্ষা বিস্তারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও মানবীয় চেতনার বিকাশ ঘটিয়ে জাতীয় অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা পালন করে যাচ্ছে।
Dhaka city college job circular 2025 hsc
Dhaka City College student login
ঢাকা সিটি কলেজের মাসিক বেতন
Dhaka City College honours total cost per semester
Dhaka city college id card
Dhaka City College tuition fees
Dhaka City College teachers list
Dhaka City College BBA cost