আজ, বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

জিনোম হসপিটাল (প্রাঃ) লিঃ শেরপুর এ নার্স পদে নিয়োগ বিজ্ঞপ্তি | Genome Hospital Job Circular

ডিসেম্বর ১০, ২০২০, ৮:০২ অপরাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Genome Hospital Job Circular, Genome Hospital Job Circular 2021

চাকরির বর্ণনাঃ

জিনোম হসপিটাল (প্রাঃ) লিঃ শেরপুর এ নার্স পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

পদ সমুহঃ

নার্স – নির্দিষ্ট নয়

চাকরির দায়িত্বসমূহ

সার্বক্ষণিক রোগী পর্যবেক্ষন।
রোগীর সঠিক যত্ন ও পরিচর্যা নিশ্চিতকরণ।
রোগী ও রোগীর অভিভাবক কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
রোগীর লক্ষণ পর্যবেক্ষন পূর্বক সংশ্লিষ্ট ডাক্তারকে অবগতকরণ ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ।
হাসপাতালের যে কোন কাজে ডাক্তারকে সহযোগিতা করা।
রোগীর নিয়মিত চেকআপ ও পরিচর্যা (যেমনঃ ওজন / রক্তচাপ / পালস রেট / রক্তের শর্করা পরিমাপ, ইনজেকশন ও স্যালাইন পুশ, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী রোগীকে সময়মতো ঔষধ সেবন করানো ইত্যাদি) নিশ্চিতকরণ ও প্রয়োজন অনুযায়ী রোগীর চার্টে লিপিবদ্ধকরণ।
এছাড়াও বিভিন্ন সময়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তারের নির্দেশানুযায়ী বিভিন্ন কর্ম সম্পাদন।

শিক্ষাগত যোগ্যতা

বাংলাদেশ নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোন সরকারি বা বেসরকারি নার্সিং কলেজ বা নার্সিং ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা ইন নার্সিং বা বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্ন হতে হবে।

অভিজ্ঞতা

সর্বনিম্ন ২ বছর
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
উভয় পুরুষ এবং নারীরা আবেদন করতে পারবেন

কর্মস্থল
শেরপুর (শেরপুর সদর)

বেতন

আলোচনা সাপেক্ষ

কোম্পানীর সুযোগ সুবিধাদি

আলোচনা সাপেক্ষে আবাসনের ব্যবস্থা করা যেতে পারে।

আবেদন করার প্রক্রিয়াঃ

আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২০ ইং 

বিডি জবসের মাধ্যমে আবেদন করতে APPLY ONLINE বাটনে ক্লিক করুন।

কোম্পানির তথ্যাবলী

জিনোম হসপিটাল (প্রাঃ) লিঃঠিকানা: জিনোম হসপিটাল, পরানপুর, বয়ড়া, শেরপুরব্যবসা: Genome Hospital is a 250 bed hospital founded in 2013 with the sole purpose of providing high quality health care to the people of Sherpur district at an affordable cost. It was founded by 2 renowned doctors Prof. Dr. Afroza Begum Sheela (FCPS-Gynaecology & Obstetrics) and Prof. Dr. Saidur Rahman ( Ex professor of Anatomy Faridpur Medical College), who shared the dream of making the institute a centre for excellence. The institute is situated just outside the Sherpur Pourashova by the main road connecting Sherpur to Dhaka and Mymensingh on 5 acres of land. It provides emergency, outdoor, indoor hospital as well as diagnostic services.

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen