আজ, সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

আজকের ডিল এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি। AjkerDeal Job Circular

মার্চ ১৪, ২০২১, ১:০০ অপরাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


AjkerDeal Job Circular, AjkerDeal Job Circular 2021

Ajkerdeal.com Ltd. operates the largest online marketplace platform in the country. It operates the most popular online retail mall in the country (www.ajkerdeal.com). Over 2000 merchants are directly working with the marketplace platform. The e-commerce site lists over 100,000 SKUs (unique products). The company has been founded by founders of Bdjobs.com Ltd.. It has investment by reputed local and foreign investors.

চাকরির বর্ণনাঃ

ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান আজকের ডিল ডটকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিস্তারিত জেনে নিনঃ-

পদ সমুহঃ

সেলস রিপ্রেজেন্টেটিভ

পদ সংখ্যা: ৬

দায়িত্বসমূহ:

  • প্রতিদিন কমপক্ষে ৫০টি বিদ্যমান শপ ভিজিট করতে হবে।
  • ajkerdeal.com এর বিক্রেতা তৈরীর মাধ্যমে মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
  • সম্ভাবনাময় বিক্রেতাদের সাথে সম্পর্কোন্নয়ন করা।
  • অপারেশন প্ল্যানের জন্য মার্কেট ডাটা সংগ্রহ করা, এনালাইসিস করা এবং ফোরকাস্ট করা।
  • টার্গেটকৃত বিক্রেতাদের সাথে যোগাযোগ করা এবং বিক্রেতার সন্তুষ্টি অর্জন করা।
  • ষ্ট্যাটেজিক প্ল্যান করা এবং তা বাস্তবায়ন করা এবং বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
  • বিক্রেতাদের কাছে কোম্পানীর পণ্য ও সেবা প্রদর্শন করা।
  • আইডিয়া ও পরিকল্পনা করা।
  • বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন মানসিকতাসম্পন্ন।

চাকুরীর ধরন:

  • ফুল-টাইম

শিক্ষাগত যোগ্যতা:

  • এইচএসসি/স্নাতক

অভিজ্ঞতা:

  • ১-২ বছরের মাঠ পর্যায়ের বিক্রয়, অর্ডার সংগ্রহ, ইভেন্ট ম্যানেজমেন্ট, ব্র্যান্ডিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়স সীমা: ২৩ থেকে ২৭ বছর।
  • শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন।
  • এটি একটি সম্পূর্ন ফিল্ড জব। যদি কেউ মাঠ পর্যায়ে ভ্রমণ করতে না পারেন তবে আবেদন করার দরকার নাই।
  • ই-কমার্সে অভিজ্ঞতাসম্পন্নদেরকে আবেদনে উতসাহিত করা হচ্ছে।
  • প্রার্থীকে সেলস, মার্কেটিং এবং বিজনেস ডেভেলপমেন্ট সম্পর্কে ধারনা থাকতে হবে।
  • ভাল যোগাযোগ দক্ষতা।
  • স্মার্ট ফোন ও এপ ব্যবহার জানতে হবে।
  • কোন বড় ই-কমার্স কোম্পানীতে সেলস ও মার্কেটিং এ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

কর্মস্থল: ঢাকা

বেতন: ১২,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা:

  • সেলস কমিশন
  • ট্রান্সপোর্ট এলাউন্স
  • মোবাইল বিল

এই পদের জন্য অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

Application Deadline : March 25, 2021

অ্যাপ্লাই করার আগে পড়ুন

আবেদনকারী যদি ঢাকার বাইরে থাকেন ,নিজস্ব বাইসাইকেল না থাকে , ইন্টারভিও দিতে না আসতে পারেন ,তাহলে অনুগ্রহ করে আবেদন বা কল করার প্রয়োজন নেই

সরাসরি সাক্ষাতের জন্য আপনার ১টি পূর্ণাঙ্গ জীবনবৃত্তাত্ব , ১ (এক) কপি পাসপোর্ট সাইজ ছবিসহ নিচের ঠিকানায় যোগাযোগ করুন:
সুমনা গণি ট্রেড সেন্টার
প্লট – ২, লেভেল – ৫
কাওরান বাজার, ঢাকা
০১৮৪৭৩২৭৬৯১
সাক্ষাতের সময়: দুপুর ১২টা থেকে বিকাল ৪ টা ( শনি থেকে বৃহস্পতিবার)

আবেদন পদ্ধতি

AjkerDeal Job Circular

ড্রাইভার

খালি পদ: ০১

চাকরির দায়িত্বসমূহঃ প্রোডাক্ট পরিবহণের কাজে গাড়ি চালিয়ে নির্দিষ্ট গন্তবে প্রোডাক্ট পৌঁছে দেওয়া ।

চাকরির ধরনঃ ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা

  • ন্যূনতম এস.এস.সি

অভিজ্ঞতা

  • ডেলিভারি / কুরিয়ার কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে

চাকরির আরো প্রয়োজনীয় বিষয়সমূহ

  • বয়স ২৫ থেকে ৩৫ বছর
  • শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন
  • অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে
  • বাংলা ও ইংরেজিতে মৌলিক জ্ঞান থাকতে হবে।
  • উদ্যমী এবং স্মার্ট হতে হবে।
  • অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
  • এনআইডি কার্ড বা পাসপোর্ট থাকতে হবে।
  • অ্যান্ড্রয়েড ফোন অপারেট করাতে দক্ষ হতে হবে।

কর্মস্থলঃ ঢাকা

বেতন

  • টাকা. ১২০০০ (মাসিক)

সুযোগ-সুবিধাসমূহ

  • ৮ ঘন্টা ডিউটির পর ওভারটাইম ভাতা সুবিধা রয়েছে

যোগাযোগের জন্য:

মোবাইল নম্বর –  ০১৮৪৭৩২৭৬৯১  / ০১৮৪৪১৭২৩২৮

ঠিকানা: সুমনা গণি ট্রেড সেন্টার
প্লট – ২, লেভেল – ৫
কাওরান বাজার, ঢাকা।

সরাসরি সাক্ষাতের সময়: দুপুর ১২টা থেকে বিকাল ৩টা (রবিবার থেকে বৃহস্পতিবার)

আবেদনের শেষ তারিখ: আগস্ট ১৭, ২০২০

অ্যাপ্লাই করার আগে পড়ুন

আবেদনকারী যদি ঢাকার বাইরে থাকেন ,নিজস্ব বাইসাইকেল না থাকে , ইন্টারভিও দিতে না আসতে পারেন ,তাহলে অনুগ্রহ করে আবেদন করার প্রয়োজন নেই ।

আবেদন পদ্ধতি

উপরের সব শর্তাবলী পূরণে সক্ষম হলে দ্রুত সময়ের মধ্যে সরাসরি সাক্ষাতের জন্য আপনার ১টি পূর্ণাঙ্গ জীবনবৃত্তাত্ব ও ১ (এক) কপি পাসপোর্ট সাইজ ছবিসহ নিচের ঠিকানায় যোগাযোগ করুন:
সুমনা গণি ট্রেড সেন্টার
প্লট – ২, লেভেল – ৫
কাওরান বাজার,ঢাকা
মোবাইল ঃ ০১৮২২৭৫৭৭৩৯

সাক্ষাতের সময়: সকাল ১০ টা থেকে দুপুর ২ টা (শনিবার থেকে বৃহস্পতিবার)

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen