বাংলাদেশ কোস্ট গার্ড এ নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Coast Guard Job Circular
Bangladesh Coast Guard Job Circular, Bangladesh Coast Guard Job
চাকরির বর্ণনাঃ
বাংলাদেশ কোস্ট গার্ডে নিম্নেলিখিত অসামরিক জনবল এর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।
পদ সমুহঃ
বাংলাদেশ কোস্টগার্ড অসামরিক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডে ১১টি ক্যাটাগরির পদে ২৬ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী শনিবারের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: ড্রাফটসম্যান (গ্রেড-২)
পদসংখ্যা: ১। যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস। স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ড্রাফটসম্যানশিপে চার বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা; প্রতি মিনিটে সাঁটলিপিতে বাংলায় সর্বনিম্ন ৫০ ও ইংরেজিতে সর্বনিম্ন ৮০ শব্দ এবং কম্পিউটারে মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দের গতিসম্পন্ন হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৩. পদের নাম: ইউডিএ/কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটারে মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দের গতিসম্পন্ন হতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৪. পদের নাম: ধর্মীয় শিক্ষক
পদসংখ্যা: ৫। যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ফাজিল পাস। সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব অভিজ্ঞতা। হাফেজ বা কারিদের অগ্রাধিকার দেওয়া হবে। সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৫. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা; প্রতি মিনিটে সাঁটলিপিতে বাংলায় সর্বনিম্ন ৪৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৭০ শব্দ এবং কম্পিউটারে মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দের গতিসম্পন্ন হতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৬. পদের নাম: অটোমেকানিক
পদসংখ্যা: ৩। যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস। স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে এক বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণির ট্রেড কোর্স সনদপ্রাপ্ত।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৭. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ৩। যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
৮. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২। যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটারে মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৯. পদের নাম: স্টোর কিপার
পদসংখ্যা: ১। যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। প্রয়োজনীয় কম্পিউটার জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
১০. পদের নাম: ফটোকপি অপারেটর
পদসংখ্যা: ১। যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। ফটোকপি মেশিন চালানোয় বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
১১. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৩। যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদন করার প্রক্রিয়াঃ
যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: ১ থেকে ৯ নম্বর পদে মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শেরপুর, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, দিনাজপুর, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পটুয়াখালী।
১০ নম্বর পদে নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, জামালপুর, নেত্রকোনা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, দিনাজপুর ও গাইবান্ধা। ১১ নম্বর পদে কুড়িগ্রাম, খুলনা, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, রাঙামাটি ও সুনামগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলা থেকে আবেদন করা যাবে।
বয়সসীমা :প্রার্থীর বয়স ২০২৩ সালের ৩০ জুন সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৩০ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ অনূর্ধ্ব ৩০ বছর বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন যেভাবে :আগ্রহী প্রার্থীদের এই http://bcg.teletalk.com.bd/ ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা বাংলাদেশ কোস্টগার্ড অধিদপ্তরের ওয়েবপোর্টালে থেকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর কল অথবা alljobs_query@teletalk.com.bd বা bcgcivilrecruit2023@gmail.com ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদন ফি :অনলাইনে আবেদনের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৯ নম্বর পদের জন্য ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ১০ ও ১১ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা :৫ আগস্ট ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
The Bangladesh Coast Guard is the maritime law enforcement force of Bangladesh. It is a paramilitary force which is under the jurisdiction of the Ministry of Home Affairs. Its officers and sailors are transferred from Bangladesh Navy, and most of the medical officers are transferred from Bangladesh Army.
বাংলাদেশ কোস্ট গার্ড গঠনের পূর্বে বাংলাদেশের স্বাধীনতার পর সমুদ্রের সকল প্রতিরক্ষা সংক্রান্ত দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনী পালন করেছিল । সময়ের সাথে সাথে অর্থনৈতিক কর্মকান্ড বৃদ্ধির ফলে সমুদ্রের গুরুত্ব বাড়তে থাকে এবং নৌবাহিনীর নিজস্ব দায়িত্বের পাশাপাশি উপকূলীয় এলাকায় নিরাপত্তা বিষয়ক অতিরিক্ত দায়িত্ব পালন করা কষ্ট সাধ্য হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড আইন ১৯৯৪ মহান জাতীয় সংসদে ১৯৯৪ সালের সেপ্টেম্বরে পাস হয় এবং “GUARDIAN AT SEA” এই মুলমন্ত্রে, বাংলাদেশ কোস্ট গঠিত হয় । কোস্ট গার্ডের উন্নয়নের ধারাবাহিকতায় কোস্ট গার্ড আইন-২০১৬ গত ১৩ মার্চ ২০১৬ তারিখে মহান জাতীয় সংসদে পাশ হয়। বাংলাদেশ কোস্ট গার্ড বর্তমানে সমুদ্র এলাকায় অভ্যন্তরীন নদীসীমায় অত্যন্ত দক্ষতার সাথে আইন শৃঙ্খলা, চোরাচালান রোধ, অবৈধ মৎস্য আহরন, জলদস্যূতা ইত্যাদি দায়িত্ব পালন করছে ।
Reference Link: http://www.coastguard.gov.bd/