আজ, শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Computer Council Job Circular

অক্টোবর ১৬, ২০২৪, ১২:৫০ অপরাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Bangladesh Computer Council jobs, Bangladesh Computer Council jobs News

চাকরির বর্ণনাঃ

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি)  নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা হয়েছে।

পদ সমুহঃ

  • ক্যাশিয়ার
  • গাড়ি চালক
  • অফিস সহায়ক
  • লিয়াজোঁ অফিসার (আইটিইই)
  • ‌অ্যাসোসিয়েট (আইন উপদেষ্টা)
  • সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর
  • সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

আবেদন করার প্রক্রিয়াঃ

আবেদনের শেষ তারিখ: 14 Nov 2024 ইং

বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)





Bangladesh Computer Council Job Circular
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাধ্যমে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) বাংলাদেশ সরকার প্রতিশ্রুত রূপকল্প ২০২১: ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনকারী অন্যতম প্রতিষ্ঠান। বাংলাদেশে কম্পিউটার কাউন্সিল (বিসিসি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে দেশকে অগ্রগামী করে তুলতে ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নানাবিধ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে। বিসিসি সরকারি পর্যায়ে অবকাঠামো উন্নয়ন, ই-গভা‍র্ন্যান্স প্রতিষ্ঠা, কানেক্টিভিটি স্থাপন, মানবসম্পদ উন্নয়ন, আইসিটি সক্ষমতা উন্নয়ন, আইসিটি শিল্পের উন্নয়ন, আইসিটিতে বাংলা ভাষার উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ ব্রান্ডিং এবং সর্বোপরি দেশে উদ্ভাবনী ও স্টার্টআপ সংস্কৃতির উন্নয়নে কাজ করছে । প্রথমে ভিন্ন নামে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি নিম্নলিখিত ধাপে বিসিসি হিসেবে প্রতিষ্ঠিত হয়ঃজাতীয় কম্পিউটার কমিটি: ১৯৮৩জাতীয় কম্পিউটার বোর্ড: ১৯৮৮বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অধ্যাদেশ: ১৯৮৯বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আইন: ১৯৯০জাতীয় সংসদের ১৯৯০ সালের ৯নং আইন বলে জাতীয় কম্পিউটার বোর্ড-কে রূপান্তরিত করে ‘‘বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল” নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করা হয় যা রাষ্ট্রপতির সচিবালয়ের অধীন পরিচালিত হতে থাকে। ১৯৯১ সালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে তৎকালীন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (পরবর্তীকালে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়)-এর অধীন ন্যস্ত করা হয়। বিগত ডিসেম্বর ২০১১ হতে বিসিসি নবসৃষ্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভগের প্রশাসনিক নিয়ন্ত্রণে পরিচালিত।Bangladesh Computer Council (BCC) is a statutory body under the Ministry of Posts, Telecommunications and Information Technology, Government of Bangladesh (GOB).  It was established by Act No IX of 1990 passed by the Parliament. The main activities are (not limited to) encouraging and providing support for ICT related activities, formulating national ICT strategy and policy, creating standards and specifications of ICT tools for government organizations according to their necessity, working for human resource development in ICT sector. It has also established National Data Center for hosting all the government websites, e-mail services and web applications. It is the only TIER – 3 certified Government Data Center in Bangladesh. In the near future, it will act as the only Gateway to access internet services for all of the government organizations. BCC is continuing ICT infrastructure development of government through several development projects/programs to facilitate access to government services from root level. In this vision, BCC has organized workshops, seminars, training on subjects related to ICT and has established throughout the country UISC (Union Information and Service Center).Website: https://bcc.gov.bd/

Address: 

E-14/EX, ICT Tower, Agargaon, Dhaka-1207
E-mail: bccinfo@bcc.gov.bd
Telephone: 88-02-55006848
Fax: 88-02-55006791

The Bangladesh Computer Council (BCC), is a statutory and autonomous government body located in Dhaka, Bangladesh, that aids in the use of information technology and the formulation of related policy. Bangladesh Computer Council operates a tier III certified national data center in Bangladesh.

 

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen