Bangladesh Export Processing Zones Authority Job Circular
BEPZA Job Circular, BEPZA Job Circular 2025
চাকরির বর্ণনাঃ
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বিভিন্ন পদে কর্মকর্তা নিয়োগের জন্য যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের থেকে দরখাস্ত আহ্বান করেছে ।
পদের নাম এবং সংখ্যাঃ
১. পদের নাম: আইটি অফিসার
পদসংখ্যা: ১ আবেদনের যোগ্যতা: সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা বা ডিপ্লোমা–ইন–কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। হার্ডওয়্যার, নেটওয়ার্ক, ইন্টারনেট, ওয়াই–ফাই, পিসি, প্রিন্টার ইত্যাদি বিষয়ে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
২. পদের নাম: অভ্যর্থনাকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ২
আবেদনের যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা
৩. পদের নাম: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ২
আবেদনের যোগ্যতা: সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা
৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট
পদসংখ্যা: ২
আবেদনের যোগ্যতা: সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ফার্মেসিতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।
বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা
৫. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ২
যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা
৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এইচএসসি পাস
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা
৭. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট স্টোরকিপার
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি পাস
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
৮. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ৩
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং যানবাহন চালনায় লাইসেন্স থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
৯. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা
১০. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ৬
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং সশস্ত্র বাহিনীর সেপাই বা সমপর্যায়ের পদে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা
১১. পদের নাম: মালি
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং দুই বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা
কাজের ধরনঃ
ফুল টাইম ।
শিক্ষাগত যোগ্যতাঃ
নিচের বিজ্ঞপ্তি ছবিতে দেখুন ।
আবেদন করার প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীদের www.bepza.gov.bd ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে।
আবেদনের সময়সীমা: ৩০/০৪/২০২৫ ইং তারিখ পর্যন্ত।
বিস্তারিত এই বিজ্ঞপ্তিতে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
The Bangladesh Export Processing Zones Authority (BEPZA) is a government body responsible for managing and promoting the Export Processing Zones (EPZs) in Bangladesh. EPZs are industrial zones designated for export-oriented industries, with the goal of boosting foreign investment and increasing exports.
Here are some key points about BEPZA:
-
Purpose: BEPZA was established to create a conducive environment for export-oriented industries, attract foreign investment, and generate employment. The primary goal is to increase exports and make Bangladesh a global player in manufacturing, particularly in textiles, garments, and other exportable goods.
-
Investment Incentives: Companies operating within the EPZs benefit from various incentives, such as:
-
Tax exemptions and reduced duties on machinery and raw materials.
-
100% foreign ownership of businesses.
-
Repatriation of profits and dividends.
-
Duty-free import of raw materials for production.
-
Competitive wage rates compared to other regions.
-
-
EPZ Locations: Bangladesh has several EPZs spread across the country, such as in Chittagong, Dhaka, Cumilla, Mymensingh, and Khulna, among others.
-
Regulatory Framework: BEPZA works in partnership with other government agencies to ensure smooth operations within the zones. The authority helps businesses with land acquisition, infrastructure support, and ensures that the industries operate in accordance with the rules and regulations governing the zones.
-
Types of Industries: EPZs host a wide range of industries, but the textile and garment sector is one of the largest contributors to the country’s export earnings.
-
Social Responsibility: BEPZA also focuses on the welfare of workers in the EPZs, ensuring that labor rights are protected and that they have access to social services, including healthcare, education, and housing.
.
Address:
Bangladesh Export Processing Zones Authority (BEPZA)
BEPZA COMPLEX, HOUSE: 19/D, ROAD: 6, DHANMONDI R/A, DHAKA, BANGLADESH
Phone: +880 2 9675489, 9675410, 9672969, 9613461,9614332
PABX : +880 2 9613459, 9613467, 9613462
Fax : +880 2 9661849, 9673020, 9665545
Email: chairman@bepza.gov.bd
member.ip@bepza.gov.bd
gm.ip@bepza.gov.bd
gm.pr@bepza.gov.bd
URL : www.bepza.gov.bd
Reference: https://en.wikipedia.org/wiki/Bangladesh_Export_Processing_Zone_Authority