Bangladesh International School and College Job circular
Bangladesh International School and College Job circular, Bangladesh International School and College
চাকরির বর্ণনাঃ
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ নিঝর, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ইংরেজি ভার্সন প্রতিষ্ঠান এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি।
পদ সমুহঃ
- Lecturer (Chemistry)
আবেদন করার প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীদের আবেদন পত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবেঃ
ক। জীবন বৃত্তান্ত (সরকারী নির্ধারিত চাকুরীর আবেদন ফরমে) এবং ০২ কপি পাসপাের্ট আকারের রঙিন ছবি।
খ। শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি।
গ। চেয়ারম্যান, বিআইএসসি, নিঝর এর অনুকূলে ৫০০ টাকার ট্রাস্ট ব্যাংক/সােনালী ব্যাংকের পে অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।
ঘ। আবেদনপত্রে কমপক্ষে ২টি মােবাইল নম্বর ও ই-মেইল অ্যাড্রেস দিতে হবে। সকল যােগাযােগ এসএমএস / ই-মেইলের মাধ্যমে সম্পন্ন করা হবে।
সিট প্লান কলেজ ওয়েবসাইটে এবং এসএমএস এর মাধ্যমে জানানাে হবে। আবেদন পত্র আগামী 31 Dec 2024 ইং তারিখের মধ্যে কলেজের ঠিকানায়। পৌছাতে হবে।
বিস্তারিত তথ্যের জন্যঃ website: www.bisc.edu.bd
সকল পদের জন্য বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারন করা হবে।
email: office@bisc.com.bd or bisschool@yahoo.com
Front desk: Tel no. 02-222260621,02-9888413, Army PABX- 7705 Office Super & Accounts: 02-222286056
Website: https://bisc.com.bd/
Bangladesh International School & College (BISC) is an English Medium institution managed by Bangladesh Army Headquarters, Dhaka Cantonment. BISC started its journey on 14th March 1995. The college today is one of the most prestigious institutions in the country with around 2800 students from Nursery to A level & HSC.