বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এ নিয়োগ | Bangladesh-Korea Technical Training Centre Job Circular
Bangladesh Korea Technical Training Centre Job Circular, Bangladesh Korea Technical Training Centre Job
চাকরির বর্ণনাঃ
বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) এ শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
পদ সমুহঃ
- অতিথি প্রশিক্ষক (মেশিন শপ প্র্যাকটিস)
- অতিথি প্রশিক্ষক (কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট)
আবেদন করার প্রক্রিয়াঃ
আবেদনের শেষ তারিখ: ১০/০৮/২০২৩ ইং
বিস্তারিত এই বিজ্ঞপ্তি তে দেখুন, (বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ছবিতে ক্লিক করুন)
The Bangladesh-Korea Technical Training Center (BKTTC), Dhaka was established in 1942 to train retired Army personnel and their dependents during World War II.
The company was relocated to Mirpur Road, Darussalam, Dhaka in 1983 with the financial and technical support of SEATO. Finally, with the financial and technical support of KOICA, the TTC was renovated in 2006, new equipment was installed and renamed as Bangladesh-Korea Technical Training Center (BKTTC).
বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি), ঢাকা দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও তাদের পোষ্যদের প্রশিক্ষণের জন্য ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়।
এস .ই.এ.টি.ও এর আর্থিক ও কারিগরি সহায়তায় প্রতিষ্ঠানটি ১৯৬৩ সালে মিরপুর রোড, দারুসসালাম, ঢাকায় স্থানান্তর করা হয় । অবশেষে KOICA এর আর্থিক ও কারিগরি সহায়তায় ২০০৮ সালে এই টিটিসি পুন:সংস্কার,নতুন যন্ত্রপাতি ইনস্টল এবং বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) হিসেবে নামকরণ করা হয়।
বিকেটিটিসি ক্যাম্পাসঃ
বিকেটিটিসি মিরপুর রোড, দারুসসালাম, ঢাকা সংলগ্ন অবস্থিত। বিকেটিটিসি,ঢাকা এর আয়তন ১৯.৫ একর। এখানে পর্যাপ্ত পরিমানে সুসজ্জিত শ্রেণীকক্ষ, ল্যাবরেটরিজ / কনফারেন্স হল আছে । নান্দনিক সৌন্দর্যময় পরিবেশে প্রশিক্ষণ, গবেষণা, আলোচনা, প্রতিফলন এবং অন্তর্দর্শন এর সু্যোগ রয়েছে। বিকেটিটিসি,ঢাকায় রয়েছে একটি সুসজ্জিত গ্রন্থাগার,বিনোদন এবং খেলাধূলার ব্যবস্থা। এছাড়াও ক্যাম্পাসে চিকিৎসার ব্যবস্থা রয়েছে।প্রশিক্ষণ পরিচালনা, সম্মেলন, সেমিনার ও কর্মশালা আয়োজনের জন্য আধুনিক সুবিধা রয়েছে । উত্তর-পূর্ব কোণে রয়েছে একটি ক্যাফেটেরিয়া। এখানে জাতীয় ও বিশেষ কর্মসূচি পরিচালনার জন্য ৫০০ আসন বিশিষ্ঠ বড় মিলনায়তন রয়েছে ।
এক নজরে বিকেটিটিসি,ঢাকা এর কোর্স সমূহঃ
- ০৬ ট্রেডের উপর ০১ বছরের স্কিল সাটিফিকেট কোর্স
- ২৪ ট্রেডের উপর মডুলার কোর্স সমুহ
- ট্রেড পরীক্ষার সুবিধা
- দরজী তৈরি প্রশিক্ষণ সুবিধা
- সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) প্রোগ্রাম
- ইপিএস কোরিয়ার জন্য প্রিলিমিনারী শিক্ষা প্রোগ্রাম
- কোরিয়ান ভাষা শিক্ষা
- গৃহরক্ষণাবেক্ষন প্রশিক্ষণ
- শুশ্রুষাকারী
- সৌদি আরব ও মালয়েশিয়ার কর্মীদের জন্য ওরিয়েন্টেশন কোর্স
পাঠ্যক্রম, প্রশিক্ষক ও যন্ত্রপাতিঃ
- পাঠ্যক্রম কোরিয়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আপডেট করা হয়
- প্রশিক্ষকরা KUT/JOCV/JICA/ILO/KOICA থেকে প্রশিক্ষণ নেয়
- আধুনিক মেশিনারি
- কম্পিউটারাইজড নিউমেরিক্যাল কন্ট্রোল (CNC) মেশিন
- ইলেকট্রিক ডিসচার্জের মেশিন (EDM)
অ্যাসেসমেন্ট ও সার্টিফিকেশনঃ
- জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বি.এম.ই.টি.)
- বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বি.টি.ই.বি.)