আজ, বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

    sarkariniyog.com

চালডাল লিমিটেডে এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি | Chaldal.com Job circular

আগস্ট ৯, ২০২১, ১১:৪০ পূর্বাহ্ণ


সংবাদটি শেয়ার করুন,


Chaldal.com Job circular, Chaldal.com Job circular 2021j

চালডাল লিমিটেড এ চাকুরীর সুযোগ 

চালডাল লিমিটেড (Chaldal.com) ঢাকা ও চট্টগ্রাম ওয়্যারহাউজের জন্য বাইকার, সাইক্লিস্ট, ডেলিভারি অ্যাসোসিয়েট, সিকিউরিটি গার্ড এবং পণ্য বাছাইকারী পদে আপনার যোগ্যতা/অভিজ্ঞতা অনুযায়ী জরুরী ভিত্তিতে কর্মী নিয়োগ চলছে।

আপনি যদি আগ্রহী না-ও থাকেন তবে দয়া করে এই চাকরির খবর টি শেয়ার করে অন্যকে এই দু:সময়ে চাকরি পেতে সহযোগীতা করুন। এতে করে সবার উপকার হবে!

আমরা সকলেই জানি, এই করোনাকালীন সময়ে অনেকেই চাকুরী হারিয়েছেন এবং লকডাউন-এ থেকে হতাশার মধ্যে সময় অতিবাহিত করছেন।

চালডাল লিমিটেড সমসময় মানুষের সেবায় পাশে ছিলো এবং থাকবে যেহেতু আমরা জরুরী খাদ্যপণ্য সরবরাহের কাজে ২৪ ঘন্টা নিয়োজিত রয়েছি।

চালডাল-এ কেন চাকুরী করবেন?

চালডাল লিমিটেড এ চাকুরী করতে আসলে আপনাকে সবসময় একটি বিষয় সম্পর্কে অবগত থাকতে হবে, ‘আপনি এখানে শুধুমাত্র চাকুরীর উদ্দেশ্যে আসনেনি, সাথে সাথে আপনি দেশের মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে এসেছেন।’

এই লকডাউন-এ যারা ঘরে বন্দি কিংবা করোনায় আক্রান্ত, তাদের সকল ধরনের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতেই আমরা নিত্য প্রয়োজনীয় প্রায় ৭৫০০+ পণ্য হোম ডেলিভারি দিয়ে থাকি প্রতিদিন। ঢাকার ১০০+ এরিয়াসহ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এবং যশোরে চালডাল লিমিটেড সেবা দিয়ে যাচ্ছে নিরলস।

চাকুরীতে জয়েনিং এর এক মাস পূর্ণ হলে দ্বিতীয় মাস থেকে শর্তসাপেক্ষে আকর্ষণীয় বোনাস এর সুব্যবস্থা আছে।

শর্ত সাপেক্ষে প্রতি ৩ দিন পর ১ দিন ছুটি।

বিস্তারিত জানতে নিচের লিংকে প্রবেশ করুন।

APPLY HERE

এটি একটি গুগল ফর্ম। ফর্মটি সম্পূর্ন পূরণ করে পাঠিয়ে দিন যত দ্রুত সম্ভব। আমরা আপনার যাথে যোগাযোগ করবো।

এছাড়াও আমাদের আরো একটি পদে নিয়োগ চলছে। বিস্তারিত জানতে প্রবেশ করুন নিচের লিংকে।

– Apply For Maintenance Executive

যেকোনো জিজ্ঞাসা থাকলে সরাসরি ফোন করুনঃ

01401110751 & 09643211200

চালডাল লিমিটেডের ঢাকার ৯ টি ওয়্যারহাউস এর সব গুলোতে বাইকার,সাইক্লিস্ট,ডেলিভারি এক্সেকিউটিভ,স্টোর কিপার (নাইট শিফট) এবং পণ্য বাচাইকারী পদে নিয়োগ চলছে! দয়া করে আপনার পরিচিত সবাইকে জানিয়ে দিন। বেতন: ১০৫০০ টাকা থেকে ১৬৫০০ টাকা। প্রতি ৩ দিন পর ১ দিন ছুটি ও আকর্ষণীয় বোনাস এর সুবিধা আছে ।

**বাইকার পদের জন্য ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক**

চালডাল ওয়্যারহাউজের ঠিকানাঃ-

১। উত্তরা ওয়্যারহাউজঃ হাউজ নং- ১৪, রোড – ৬ সি, সেক্টর – ১২ উত্তরা।

২। কল্যাণপুর ওয়্যারহাউজঃ  ১২৭, দারুসসালাম, কল্যাণপুর।

৩। বনানী ওয়্যারহাউজঃ  হাউজ নং- ৬৫, রোড নং- ৭/এ, ব্লক – এইচ, বনানী।

৪। মিরপুর ওয়্যারহাউজঃ   হাউজ নং – ০৬, রোড নং- ০৪, ব্লক – ই, মিরপুর – ২, (ডিসি পুলিশ অফিসের বিপরীতে।)

৫। রাজারবাগ ওয়্যারহাউজঃ  ১ নং মোমেনবাগ, গ্রীনলাইন বাস কাউন্টারের কাছে, রাজারবাগ। (রাজারবাগ পুলিশ লাইনের বিপরীতে)

৬। ঢালিবাড়ি ওয়্যারহাউজঃ কর্না ভিলা, (এম/এস জাকির টিম্বার এন্ড স’মিল এর বিপরীতে), হাউজ নং – ৪০, ওয়ার্ড-৩, সোলমেইড, ঢালিবাড়ি, ভাটারা।

৭। হাজারিবাগ ওয়্যারহাউজঃ ১২২, শেরেবাংলা রোড, ট্যানারি মোড়, সরওয়ার লেদার এর পাশে, হাজারিবাগ, ঢাকা।

৮। রামপুরা ওয়্যারহাউজঃ ২৫০/৫, ব্যাংক কলোনি, তিতাস রোড, বালুর মাঠের পাশে, ব্লক-সি, রামপুরা।

৯। যাত্রাবাড়ী ওয়্যারহাউজঃ ৩১৯/১/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-মাওয়া সড়ক, ঢাকা-১২০৪।

Please Call : 01401110751, 09643210004, 09643210007

ফোনে না পেলে আমাদের ওয়েবসাইট এর Live Chat এ নক করতে পারেন।

Email : logistics@chaldal.com

Facebook : https://www.facebook.com/chaldalcom

সরাসরি যোগাযোগের ঠিকানা: ১৬৫ (নতুন ৪৭) ডিআইটি এক্সটেনশন রোড ফকিরাপুল (হোটেল আল সালাম ২য় তলা)।

যোগাযোগের সময় : সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা ।

জনপ্রিয় চাকরির খবর সমূহ

অনলাইনে এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিসহ বিভিন্ন চাকরির খবর এবং পড়াশুনার সকল খবর গুলোকে সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে থাকে "সরকারিনিয়োগ.কম" । এখানে সংগৃহিত তথ্য/লিংক গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের এবং সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

Design and Developed by MD. Jakir Hosen